অটোমেটিক অ্যান্ড্রয়েড অটো ডিজেবল হয়ে যাওয়ার সমস্যা যেভাবে সমাধান করবেন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন।
আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে অ্যান্ড্রয়েড অটো। এই অ্যাপ টি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত না যেহেতু আমরা সবাই একটি ব্যবহার করি না। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব এই অ্যাপ সম্পর্কে এবং এই অ্যাপ এ সমস্যা দেখা দিলে করনীয় কি।

অ্যান্ড্রয়েড অটো কি

অ্যান্ড্রয়েড অটো গুগল দ্বারা নির্মিত একটি অ্যাপ যার সাহায্যে খুব সহজেই আপনি আপনার গাড়িকে নেভিগেট করতে পারেন। এই অ্যাপ আপনার গাড়ির টাচস্ক্রিন এর সাথে একটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করে ব্যবহার করা হয়। এছাড়া গাড়িতে আরো ছোটখাটো কিছু অর্ডার সংযুক্ত করার জন্য আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আমরা যারা গাড়ি চালাতে জানি অথবা পারি তারা এই অ্যাপের ব্যবহার সম্পর্কে অবগত।

অ্যান্ড্রয়েড অটো তে সমস্যা হলে করণীয় কি:

আমরা যারা সাধারণত গাড়ি চালানোর সময় এন্ড্রয়েড অটো ব্যবহার করে থাকি তাদেরকে মাঝে মাঝেই এই অ্যাপের ডিসকানেকশন সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যার সম্মুখীন যদি আপনি কোন অপরিচিত জায়গায় যাওয়ার সময় হন এবং আপনার পজিশন যদি রাস্তার মাঝখানে হয় তাহলে অবশ্যই আপনাকে বেশ ভালো রকমের বেগ পোহাতে হবে। তাই এর ডিসকানেকশন অথবা ডিসএবল হয়ে যাওয়ার সমস্যা সমাধান করতে পারা অনেকটাই আবশ্যক আমরা যারা গাড়ি চালিয়ে থাকি। হঠাৎ করেই এই অ্যাপের ডিজেবল হয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে আপনাকে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে:

১. সর্বপ্রথম চেক করতে হবে আপনার গাড়ি এন্ড্রয়েড অটো সাপোর্ট করে কিনা।
২. আপনার গাড়ির ইউএসবি কেবল কানেকশন সচল কিনা তা অবশ্যই চেক করতে হবে।
৩. আপনার অ্যান্ড্রয়েড অটো কনফিগারেশন সঠিক কিনা তা যাচাই করতে হবে।

এটি যাচাই করার জন্য আপনাকে যা করতে হবে তা হল:

i) মোবাইলের সেটিংস অপশনে প্রবেশ করে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটি সিলেক্ট করুন।
ii) সেখানে অ্যান্ড্রয়েড অটো অ্যাপটি বাছাই করে অ্যাডিশনাল সেটিংস অপশনটি ক্লিক করুন।
iii) সেখানে গিয়ে স্টার্ট অ্যান্ড্রয়েড অটো অটোমেটিক্যালি অপশনটি অলওয়েজ নির্ধারণ করুন।
iv) স্টার্ট অ্যান্ড্রয়েড অটো হুয়াইল লকড অপশনটি এনাবল করুন।
v) আপনার গাড়ি যদি ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট না করে তবে সেই অপশনটি ডিজেবল করুন।
৪. অ্যান্ড্রয়েড অটো এর ক্যাস মেমোরি ক্লিয়ার করুন।

উপরোক্ত অপশন গুলো অনুসরণ করলে আপনাকে অ্যান্ড্রয়েড অটো আপনা আপনি ডিজেবল হওয়া সমস্যার সম্মুখীন হতে হবে না। এরপরেও যদি সমস্যা দেখা দেয় তবে অবশ্যই আপনার গাড়ির টাচ স্ক্রিন টি সঠিকভাবে ফাংশন করছে কিনা তা যাচাই করে নিন। আশা করি আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।

Related Posts

9 Comments

মন্তব্য করুন