অনলাইনে ইনকাম করার উপায় ও কিছু টিপস

আসসালামু আলাইকুম কেমুন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে অনলাইনে ইনকাম করার কিছু টিপস এবং উপায় সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করব
প্রথমে আলোচনা করব অনলাইনে ইনকাম করার টিপস নিয়ে।
অনলাইনে ইনকাম করার জন্য আপনার সর্ব প্রথম যা দরকার তা হলো পন্থা বা আপনি কিভাবে অনলাইনে ইনকাম করতে চান। আপনি যদি ভিডিও তৈরি করতে ভালো বাসেন বা ভালো মানের ভিডিও এডিট করতে পারেন তা হলে আপনি YouTube বা Facebook এ ভিডিও আপলোড করে গুগল আ্যডসেন্স থেকে ইনকাম করতে পারবেন।বা আপনি যদি আর্টিকেল লিখতে ভালো বাসেন বা দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি grathor বা techtune সাইটে আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন তাহলে আজই ওই সাইট গুলোতে কাজ করা শুরু করে দিন । দিনে ২ থেকে ৩ ঘন্টা কাজ করে মাসে ৬০০০ হাজার থেকে ৯০০০ টাকা ইনকাম করতে পারবেন আজকাল যুব সমাজের ৯০% যুবক অনলাইনে ইনকাম করার প্রতি আগ্রহী কিন্তু সবাই ইনকাম করতে সফল হয় না। আজকাল এ সুযোগ নিয়ে বড় কোম্পানিগুলো যুবকদের কাছ থেকে টাকার লোভ দেখিয়ে বিনামূল্যে কাজ করিয়ে নিয়ে টাকা দিচ্ছে না তারা। সে জন্য কাজ করার আগে সাইট ভালো না খারাপ সে বিষয়ে ভালো ভাবে জেনে নেয়া অবশ্যই প্রয়োজন বা নিজের বা অন্য কার বড় ভাইয়ের থেকে পরামর্শ নেয়া উচিত। বা কেউ ওই সাইটে কাজ করেছে কি না তা খুঁজে বের করে তার থেকে পরামর্শ নেয়া দরকার। তা যদি সম্ভব না গুগল বা ফেসবুক থেকে সাইট টির সম্পর্কে বিস্তারিত জানা দরকার এবং তার রেটিং দেখতে হবে। আর এ গুলো দেখলে আপনি বুঝতে পারবেন সাইট ভালো না খারাপ। তাহলে আপনি সঠিকভাবে ইনকাম করতে পারবেন।
এবার আসি ইনকাম করার কিছু উপায় সম্পর্কে। ইনকাম করতে হলে আপনার ধৈর্য প্রয়োজন ধৈর্য না থাকলে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন না।
অনলাইনে ইনকাম করার উপায়।
১। ফ্রিলান্চিং করে ইনকাম। এবং এর কিছু ট্রাস্টেড সাইট @ upwork # freelancer ৳
2.YouTube ভিডিও আপলোড করে গুগল আ্যডসেন্স থেকে ইনকাম।
৩ ptc করে আয় বা paid to click করে আয়। যেমন tracebust .
৪। আ্যড দেখে টাকা ইনকাম যেমন surfaceweb.com
৫.।অনলাইনে সার্ভে করে ইনকাম।
৬. ডাটা এন্ট্রি করে ইনকাম।

৭.। ফরেস ট্রেডিং করে ইনকাম
উপরে যে বিষয় উল্লেখ করলাম তার একটি থেকে আপনি ও ইনকাম করতে পারবেন । মনে রাখবেন টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া যে ইনকাম করবেন তার ৯০% ফেক আজ আর না। bye bye

Related Posts