আসসালামুআলাইকুম
বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ইন্টারেস্টিং এপিসোড পোস্ট নিয়ে আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা গেম খেলে থাকেন এবং গেম নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন অনেকেই চিন্তাভাবনা করছেন যে ইউটিউবে আপনি গেম নিয়ে ভিডিও বানাবেন তাদের জন্যই মূলত এই পোস্টটি আশা করি পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন তাহলে অবশ্যই এই পোস্টটি থেকে আপনি মোটামুটি ভালো কিছু ধারনা পেয়ে যাবেন আর কথা বাড়াতে চাইনা চলুন আজকের পোস্টে চলে যাওয়া যাক।
বন্ধুরা ইউটিউবে গেমের প্রতি অনেকে আগ্রহটা বেশি রয়েছে এখন ইউটিউবে অনেক গেম নিয়ে ভিডিও আপনি পাবেন আর মধ্যে এখন রেঙ্ক এবং পপুলার কিছু গেম রয়েছে তার মধ্যে থেকে আমি মাত্র দুইটা গেমের নাম জানি এবং পপুলারিটি তে মোট চারটা গেম ইউটিউব এর রয়েছে একটা হলো পাবজি আরেকটা হল ফ্রি ফায়ার এবং কিছুদিন আগে 2018 সালে কিন্তু ওইসব পয়েন্ট নামে গানটা কিন্তু পপুলারিটি থে ফাস্ট ছিল কিন্তু তার থেকে এখন মানুষ ফাইটিং গেম বেশি পছন্দ করে সেই জন্য কিন্তু পাবজি এবং ফ্রী ফায়ার গেম দুটো বেশ পপুলারিটি লাভ করেছে এবং দুই হাজার কুড়ি সালে কিন্তু পাবজি বেশি ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে তাই বলা যায় পাবজি পৃথিবীর 1 নাম্বার গেম এখন আপনি ভাবছেন ইউটিউবে কিভাবে এই গেমগুলি ভিডিও বানানো যায় এখন আপনি বলতে পারেন এটা আর কি বিষয়ে আমি গেমের ভিডিও বানাবো এবং ইউটিউবে আপলোড করবো অনেক এরকম করছে তো আসলে আপনি যখন ভিডিওটা বানাবেন তখন কিছু নিয়ম রয়েছে প্রথমত আপনি এই গেম নিয়ে বা গেমের অনার কে নিয়ে কোন কটুক্তি বা গেম এর বিরুদ্ধে কথা বলতে পারবেন না তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে এবং অনেক গেম রয়েছে যেগুলো আপনি গেম এর মালিকের কাছ থেকে মেইল করে তারপর ভিডিও বানাতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই আপনি গেম ইউটিউবে আপলোড করতে পারেন কারণ তাদের গেম যদি ইউটিউবে আপলোড করেন তাহলে সে ক্ষেত্রে অনেকেই গেমটা কে দেখবে এবং বুঝতে পারবে এবং ডাউনলোড করে কিন্তু খেলবে এতে কিন্তু আমাদের অনেক লাভ হবে তাই কিন্তু তারা এটা দেখেও না দেখার ভান করে থাকে তবে তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন কিন্তু তারা তার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেয় এবং যদি দেখে অনেকগুলি ভিডিও তাদেরকে গেম নিয়ে বানানো হয়েছে তাহলে কিন্ত আপনার চ্যানেলে সঙ্গে সঙ্গে তিনটা কপিরাইট স্ট্রাইক দিবে এবং আপনার চ্যানেলটি কিন্তু বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে তাই যারা ইউটিউবে গেমের ভিডিও কথা ভাবছেন তারা অবশ্যই আগে রিচার্জ করবেন এবং জেনে নিবেন। কারণ অনেকগুলো ধাপ রয়েছে সেগুলো এই পোস্টে বলা সম্ভব নয়।
আমি নিজেও ইউটিউবে গেমিং ভিডিও নিয়ে কাজ করে থাকি এবং তাদের গেম কে ক্রেডিট দিয়ে থাকি অনেকে বলতে পারেন যে ফ্রি ফায়ার গেম খেললে ভা তা নিয়ে ভিডিও বানালে আমাকে কি ক্রেডিট দিতে হবে না আপনাকে ক্রেডিট দিতে হবে না তবে আপনি যদি দেন সে ক্ষেত্রে কিন্তু ভালো হয় তো আপনি আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসুন আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন এ ক্লিক করুন তারপর আপনি দেখতে পাবেন ব্রাউজার এবং গেম দুইটারই কিন্তু ছবি রয়েছে এবং সেখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অনারের যেই চ্যানেল রয়েছে সেখানে নিয়ে চলে যাবে আপনাকে এই ধরনের ক্রেডিট দিতে হবে না দিলেও চলবে তবে আমার মতে দেওয়াটাই ভালো কিভাবে দিবেন এই ক্রেডিট দেওয়ার জন্য যেই গেম নিয়ে আপনি কাজ করছেন সেই গেম লিখে সার্চ করবেন এবং চ্যানেল বের করবেন এবং সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক ভাবে সেখানে এই ধরনের ক্রেডিট বসে যাবে
তো বন্ধুরা আর বেশি বড় করছি না পোস্টটি কারণ অনেকে পড়বেননা আজকের পোস্ট এ পর্যন্তই ভাল লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং বেশি বেশি করে Grathor.com এর সাথেই থাকবেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু জানতে ও শিখতে পারবেন সবাই ভাল থাকবেন এবং করুণা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকবেন ধন্যবাদ।
Nice
rlg
Nice
good
valo
sundor
nice
fine
excellent
Nice
মোটামুটি ভালো লিখেছেন
গুড
Good
Gd
Good
Nice…..
Good
good
গুড
ok
you have done a good job!
Thanks
nice
Pk