সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে ভালো আছেন।
আমি বরাবরের মত আরেকটি রকম পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আমি চাইনা যে আপনারা কেউ এই পোস্টটি দেখতে মিস করেন।
কেননা আজ আমি আপনাদেরকে অসাধারণ একটি এপ্লিকেশন দেখাবো যেটার মাধ্যমে আপনি অনায়াসে টাকা ইনকাম করতে পারবেন কোন রকম সমস্যা ছাড়াই।
তার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের কে একটি ভিপিএন ইউজ করতে হবে তো আমি আপনাদেরকে বলবো Travo vpn ভিপিএন ইউজ করতে।
এবার চলুন সকলে মূল কাছে চলে যাই।
তো বন্ধুগণ আপনাদের কে দিয়ে প্লিকেশন কি দেখাবো হয়তো বা কেউ এটাকে চিনতে পারেন। তো আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে স্কিনে আসার পর অবশ্যই নেট কানেক্ট করে নিবেন। এরপর চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে।
প্লে স্টোরে আশার ফরে বিডি ক্যাশ নামে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন তো এটা কি আপনার ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি নিচে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড হয়ে গেলে আপনারা এটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে একটু নিচে দেখতে পাবেন সাইনআপ, এর নিচে দেখতে পাবেন ARE YOU NEW USER? এটার উপরে আপনারা ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন যে আরো নতুন একটি ইন্টারফেস ঘটেছে নতুন একটি পেজ আপনারা এখান থেকে আপনাদের ইমেইল নাম ইউজারনেম রেফারেল কোড দিতে হবে। আপনারা চাইলে রেফারেল কোড দিতেও পারেন নাও দিতে পারেন তাতে কোন সমস্যা নেই। এবার আপনারা সাবমিট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের তাহারা অভিনন্দন জানাবে। তো এখন আপনি কী করবেন এখন থেকে back এ চলে আসবেন। back এ আসার পর আপনারা সাইন ইন এ ক্লিক করে আপনারা আপনাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট এর উপরে ক্লিক করবেন।
এবার আপনি আপনার ড্যাশবোর্ড টি দেখতে পাবেন এখন আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো আমি ধারাবাহিকভাবে নিচে দেখিয়ে দিব এবং স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দিব আপনার দোনোটাই ফলো করবেন।
১/ প্রথমে আপনার একাউন্টি ভেরিফাই করতে হবে ভেরিফাই করতে হলে যেটা করতে হবে।
ড্যাশবোর্ড এর নিচে কর্ণারে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনি আপনার মোবাইল নাম্বার ইমেইল এবং লিংক দিয়ে আপডেটের উপরে ক্লিক করবেন।
২/ এবার আসা যাক কাজের কথায় আপনার এখানে কাজ কি আপনার কাজ হলো। স্পেন করা ম্যাথ অর্থাৎ অংক করা, ভিডিও দেখা তারপর টাক্স কমপ্লিট করা, এফআর টাকা ইনকাম করার জন্য আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা চাইলে এখানে তাদের ফাইভ স্টার রেটিং দিয়ে 10 টাকা ইনকাম করতে পারবেন তারপর আপনি যদি কাউকে রেফারেল করেন তাইলে ওই রেফারেল কোড এর জন্য আপনি পাবেন পাঁচ টাকা।
এভাবেই আপনারা টাকা ইনকাম করতে পারবেন
### এবার আসা যাক টাকা কিভাবে উঠাবেন।।।
এর জন্য আপনি আপনার ড্যাসবোর্ডের উপরের কর্নারে দেখতে পাবেন যে থ্রি ডট আইকনটিতে ক্লিক করবেন। এরপর ওয়ালেট এ ক্লিক করবেন।
এখানে আপনি আপনার টাকা ও পয়েন্ট দেখতে পাবেন এবং এখান থেকে আপনি টাকা উঠাতে পারবেন।
****** আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আপনার যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করব।
***হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন মাক্স পড়ুন এবং নিরাপদ থাকুন সামাজিক ডিসটেন্স বজায় রাখুন।
লেখক: মুহাম্মাদ সজিব মৃধা
(আল্লাহ হাফেজ)
okay
okey
Hmm
humm
Secure vpn hole hobe ??
আমি মনে করি সবচাইতে ভালো হবে Travo vpn ব্যাবহার করলে। কেননা এমন কিছু বিপিএন আছে যেগুলো আমাদের ডাটা হ্যাক করে ফেলে।
আশা করি বুঝতে পেরেছে ন।
Ok
nice
really?