আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভাল আছেন.
গুগল ম্যাপ সম্পর্কে জানে না এমন কোনো মানুষ নেই বর্তমানে যারা স্মার্ট ফোন ব্যবহার করে. গুগল ম্যাপ কতটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র তারাই জানে যারা গুগল ম্যাপ একবার ব্যবহার করেছে. ধরুন আপনি কোথাও যাবেন কিন্তু এলাকার কোনকিছুই আপনি চিনেন না আপনি কাউকে না জিজ্ঞাসা করে গুগল ম্যাপ দিয়ে যেকোনো জায়গায় যে কোন লোকেশনে একা একা চলে যেতে পারবে . কিন্তু সবাই গুগল ম্যাপ ব্যবহার করতে জানে ইন্টারনেট দিয়ে ইন্টারনেট ছাড়াও গুগল ম্যাপ ব্যবহার করা যায়. ধরুন আপনি কোন জায়গায় গেলেন হঠাৎ করে আপনার গুগল ম্যাপের প্রয়োজন হল কিন্তু আপনার ফোনে এমবি নেই সে কারণে আপনি গুগল ম্যাপ বেবহার করতে পারবেন না. তার জন্য কাযা করতে হবে গুগল ম্যাপ টি থেকে আপনার প্রয়োজনীয় লোকেশনগুলো আগে থেকে ডাউনলোড করে নেবেন. কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি বলে দিচ্ছি. আপনি প্রথমে মোবাইলে ওয়াইফাই অথবা সেলুলার ডাটা মানে ইন্টারনেট কানেকশন দিয়ে দিবেন তারপর আপনি মোবাইল থেকে জিপিএস লোকেশন চালু করবেন তারপর গুগোল মাপে চলে যাবে সেখান থেকে আপনি দেখতে পাবেন বাম সাইডে থ্রি ডট একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন অফলাইন ম্যাপ লেখা আছে. ওপেন ম্যাপ ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে ম্যাপটা চলে আসবে এখন আপনি যে জায়গাগুলোতে সব থেকে বেশি যাতায়াত করেন সেগুলো সিলেক্ট করবেন আপনাকে একটা সার্কেল দেখাবে যতোটুকু সার্কেল আপনি নিবেন ততটুকু জায়গায় শুধুমাত্র ডাউনলোড হবে আপনি যতটা জুম করবেন ততটা লোকেশন কমতে থাকবে আবার জুম আউট করলে লোকেশন বা এরিয়া বাড়তে থাকবে. তারপর ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড হয়ে গেলে আপনি ইন্টারনেট ছাড়া ততটুকু ম্যাপ ব্যবহার করতে পারবেন যতোটুকু ডাউনলোড করছেন এভাবে আপনারা ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন.
8 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
nice post
Good
Gd
Nice
ভালোপোস্ট
ভালো 🥰
Ok
oo