বাংলাদেশ…
জিয়াউল জিয়া
তোমায় নিয়ে লিখতে গেলে
হয় না লেখা শেষ,
কত প্রার্থনা, শত ত্যাগের
সোনার বাংলাদেশ।
যেই উপমায় ভাবি তোমায়
ভরে না এই মন,
লক্ষ-কোটি স্বপ্নে তুমি
বাঁচো প্রতিক্ষণ!
তারার আকাশ, জোনাক, শিশির
দোয়েল পাখির শিস,
জেনে রেখো আমরা তোমার
প্রহরী অহর্নীশ।
যেই উপমায় ভাবি তোমায়
ভরে না এই মন,
লক্ষ-কোটি স্বপ্নে তুমি
বাঁচো প্রতিক্ষণ!
বন্যা, ক্ষরা, দূর্বিপাকে
মিলিয়ে হাতে হাত,
সূর্য এনেছি, মিলিয়ে দিয়েছি
দুঃস্বপ্নের রাত।
যেই উপমায় ভাবি তোমায়
ভরে না এই মন,
লক্ষ-কোটি স্বপ্নে তুমি
বাঁচো প্রতিক্ষণ!
খুকু এবং চাঁদ
জিয়াউল জিয়া
খুকু ডাকে, ‘আয়, আয়’
চাঁদ নেমে আসে না,
খুকু ভাবে, চাঁদ তাকে-
মোটে ভালবাসে না।
খুকু ভাবে ‘পাজি চাঁদ’
বাস্তবে যা সে না,
অপবাদ শুনে চাঁদ-
হাসে বারো মাসে না!
বিয়োগ ভালবাসা
জিয়াউল জিয়া
প্রখর রোদে দাঁড়িয়ে থাকি
হাত দু’টোকে বাড়িয়ে থাকি,
তোমার হাতের টুকটুকে লাল
গোলাপ ফুলের আশায়,
এ কান্ডটা আমার পাড়ার
সবাইকেই হাসায়।
সকালে যাও কলেজেতে
আমিও হাওয়া খেতে খেতে-
যাচ্চি তোমার সাথে,
কিন্তু তোমার কোন কিছুই
যায় আসে না তাতে।
দিন কেটে যায় রাত কেটে যায়
রেজর ব্লেডে হাত কেটে যায়,
এক চিন্তাই এখন আমার
মনের কোণে ঠাসা,
কেমন করে পাবো আমি
তোমার ভালবাসা।
তোমার প্রেমে পুড়ে পুড়ে
বইগুলোকে রাখছি দূরে,
পরীক্ষাতে ফেল করে তাই
দিচ্ছি জবাব বাসায়,
কেন আমি ডুব দিয়েছি
তোমার ভালবাসায়।
তুমি আমায় পাগল করে
দূরে থাকার শর্ত ধরে,
কেন তুমি আমায় নিয়ে
খেলছো এমন পাশা,
আমি ভিষন বোকা বলেই
হয়তো অবুঝ খোকা বলেই,
ভাবি আজও পাবো আমি
তোমার ভালবাসা!
ছায়া-মায়া
জিয়াউল জিয়া
তোমার জন্য সবটুকু রোদ
তোমার জন্য ছায়া,
তোমার জন্য আমার কিযে মায়া!
অবসাদ
জিয়াউল জিয়া
তোমার চাওয়া, আমার চাওয়া ভিন্ন
তাই অবেলায় সম্পর্ক ছিন্ন,
তোমার প্রিয় সূর্য এবং-
আমার প্রিয় চাঁদ,
জীবনজুড়ে তোমার স্মৃতি-
কষ্ট, অবসাদ!
পুড়ি
জিয়াউল জিয়া
আমরা এখন যে যার মতো উড়ি
আমরা এখন এক আগুনে পুড়ি,
দূরে ঠেলায়, হায় আমাদের-
নেইকো কোনো জুড়ি!
বারণ-কারণ
জিয়াউল জিয়া
ভালবাসতে করেছো তুমি বারন,
মন খারাপের জন্য লাগে-
আর কি কোনো কারণ?
বৃষ্টি এবং ঘাম
জিয়াউল জিয়া
ভ্যাপসা গরম, দরদরিয়ে-
ঘামছি, ঘামা থামে না,
চোখের পাতায় বৃষ্টি নামে
আকাশ চিড়ে নামে না!
খামার
জিয়াউল জিয়া
মেঘের সাথে ভালোবাসার খামার
মেঘের দেশে বাড়ি হবে আমার!
শুভাশীষ
জিয়াউল জিয়া
তোমার জন্য দিনের সবটা আলো-
রাতের আকাশে আঁতশবাজির ভীড়,
ভালবাসা আসুক ফিরে ফিরে
সুখে ভরুক তোমার আপন নীড়!
দারুন
Thank you…
Nice
ধন্যবাদ…
sundor hoice….
জেনে ভালো লাগলো…
খুব সুন্দর
Thanks…
Hmm
Hmmm…
well
ji…
nice poem
Thanks…
good
Thanks…
তোমার জন্য সবটুকু রোদ
তোমার জন্য ছায়া,
তোমার জন্য আমার কিযে মায়া!
খুববই সুন্দর
Nice post
nice post
❤️