এক গুচ্ছ ভালবাসার অণুকাব্য
জিয়াউল জিয়া
১.
ভাগ্য আমার থাক ঝুলে থাক-
শিকেয় তোলা বই এর মতো,
শেষবেলাতে স্বপ্নগুলো-
যাক না উড়ে খইয়ের মতো,
স্বার্থ তো নেই, ভাবিনি তোমায়-
উপরে ওঠার মইয়ের মতো,
কখনো আমায় ভাবনি ভাসার-
নৌকা কিংবা ছইয়ের মতো!
২.
আমি ভালবাসি কীনা
কী দরকার জানা?
আমায় ভালবাসতে তোমায়
কে করেছে মানা?
৩.
যতোই আমায় ঘৃণা করে-
বলো না বিচ্ছিরি,
আমি জানি ঘৃণাই হলো-
ভালবাসার সিঁড়ি!
৪.
তোমার চাওয়া, আমার চাওয়া ভিন্ন
তাই অবেলায় সম্পর্ক ছিন্ন,
তোমার প্রিয় সূর্য এবং-
আমার প্রিয় চাঁদ,
জীবনজুড়ে তোমার স্মৃতি-
কষ্ট, অবসাদ!
৫.
জীবনজুড়ে জোয়ার ছিলো
এখন শুধুই ভাটা,
ছিলাম যাদের চোখের মনি
এখন চোখের কাঁটা,
বিছানাতেই কাটছে সময়
ভুলেই গেছি হাঁটা!
৬.
নদী জানে আমার কথকতা
আমি জানি, নদীর গভীরতা,
আমরা দু’জন প্রণয়সূত্রে বাঁধা
আমি কৃষ্ণ, নদী আমার রাধা!
৭.
ভালবাসাহীন জীবন আমার
আজ বড় একঘেঁয়ে,
ভালবাসা চেয়ে এ্যাপলিকেশন
দিতে হবে নাকি মেয়ে?
৮.
আমার ভেতরে তোমার বেড়ে ওঠা-
তোমার ভেতরে আমার ,
শুধু শুধু আমায় কষ্ট দিয়ে-
কি দরকার এতো নীচে নামার?
৯.
হাঁটতে হাঁটতে মাথার ওপর সূর্য আসে-
সূর্য ডুবে, হাসে সন্ধ্যা তারা,
আমি তো এক ছন্নছাড়া মানুষ-
আমার তো নেই ঘরে ফেরার তাড়া!
১০.
তাহার সাথে তোমার ছবিগুলো
আমার বুকে বর্শা হয়ে বিঁধে,
তুমি তো বেশ ভালো করেই জানো-
আমার পেয়েছে তোমায় পাবার খিদে!
১১.
মাঠের বুকে ঘাস মরা পথ
লাজুক বধুর নাকে সোনা নথ,
আমার ঠিকানা খুঁজতে খুঁজতে-
ব্যথা হয়ে গেছে পা কি…?
আমি তো বন্ধু ঘাস মরা পথ,
সোনা নথজুড়ে থাকি!
১২.
সালিশে সালিশে
কথার মালিশে
সিক্ত বালিশে,
হুমকি দিয়েছে-
হারাবে কাল-ই সে!
১৩.
আমার মাত্র একটা বায়না-
তাও মেটাও না তুমি,
তুমি লিখে দাও মস্ত আকাশ-
নগরের সব ভূমি,
নিজেকে তোমার লিখে দিতে
কেনো এতো আপত্তি?
তোমায় পেলে আকাশ ছোঁবো
সত্যি, সত্যি, সত্যি!
১৪.
তোমার ডানার পালক আমি
তোমার চোখের আলোক আমি,
তোমার আঁচল ধরে থাকা-
নাছোড়বান্দা বালক আমি!
১৫.
মানবী যখন কাঁদে
গ্রহণ লাগে চাঁদে,
মানবী যখন হাসে
সূর্য আবার ভাসে!
১৬.
’প্রিয়া, তোমায় মিস করি খুব’
শোনার পরই চুপ,
আমি তখন খুঁজে ফিরি-
ডুবে মরার কূপ!
১৭.
তোমার প্রেমে পাগল হয়ে
ছেড়েছি বাড়ি-ঘর,
তুমি আমায় বুকে না নিয়ে
ভাবছো গুপ্তচর!
১৮.
আজব এই শহরে
স্বপ্নের বহরে,
দিন শেষে চোখে ভাসে কান্না,
ভালবাসা-বাসিতে
থাকা পাশাপাশিতে,
অনেকেই যেন সেটা চান না!
১৯.
ভালো থেকো বারো, তেরো, চৌদ্দ
ভালো থেকো খ্রিষ্টান ও বৌদ্ধ,
ভালো থেকো মুসলিম ও হিন্দু
ভালো থেকো মেঘ, জল বিন্দু,
শুক্র ও শনি, রবি, সোম-রা
ভালো থেকো, ভালো থেকো তোমরা!
Sundor
ধন্যবাদ…
nc
ধন্যবাদ…
Nice
ধন্যবাদ…
bha
ধন্যবাদ…
Good
ধন্যবাদ…
সুন্দর
ধন্যবাদ…
ভাল
ধন্যবাদ…
When love comes in everyone’s life, no one can keep it, no one can hear it, the story is very beautiful
well said…Thank you so much…
Masha allah
ধন্যবাদ…
sondor
ধন্যবাদ…
gd
Thank you…
nice poem
Thanks…
good
Thanks…
nice post
আমি ভালবাসি কীনা
কী দরকার জানা?
আমায় ভালবাসতে তোমায়
কে করেছে মানা?
🔥
ji…
❤️
hmmm…
বেশ ভালো পোস্ট।