- ১.
- আমার চোখে ভালবাসা
- তোমার চোখে ভয়,
- আমার কাছে তাইতো তোমার
- নিত্য পরাজয়!
- ২.
- যতবারই তুমি আমায়
- ফিরিয়ে দাও শুন্য হাতে,
- ততবারই ভাবি আমি
- ফিরে এলাম পূণ্য হাতে!
- ৩.
- তোমার চোখের সমুদ্রের জলে
- হাজার রকম অক্টোপাসের বাস,
- সেই অক্টোপাস আমায় অবশেষে
- করল ঘায়েল,করল সর্বনাশ!
- ৪.
- শরীর জুড়ে জোসনা মেখে
- দাঁড়িয়ে থাকিস তুই,
- তোকে ছেড়ে আঁধার ঘরে
- ক্যামনে একা শুই?
- তুইতো আমার আঁধার ঘরে
- আলোক ঝরা চাঁদ,
- বৃষ্টি ভেজা শরীরটা তোর
- যেন মরণ ফাঁদ!
- এই টেনে নেয় কাছে, হঠাৎ-
- দেয় ফেলে দেয় ছুঁড়ে,
- আলোক জ্বালা জোনাক
- হয়ে ক্যামনে থাকিস দূরে!
- ৫.
- যাক ভেঙে যাক মনের সকল ভুল,
- সবার হাতে আজ শোভা পাক-
- রঙিন গোলাপ ফুল।
- সকল প্রিয় এবং প্রিয়তমা,
- মনের মাঝে আজ রেখো না-
- দুঃখ-ব্যথা জমা।
- অভিমানে কেউ মেনো না
- দূরে থাকার আইন,
- আজ যে ভ্যালেন্টাইন!
- ৬.
- বলো তো কে ভীষণ রকম-
- অভিনয়ের শক্তির অধিকারী…?
- এর জবাবে নারী বলে-‘পুরুষ’
- এর উত্তরে পুরুষ বলে-‘নারী’!
- ৭.
- তোমার আসার অপেক্ষাতে
- আর কে থাকে আমার মতো,
- আমি তোমাতেই লেপ্টে থাকি
- তোমার গায়ের জামার মতো,
- তোমার আসার অপেক্ষাতে
- আর কে থাকে আমার মতো!
- ৮.
- এই জীবনের সঙ্গে আমি
- শুরু থেকেই খাপ ছাড়া,
- আমার কিছুই ভাল্লাগে না
- তোমার বুকের তাপ ছাড়া,
- আমি তোমার সেই জুতোটা
- সাইজে বড়, মাপ ছাড়া,
- আমার কিছুই ভাল্লাগে না
- তোমার বুকের তাপ ছাড়া!
- ৯.
- নেই মনে ভয় বুলেট, বোমার কিংবা বাঁকা চাকুর
- বাঁশি হাতে হবোই হবো আমি কেষ্ট ঠাকুর…!
- তখন তুমি হয়ে উঠবে রাঁধা অর্থ্যাৎ ‘রাই’
- দু’জন মিলে শহরটাকে জানাবো বাই বাই!
- ১০.
- দিনে-রাতে তোমার পিছু
- ঘুরতে থাকে পাঁচশ’ নর,
- আমার প্রোপোজ তোমার কাছে
- তাইতো ভীষণ হাস্যকর!
- ১১.
- মন থাকলে ভালো-মন্দের পালা,
- না থাকলে সে এক ভালো-
- থাকে না কোনো জ্বালা!
- ১২.
- কারো কারো শুরু হয় আর-
- কারো কারো সারা হয়,
- জীবন ফুরালে সকলেই নাকি
- আকাশের তারা হয়!
- ১৩.
- যে পথ ধরে তোমার চলে যাওয়া
- সে পথে তোমার গন্ধ মাখা হাওয়া,
- সে পথে তোমার নরম পায়ের দাগ
- সাক্ষী দিচ্ছে আমার উপর-
- কতোটা তোমার রাগ!
- ১৪.
- কথা মতো যখনই তুই
- মাঝ রাত্রিতে জাগলি,
- বুঝেছি তখন তোকে দিয়েই
- হবে রে হবে পাগলি!
- ১৫.
- আমি তোমার সব নিয়েছি-
- তোমায় আমার সব দিয়েছি মানে,
- তোমার জীবন ভরিয়ে দেব
- ভালবাসার গানে!
- ১৬
- কতোটা কষ্ট সয়ে শেষে-
- হওয়া যায় কষ্টিপাথর,
- কতোটা বর্ষায় ভিজে
- হবো তোর গায়ের আতর!
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
very good writing
Thank you…
Nice
Thank you…
owo
Thank you…
ok
ji…
অসাধারণ লেগেছে।
ধন্যবাদ ভাই…
সুন্দর
Thank you…
nice
ধন্যবাদ…
তোমার বুকের তাপ ছাড়া,
আমি তোমার সেই জুতোটা
সাইজে বড়, মাপ ছাড়া,
ji…
তোমার চোখের সমুদ্রের জলে
হাজার রকম অক্টোপাসের বাস
hmmm….
gd
Thanks…
Gd
thank you….
Gd
hmmm…
well
Thanks…
nice poem
Thanks…
good
Thanks…
আমি তোমার সব নিয়েছি-
তোমায় আমার সব দিয়েছি মানে,
তোমার জীবন ভরিয়ে দেব
ভালবাসার গানে!
ভালোলাগছে
thanks…
❤️
thanks…