কম্পিউটারে ব্ল্যাংক আইকন তৈরী করুন

আমরা আজ কম্পিউটারের ব্ল্যাংক আইকন ফোল্ডার তৈরি করা শিখব ।
আমরা অনেকেই হাইড, লক, পিন লক, ফোল্ডার লক, ভার্চুয়াল লক ইত্যাদি করে থাকি ।
তবে আমরা আজ কম্পিউটারে ব্ল্যাংক আইকন তৈরি করব ।
ব্ল্যাংক শব্দের অর্থ ফাঁকা তবে এটিকে হিডেন ভাববেন না ।

সাধারণত ফোল্ডার এর মতই এই ফোল্ডার এর আইকন ও আপনার হোমস্ক্রীনের যে কোনো নির্দিষ্ট স্থানে রাখতে পারবেন ।
আপনার কম্পিউটারে এই ফোল্ডার আইকনটি দৃশ্যমান অবস্থায় থাকবে তবু এটিকে দেখা যাবে না ।
এর কারণ হলো আমরা পানিতে একটি কাঁচের টুকরো ফেলে দিলে সাধারণত সেই কাচের টুকরো পানির মধ্যে দেখা যাবে না, কারণ এখানে পানির রং এবং সেই কাঁচের রং একই
যখন একই কালার একসাথে মিশে যায় তাকে আলাদা করে বের করা যায় না আলাদা করে দেখাও যায় না ।

সেইরকম এই আইকনটি আপনার কম্পিউটারের হোম স্ক্রিনে কাচের কালারের আবরণ নিয়ে থাকে,
মনে রাখবেন আমরা যত ধরনের ডিভাইস ব্যবহার করি সবগুলোর মনিটর কাঁচের তৈরি আর সেখানে যদি কোন আইকন কাচের রং নেয় তাহলে দুটির রং একই রকম কালারের হবে সুতরাং সেটি দৃশ্যমান অবস্থায় থাকলেও দেখতে পাবো না । তবে সেটি যে স্থানে থাকে সেই স্থানে ক্লিক করলে সেই আইকনটির ভেতরে প্রবেশ করবে ।
এখন এই কাজটি করার জন্য যা করবেন তা নিচে আলোচনা করা হলো ।
প্রথমে একটি ফোল্ডার তৈরি করে নিবেন, এরপর ফোল্ডার এর উপরে মাউসটি নেবেন, এরপর রাইট বাটনে ক্লিক করুন

এরপর সবার নিচে প্রপার্টিচে ক্লিক করুন, এরপর উপরে ডান দিকে কাস্টমাইজ এ ক্লিক করুন, এরপর নিচের দিকে চেঞ্জ আইকন অপশনটিতে ক্লিক করুন,
এখন আপনার সামনে অনেকগুলো আইকন চলে আসবে, এই আইকনগুলো আপনাকে ডানে বায়ে স্ক্রল ডাউন করতে হবে।
অর্থাৎ ডানদিকে বাদিকে মুভমেন্ট বা নড়াচড়া করতে হবে। আপনি যখন ডান দিকে স্ক্রল ডাউন করবেন, বারোটি আইকনের পর একই সারিতে তিনটি ব্ল্যাংক আইকন পেয়ে যাবেন ।

অর্থাৎ তিনটি ফাঁকা জায়গা পেয়ে যাবেন, আমার এই লেখাটিতে যে ফটো দ্বারা সমর্থন করেছি সেখানে গোল লালবৃত্ত কার ঘরে ব্ল্যাংক ফাঁকা স্থান দেখেছি,

আপনার পছন্দ অনুযায়ী তিনটি ফাঁকা জায়গার যেকোনো একটি স্থানে ক্লিক করুন, এরপর নিচের ওকে ক্লিক করুন, এরপর নিচে ডান দিকে এপ্লাই ক্লিক করুন,

এরপর নিচের বাঁদিকের ওকে তে ক্লিক করুন, আপনার আইকনটির সাথে সাথেই ব্ল্যাং আইকনে পরিণত হবে।
এখন শুধুমাত্র আপনার আইকনের নামটি দেখা যাবে । এখন আমরা ফোল্ডারের নামটি ব্ল্যাংক করব,

আবারও আপনার মাউস টি ফোল্ডারের উপর যেখানে ফোল্ডারের নামের অক্ষর গুলো আছে সেখানে দুই সেকেন্ড পর পর দুইবার ক্লিক করুন যাতে আপনার অক্ষরগুলো আপনি লিখতে পারেন,
সেই অক্ষরের ওপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন, এরপর নিচের ( ইনসাইড ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার ) এই অপশনটিতে ক্লিক করুন এরপর আরও একটি নতুন পেজ চলে আসবে সেখানে

( এম আর এম লেফট টো রাইট মার্ক ) ক্লিক করুন, এবার আপনার মাউস টি সরিয়ে নিয়ে অন্য কোন ফাঁকা স্থানে লেফট ক্লিক করুন
আপনার কাজ সম্পন্ন শেষ । এবার আপনার ফোল্ডারটি সম্পন্ন ব্ল্যাংক আকারে পরিণত হবে ।

Related Posts

17 Comments

মন্তব্য করুন