বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন
কম্পিউটার ভাইরাস কি আমরা অনেকেই জানি না এই বিষয়ে তার পরে আমাদের আইসিটি যন্ত্রকে নিরাপত্তা রাখার জন্য এই বিষয় টি কে জানতে হবে প্রাণী দেহে যেমন ভাইরাস আক্রমণ করে তেমনি কম্পিউটারে ভাইরাসের আক্রমন করে পুরা কম্পিউটারকে অচল করে ফেলে
ভাইরাস অর্থ কোন তথ্য সমূহ দখল করে নেওয়া বা ক্ষতি সাধন করা
ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য বা উপাত্ত কে আক্রমণ করে ফেলে ধ্বংস করে ফেলে মুছে ফেলে
ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত কম্পিউটারটি অচল হয়ে যায় এই ভাইরাস ঢুকে কিভাবে কোন একটা কম্পিউটারে আইসিটির গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করে ফেলে
ফলে ভাইরাসমুক্ত কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে কম্পিউটার অচল হয়ে যায় পুরা নষ্ট হয়ে যায়
কম্পিউটার ভাইরাস মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে দিচ্ছে এই ভাইরাসের মাধ্যমে প্রোগ্রাম মোবাইল নষ্ট করে ফেলে মানুষের গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য নষ্ট করে ফেলে
আপনি কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারে ভাইরাসের আক্রমন হলে সে তার কিছু সম্পর্কে কিছু লেখা হলো
কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ
1:প্রােগ্রাম ও ফাইল Open করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে
2:মেমােরি কম দেখাচ্ছে ফলে গতি কমে গেছে
3:কম্পিউটার চালু অবস্থায় চলমান কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হচ্ছে
4:নতুন প্রােগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় লাগছে
5:চলমান কাজের ফাইলগুলাে বেশি জায়গা দখল করছে
6:যন্ত্র চালু করার সময় চালু হতে হতে বন্ধ বা শাট ডাউন হয়ে যাচ্ছে কিংবা কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হচ্ছে
7:ফোল্ডারে বিদ্যমান ফাইল গুলাের নাম পরিবর্তন হয়ে গেছে , ইত্যাদি ।
ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করতে পারে :
1:কম্পিউটারে সংরক্ষিত কোনাে ফাইল মুছে দিতে পারে
2:ডেটা বিকৃত বা Corrupt করে দিতে পারে ; কম্পিউটারে কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পার3:কম্পিউটার মনিটরের ডিসপ্লেকে বিকৃত বা Corrupt করে দিতে পারে
4:সিস্টেমের কাজ কে ধীর গতি সম্পন্ন করে দিতে পারে , ইত্যাদি ।
আমাদের কম্পিউটার ভাইরাসের আক্রমন হলে এখন আমরা কি করতে পারি
এখনই এন্টিভাইরাসের কথা এসে যায় বেশিরভাগ ক্ষেত্রে এন্টিভাইরাস আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে
কম্পিউটার ভাইরাসের প্রতিরোধক এন্টিভাইরাস আছে
যেমন রোগ হলে ডাক্তার আছে তেম নি ভাইরাসের আক্রমন হলে তার এন্টিভাইরাস আছে
এন্টিভাইরাস আপডেট দিলে শক্তি ও কার্য ক্ষমতা বাড়ে ধ্বংস করতে সহজ হয়
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ