কেও বলবে না এই সত্য কথা কারন এই সত্যটা শুনতে খারাপ লাগবে । কিন্তু আজ আমি আপনাদের এই সত্যটিই বলতে চাই । কারন যদি আজ আপনি এই সত্যতি বুঝতে পারেন তাহলে জীবনে কখনো সার্থপর লোকের কারনে আফসোস করবেন না । সবার আগে একটি ছোট গল্প শুনাবো এবং তাঁর সাহায্যেই আপানাদের বুঝাতে চেষ্টা করবো ।
একবার একটি ছোট মাছ তাঁর মাকে বলে, আমরা জলে কেন থাকি ? ডাঙ্গাতে কেন নয় ? তখন তাঁর মা বলে কারন আমরা ফিস তাই আমরা জলে থাকি । ডাঙ্গায় তো সেলফিসরা থাকে । গল্পটি অনেক ছোট কিন্তু এর অর্থটি সত্য । আমরা স্বীকার করি বা না করি এই পৃথিবীর বেশিরভাব লোক বা সবাই স্বার্থপর । আমাদের মুখে মুখে মিষ্টি থাকে কিন্তু ভিতরে বিষ । আমার কথা শুনে এখনই কোন সিদ্ধান্ত নিতে যাবেন না । আমি বলতে চাইছি সবার প্রথমে নিজেকে এর পর অন্যের উপকার করুন । একি কথা প্লেনেও বুঝানো হয় খারাপ সময়ে প্রথমে নিজের অক্সিজেন মাক্স পরুন তারপর অন্যের মাস্ক লাগান । আমি বলছি না যে আপনি একেবারে স্বার্থপর হয়ে যান আবার এমনটাও হবেন না যে অন্যের সার্থ পূরণ করতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে যান । সবথেকে ভালো হলো সময় থাকতে আপনার চারপাশে স্বার্থপর লোকগুলোকে চিনুন । সবসময় মনের কথা নয় কখনো কখনো ব্রেনের কথাও শুনুন । এটা মনে রাখুন যে আপনার সময় যদি এখন ভালো হয় তাহলে লোক আপনার গুনগান করবে । আর যদি আপনার সময় খারাপ হয় তাহলে লোক আপনার খারাপ গুন বলবে । স্বার্থ থাকলে কাছে আসবে সম্পর্কও করবে আর যদি স্বার্থ না থাকে আর আপনার সাহায্য চাই তাহলে এই লোকগুলো নিজের অজুহাত দিবে ফোনে শুনতে পারছি না বলে ফোন সুইচ অফ হয়ে যাবে । এই পৃথিবীতে বেশির ভগ লোক স্বার্থপর । সম্পর্ক সার্থপর, চিন্তা স্বার্থপর, প্রশংসা স্বার্থপর, ভক্তি স্বার্থপর এমনকি রক্তের সম্পর্কও স্বার্থপর । কিন্তু স্বার্থপর হওয়াটা কোন দোষের নয় । যখন লোক স্বার্থপর তখন আপনিও সম্পর্ক কেবল স্বার্থের জন্যই রাখুন তাহলে আফসোর্স করতে হবে না । স্বার্থ এই শব্দটাকে আমরা খারাপ বলি কিন্তু একবার ভেবে বলুন তো যদি এই স্বার্থ না থাকতো তাহলে কি কোন সম্পর্ক থাকতো । হয়ত কনো সম্পর্কই তৈরি হত না । মায়ের স্নেহু আর বাবার ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই এই স্বার্থের জন্যই । আর এটাই সত্য । এ ছাড়া এই পৃথিবীতে মূল্য আছে শুধু টাকার । সম্পর্ক প্রয়োজনের জন্য তৈরি হয়ে থাকে । প্রয়োজন পরিবর্তন হলে সম্পর্কও পরিবর্তন হয়ে যায় । এই পৃথিবীতে যত সম্পর্ক আছে সবি সার্থের জন্য বা বলতে পারেন সার্থের জন্যই সম্পর্কের জন্ম হয় । স্বার্থ না থাকলে সম্পর্ক হত না । স্বার্থপর তো আমরা সবাই আর স্বার্থপর হওয়াতে খারাপ কিছু নেই । যেমন নিজের সততা বাচানোর জন্য বেঈমানের সব রাস্তা জানা থাকা দরকার । একিভাবে স্বার্থপর লোকের হাত থেকে বাচার জন্য নিজেকেও স্বার্থপর হওয়া জরুরী । সবসময় ভালো হয়ে হ্যাঁ বলার চাইতে কখনো কখনো খারাপ হয়ে না বলারও দরকার । মনে রাখবেন জঙ্গলে সোজা গাছকে সবার আগে কাটা হয় । তাই আপনাকেও একটু বাকা হওয়ার দরকার আছে । আমি এটা বলছি না যে স্বার্থপর হয়ে কাউকে ধোকা দিন । কিন্তু এতটা স্বার্থপর অবশ্যই হন যাতে আপনাকে কেও ধোকা না দিতে পারে । এতটা স্বার্থপর হবেন না যে কাওকে ব্যবহার করে তাঁর ক্ষতি করবেন কিন্ত এতটা স্বার্থপর অবশ্যই হবেন যেন কেও তাঁর প্রয়োজনে আপনাকে ব্যবহার করতে না পারে । আপনার ক্ষতি না করতে পারে । অতন্ত্য এতটা স্বার্থপর অবশ্যই হন যাতে কেও আপনার মূল্যবান সময় নষ্ট করতে না পারে । কখনো আশা করবেন না যে আপনি পরে গেলে কেও আপানাকে উঠাবে নিজেই নিজেকে উঠাতে হব ।পৃথিবীতে সব নিজের স্বার্থেই চলে । তো বন্ধুরা আপনিও কি মনে করেন সে সম্পর্কে আপনার মতামত আমাকে বলুন এবং লিখাটা যদি ভাল লাগে তাহলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন । ধব্যবাদ ।
good post.
Good post
❤️
Ok
ok