আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সামনে গার্লফ্রেন্ড কে ইমপ্রেস করার উপায় নিয়ে হাজির হয়েছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
আসলে ভালোবাসা ছাড়া মানুষের জীবন বৃথা। বিশেষ করে বর্তমান সময়ে রিলেশন করে না এরকম লোক পাওয়া দুর্লভ। তো কারো সাথে রিলেশনে যাওয়ার সাথে সাথে তার সামনে টাকার গরম দেখান আরম্ভ করা, দামি দামি গাড়ি, মোবাইল নয়ে ভাব দেখানো আসলে কতটুকু ভালোবাসা আমার সন্দেহ হয়।
প্রথমে আমি আপনাকে বলতে যাচ্ছি আসলে আপনি আসলেই আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন কিনা তা বোঝার কিছু উপায়। যে ব্যক্তিকে আপনি ভালোবাসেনই না তাকে ইমপ্রেস করেও বা লাভ কি?
গার্লফ্রেন্ড কে ইমপ্রেস করার উপায়
১. কাউকে ইমপ্রেস করার আগে নিশ্চিত করুন যে আপনারা একজন আরেকজনকে ভালোবাসেন (কমপক্ষে পছন্দ করেন)।
২. রিলেশনশিপে সিরিয়াস হন। শুধু বন্ধু-বান্ধবকে দেখানোর জন্য কিংবা অহংকার করার জন্য রিলেশন করবেননা। হয়ত আপনার কাছে এটা টাইম পাস কিন্তু সে এ বিষয়ে সিরিয়াস।
৩. গার্লফ্রেন্ডের প্রতি কেয়ার করেন। আমি কেয়ার বলতে ওই পোলাপাইনের মতো ‘বাবু খাইছ-বাবু ঘুমাইছো’ এসব বুঝাচ্ছিনা। আসলেইবতার জন্য কেয়ার করুন। দিনে দুই একবার তার খোঁজখবর নিন, মাঝেমাঝে একসাথে কোথাও বাইরে যান।
৪. যখন সে ব্যস্ত থাকবে তখন তাকে সময় দিন। যেমন ধরেন পরীক্ষার সময়ম এসকল গুরুত্বপূর্ণ সময় তাকে মেসেজ দিয়ে বা ফোন দিয়ে বিরক্ত না করাই ভালো।
৫. তার খারাপ সময়ে তার পাশে থাকুন। যে সময়ে সে ভেঙে পড়বে তাকে সাহস জোগান ও তার পাশে থাকুন।
এখন আমি বলতে যাচ্ছি আপনার গার্লফ্রেন্ডে ইমপ্রেস করার কিছু উপায়ঃ
১. কিছু না করেই চাইলে আপনি আপনার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে পারবেন। আমি উপরে যা উল্লেখ করছি যেমন কেয়ার করা, সব সময় পাশে থাকা। এ থেকেও সে কিছুটুকু হলেও ইমপ্রেস হবে।
২. আসলে কেউ মানুক বা না মানুক টাকা বাদে পৃথিবীর কিছুরই কোনো দাম নাই ভালোবাসারও না। ধরেন আপনার টাকা নেই আর আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেলেন তাহলে টাকা না থাকলে তাকে খাওয়াবেন কি?
৩. যখন আপনারা ঘুরতে যাবেন তখন আপনার গার্লফ্রেন্ডকে ছোটখাটো গিফট দিয়েও ইমপ্রেস করতে পারেন। গিফট বলতে ফুল কিংবা চকলেট।
৪. স্পেশাল দিন যেমন ভালোবাসা দিবস, গার্লফ্রেন্ডের জন্মদিন ইত্যাদিন দিনগুলো মনে রাখবেন। এসব দিনে তাকে গিফট দিতে পারেন। কি গিফট দিবেন? কি গিফট দিবেন তা আমার পক্ষে বলা কঠিন। কারণ আপনার ভালো জানা উচিত আপনার গার্লফ্রেন্ডের পছন্দ কি।
৫. গার্লফ্রেন্ডের সাথে প্রায়শই ঘুরতে যান কিংবা রেস্টুরেন্টে যান। এর মাধ্যমে আপনারা একে অপরের সাথে বেশি সময় কাটাতে পারবেন। ফলশ্রুতিতে সে আপনার আচার-আচরণ, স্বভাব বুঝতে পারবে। তার সাথে সবসময় ভালো ব্যবহার করুন। হাসির কথা বলুন।
আপনার গার্লফ্রেন্ডের সামনে সবসময় নরমাল আচার-আচরণ করুন। আপনি আসলে যেমন ঠিক তেমনই। কারণ কারো সামনে মিথ্যা মিথ্যা ভালো সেজে কোনো লাভ নেই। তাছাড়া একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পরিমাণ খরচ করুন। বেশি টাকা উড়িয়ে নিজেকে অনেক ধনী দেখানোর কোনো প্রয়োজন নেই। আবারও বলছি সবসময় নরমাল থাকুন।
তো আজকের জন্য এতটুকুই। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আবার কয়েকদিন পর আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবম ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের জন্য বিদায় জানাচ্ছি। এমন দ্বারুণ সব স্ট্যাটাস পেতে সাথে থাকুন Grathor এর Facebook Group এর সাথেই থাকুন (লাল সবুজের লেখক)।