যারা শীতকাল আসা মাত্র গোসল সংক্রান্ত বিষয় নিয়ে সারাক্ষণ ফেসবুক এবং মেছেন্জারি মাতামাতি করছেন তাদের বলছি।
শীত বা ঠান্ডার কারণে সাতদিন গোসল করতে পারছেন না। আজ শুক্রবার না হলে গোসল করতেন না এসব আজাইরা গল্প বয়কট করুন!! ভোর বেলা অযু করে কখনো ফযরের নামাজ পড়েছেন?
যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সে কিন্তু কখনোই ঠান্ডার ভয়ে অযু করা থেকে বিরত থাকবে না। ফযরের আযানের পর ঘুম থেকে উঠে যদি দেখে বিদ্যুৎ নাই তবুও কিন্তু ট্যাংকের বরফের মতো ঠান্ডা পানি দিয়েই অযু করবে। তারপরও দিনশেষে ঐ ব্যক্তি ভুল করেও কিন্তু আপনার, আমার মতো স্ট্যাটাস দিবে না- আজ শীতের ভয়ে অযু করিনি!!
ভাই অনেক হয়েছে, এবার একটু মানুষ হোন। উন্নত দেশের মানুষগুলো আপনার আমার মতো যেকোন ইস্যু নিয়ে ফেসবুকে কখনোই মাতামাতি করে না কিন্তু (প্রমানিত)। খেয়ে দেয়ে কাম নাই এই জন্যই বুঝি আজাইরা ফালতু বস্তাপঁচা ইস্যু নিয়ে মাতামাতি করি আমরা!!
আপনার আমার মতো আজাইরা কিছু ফেসবুক ইউজারদের জন্য আজ পেঁয়াজের দাম এতো উর্ধগামী!! পেঁয়াজ উৎপাদনের বিন্দুমাত্র যোগ্যতা নাই কিন্তু দাম কিভাবে বাড়াতে হয় সেই যোগ্যতা কিন্তু ঠিকই আছে। কেউ আবার পেঁয়াজের ছবি প্রোফাইল ফটো দিয়ে রাখছে
নিজের সম্মান আমরা নিজেই নষ্ট করি একমাত্র ফেসবুকে কিছুক্ষণ মজা নেয়ার স্বার্থে।
Very good
Ok
good post
Very good
Nice
oo