সুপ্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি গ্রথোর ডট কম কে নিয়ে জীবনের সেরা একটি অনুভূতি কবিতার ছন্দে আপনাদের সামনে উপস্থাপন করবো। হে পাঠক ভাই ও বোনেরা একটু সময় কী হবে?? আমার ক্ষুদ্র এই প্রতিভাকে স্বাগত জানানোর?? দয়া করে একটু সময় দিবেন, এই প্রত্যাশায় শুরু করছি………
মর্মান্তিকগ্রাথোর তুমি আছো বলেই আজ সুযোগ পেয়েছি লিখতে
গ্রাথোর তুমি আছো বলেই আজ সুযোগ পেয়েছি শিখতে
কারোও লিখনী করোওবা শিখনী এটি এক মহান পেশা
লিখনী- শিখনীর মিলনমেলা আজ হয়ে গেছে মোর নেশা
শুধু আমি কেন? গ্রাথোর হয়েছে জনপ্রিয় আজ হাজারো পাঠকের হৃদয়ে
অপলক দৃষ্টিতে অপরূপ সৃষ্টিতে পাঠক হৃদয় হয়েছে আজ সৃজিত তৃপ্ত বাণীতে
গ্রাথোর তুমি আছো বলেই আজ মুক্ত চিন্তা প্রয়োগের সুযোগ পেয়েছি অফুরন্ত
গ্রাথোর তুমি আছো বলেই আজ অনন্য জীবনের নির্মলতা গ্রহণের সুযোগ পেয়েছি জীবন্ত
বিচিত্র সব নব্য লেখকের লেখনীতে ভরপুর এই প্লাটফর্ম
জানি আমি জানি, জানি সবাই জানি সেরা গ্রাথোর ডট কম
দিকে দিকে আজ তরুন প্রতিভার হচ্ছে বহিঃপ্রকাশ
গ্রাথোর তুমি আছো বলেই আজ দেখছি তাদের আশ্বাস
অজস্র সব সুযোগ সুবিধা পাচ্ছি মোরা সবে
লেখক মহল পাঠক মহল আন্দোলিত কলরবে
কখনো সুখ কখনো দুখ ভেসে উঠে লেখনীতে
কখনো গল্প কখনো কাব্য শিখছি এ বিদ্যাপীঠে
কখনো শিক্ষা কখনো সমীক্ষা করছে মোদের আমন্ত্রণ
পাঠক সমাজ নিচ্ছেও বটে সাদর জীবনের সম্ভাষণ
গ্রাথোর তুমি হাজারো বেকারের শ্রেষ্ঠ কর্মসংস্থান
গ্রাথোর তুমি হাজারো পরিবারের রুটি রোজগারের সন্ধান
জীবন থেকে শিক্ষা নিয়ে লিখছি এ প্লাটফর্মে
নেই কোন বাধা, নেই কোন মানা গ্রাথোর ডটকমে
গ্রাথোর বলে, মোদেরকেই বলে,জীবন্ত প্রতিভা তোমার, কেন যাবে শেষ হয়ে
কেউ না থাকলেও আমিই আছি তোমার তরে প্রকাশনার ছাতি হয়ে
গ্রাথোর, প্রিয় গ্রাথোর, তুমি মোর জীবনের অফুরন্ত প্রতিভার অজস্র সুযোগদ্বার
তোমার জন্যই সঞ্চিত রেখেছি, সঞ্চিত জ্ঞানভান্ডার
গ্রাথোর তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও রণদ্বারে
তোমার কৃতিত্ব অপেক্ষমান আজ হাজারো পাঠক অন্তরে
দিক বিদিকে অজস্র দূর্নীতি, হবে আজ অবসান
তুমিই পারো ঠেকাতে তাদের অযাচিত বিধি বিধান
তোমার প্রাকশনা, শ্রেষ্ঠ প্রকাশনা ভালো লাগা মোর হৃদয়ে
তুমিই পারো দিতে সম্মান, দিতে ইজ্জত এ ধরণীতে।
গ্রাথোর, প্রিয় গ্রাথোর তুমিই আমাকে চিনাতে শিখিয়েছ শ্রেষ্ঠ বাক্যপ্রয়োগ
আশা করি মোরা, আশা করি আমি দিবে না মোদের বিয়োগ
আমি তাই সদা ব্যস্ত থাকি আজ তোমার কল্যাণ কামনায়
তুমিও থাকবে সহস্র হৃদয়ে থাকবে সবে মোদের ভাবনায়
শিক্ষা, সংস্কৃতি, কখনোবা অভিব্যক্তি আলোড়িত তোমার আঙিনা
সর্ব দিকে তোমারই জয়গান ছেড়ে তাই কভু যাবোনা।
ঐতিহাসিক জাতীয়তা, সাংস্কৃতিক মুখরতা লালিত চারণভূমি
নব্য লেখকের লেখনতুলিতে সম্মৃদ্ধ ” প্রিয় গ্রাথোর তুমি”
ভাইরাল খবর, লাইফ স্টাইল, অন্যান্য খবরও আছে
স্বাস্থ্য জীবন, মোটিভেশনও থাকবে সামনে পিছে
হে বন্ধু, হে ভাই একটি একাউন্ট করোনা তাই
দেব তোমার ছান্দিক জীবন গ্রাথোর ডটকমে তে
( চলবে……)