বাংলাদেশের নাম্বার ১ নেটওয়ার্কে পাচ্ছেন ৩ জিবি ইন্টারনেট প্যাকেজ মাত্র ১০৮ টাকায় এই ওফারটির সম্পর্কে কিছু আলোচনা করবো আজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং অনন্য জাতির প্রতি আন্তরিক থেকে আমার ভালোবাসা রইলো। আসা করি সবাই ভালো আসেন এবং দোয়া করি ভালো থাকেন।
গ্রামীণফোন মূলতো এখন আর আগের মত ভালো ইন্টারনেট ওফার বা মিনিটওফার দেয়না এখন যা দিচ্ছে সব কিছুর রেট বারিয়ে এবং তার মেয়াদও কম। আগে আমারা ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাকেজ কিনেছি এছাড়া ৩টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাকেজটি কিনে ব্যবহার করেছি আর তখন এই রকম ওফার আর কনো সিম এ পাওয়া যেতো না ওখানকার সময় গ্রামীণফোন নাম্বার ১ নেটওয়ার্ক ছিল এবং এখনো আছে কিন্তু আগের মত ওফার আর দেয়না।
আজকে একটা ওফার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেটা ৩ জিবি ইন্টারনেট ১০৮ টাকায় ৭ দিন মেয়াদে। এই ওফারটি পোষ্টপেইড এবং প্রিপেইড ২ গ্রাহকরা নিতে পারবেন। ওফারটি নিতে *১২১*৩৩৪৪# ডায়াল করুন এবং মাইজিপি অ্যাপের মাধ্যমে এক্টিভ করতে পারবেন।
আপনারা চাইলে আমার আমার প্রোফাইলটি ঘুরে আসতে পারেন। আমি আউটসোর্সিং, টিপস এন্ড ট্রিক্স ও ইন্টারনেট নিয়ে বেশি লিখে থাকি।
Gd off
Ok
জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/
Oo
ok
ok