টেলিটক সিমের কিছু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কোড দেখে নিন এখান থেকে

হ্যালো বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি প্রায় সময়ই আপনাদের মাঝে অনেক পোস্ট শেয়ার করি। আজও তেমনি একটি পোষ্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য এসেছি।

আমি আজ যে পোস্ট টি সম্পর্কে বলবো সেটি হচ্ছে টেলিটক সিমের গুরুত্বপূর্ণ কিছু কোড। আমরা অনেকেই টেলিটক সিম ব্যবহার করে থাকি কিন্তু এর অনেক গুরুত্বপূর্ণ কোড রয়েছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানিনা। তাই আজ আমি আপনাদের মাঝে টেলিটক সিম এর কিছু গুরুত্বপূর্ণ কোড শেয়ার করবো। আপনারা যারা টেলিটক সিম ব্যবহার করেন তাঁরা উপকৃত হবেন বলে আশা করি।

তাহলে চলুন শুরু করা যাক।

 

১. ব্যালেন্স চেক করতে ডায়াল করুন – *১৫২#

 

২. হেল্প লাইন এর জন্য – ১২১ অন্য নাম্বারে সাহায্য পেতে 015001211129

 

৩. ইমার্জেন্সি ব্যালেন্স এর জন্য- *১১২২#

 

৪. নিজের নাম্বার দেখতে- TYPE TAR & Send to 222 অথবা ডায়াল করুন- *727*3*4#

 

৫. প্যাকেজ চেক করতে- P and send to 154

 

৬. মিনিট চেক করতে ডায়াল করুন- *১৫২#

 

৭. এসএমএস চেক করতে ডায়াল করুন- *১৫২#

 

৮. এমএমএস চেক করতে ডায়াল করুন- *১৫২#

 

৯. ডাটা প্যাক কিনতে ডায়াল করুন- *১১১#

 

১০. ইন্টারনেট সেটিং পেতে ডায়াল করুন- TYPE SET and send 738

 

১১. মিস কল এলার্ট চালু করতে ডায়াল করুন – TYPE REG and send 2455

 

১২. মিস কল এলার্ট বন্ধ করতে ডায়াল করুন- TYPE CAN and send 2455

 

১৩. কলার টিউন চালু করতে ডায়াল করুন- tt> song code and send 5000

 

১৪. কলার টিউন বন্ধ করতে ডায়াল করুন- tt> song code and send 5000

 

১৫. এফএনএফ এড করতে – add number and send to 363

 

১৬. এফএনএফ ডিলিট করতে ডায়াল করুন- del number and send to 363

 

১৭. এফএনএফ চেক করার জন্য – see send to 363

 

১৮. এফএনএফ চেন্জ করতে ডায়াল- ১৫১৫

 

আজকের মতো এখানেই শেষ করছি ‌। আপনাদের যদি আরো কোন বিষয় বুঝতে সমস্যা হয় বা কোন হেল্প লাগে তাহলে কমেন্ট করতে পারেন। অন্য একটি নতুন পোস্ট নিয়ে আবার আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Related Posts

12 Comments

মন্তব্য করুন