★ Grathor.com এ আপনিও ✍ লেখালেখি করে আয় করুন★Click Here★

দেখুন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম ঘন্টা আকারে দেখবেন।

হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন।

আজকে আমি আপনাদের বলব যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম ঘন্টা আকারে দেখবেন।
তার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

তো বন্ধুরা, এটি করার জন্য আপনাদের chrome browser অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে।
আপনাদের ফোনে যদি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন না থাকে তাহলে সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুনডাউনলোড করার পর youtube.com এ যান তারপর সেখান থেকে আপনি আপনার ইউটিউব একাউন্ট সাইন ইন করে নিন।

তারপর আপনি ইউটিউব স্টুডিও চলে যান তারপর একদম কোনায় বাম পাশে কয়েকটা অপশন দেখতে পারবেন।

সেখানে দেখতে পারবেন ডলার নামক একটি চিহ্ন আছে সেই চিহ্নর উপর ক্লিক করে দিবেন তারপরে আপনি আপনার চ্যানেলে দেখতে পারবেন কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং কত সাবস্ক্রাইবার হয়েছে। ঘন্টা করে দেখতে পারবেন।

তো বন্ধুরা, এভাবেই মূলত আপনি আপনার ইউটিউবের ওয়াচ টাইম ঘন্টা আকারে দেখবেন।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আসলামুআলাইকুম।