নবম-দশম শ্রেণীর পড়লেখা: রসায়ন (2)
পূর্ব প্রকাশিতের পর…
এসএসসি 2021 সালের শিক্ষার্থীসহ নবম-দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের উপযোগী এমসিকিউ এর জন্য শর্ট প্রশ্ন ও উত্তর।
বিষয় : রসায়ন।
তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন থেকে,(2)
1•প্রশ্ন : কোন রশ্মি ব্যবহার করে কৃষিক্ষেত্রে নতুন নতুন উন্নতমানের বীজ উদ্ভাবন করা হচ্ছে?
উত্তর : তেজস্ক্রিয় রশ্মি।
2•প্রশ্ন : কোন রশ্মি ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্রে ফলনের মানের উন্নয়ন এবং পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে?
উত্তর : তেজস্ক্রিয় রশ্মি।
3•প্রশ্ন : উদ্ভিদের মূলধারায় কিসের দ্রবণ সূচিত করা হয়?
উত্তর : 32P যুক্ত ফসফেট দ্রবণ।
4•প্রশ্ন : যে কৌশলে ফরফরাস ব্যবহার করে উদ্ভিদ বেড়ে উঠে সেটি বিজ্ঞানীরা কিভাবে কিসের মাধ্যমে জানতে পারেন?
উত্তর : গাইগার কাউন্টারের মাধ্যমে পুরো উদ্ভিদে এর চলাচল চিহ্নিত করে।
5•প্রশ্ন : সকল প্রকার শাক-সবজি ও ফল সঠিক সংরক্ষণের অভাবে বা রান্না প্রক্রিয়া সঠিক না হলে সেগুলোতে কিসের জন্ম হয়?
উত্তর : বিভিন্ন ধরণের ক্ষতিকর ব্যাকটেরিয়ার।
6•প্রশ্ন : কোন ধরণের ব্যাকটেরিয়া ক্ষেত্রবিশেষে মানুষের মৃত্যুর কারণ হতে পারে?
উত্তর : শাক-সবজি, ফলমূল প্রভৃতি সঠিক প্রক্রিয়াজাতকরণের অভাবে জন্ম নেয়া ব্যাকটেরিয়া।
7•প্রশ্ন : কোন রশ্মি শাক-সবজি ও ফলমূলের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে?
উত্তর : 60Co থেকে নির্গত গামা রশ্মি।
8•প্রশ্ন : পোল্ট্রি ফার্মে ব্যাকটেরিয়াজনিত রোগের উদ্ভব ঘটলে কোন রশ্মির ব্যবহার হয়?
উত্তর : 60Co থেকে নির্গত গামা রশ্মি।
9•প্রশ্ন : একটি নির্দিষ্ট মাত্রার তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে কি সংরক্ষণ করা হয়?
উত্তর : খাদ্য।
10•প্রশ্ন: কোন রশ্মির অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর?
উত্তর : তেজস্ক্রিয় রশ্মির।
11•প্রশ্ন: খাদ্যদ্রব্যে তেজস্ক্রিয় রশ্মি কিভাবে প্রয়োগ করতে হবে?
উত্তর : পরিমিত মাত্রায় সংরক্ষিত স্থানে প্রয়োগ করতে হবে।
12•প্রশ্ন: পরিমিত মাত্রায় তেজস্ক্রিয় রশ্মি ( গামা রশ্মি ) কিসের ন্যায় নিরাপদ?
উত্তর : সূর্যের আলোর ন্যায়।
13•প্রশ্ন: কোন সময় আইসোটোপসমূহ প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে?
উত্তর : আইসোটোপসমূহ ক্ষয়ের সময় বা নিউক্লিয় বিক্রিয়ার সময়।
14•প্রশ্ন: আইসোটোপসমূহ ক্ষয়ের সময় বা নিউক্লিয় বিক্রিয়ার সময় প্রচুর পরিমাণে উৎপন্ন তাপশক্তিকে কোন কোন শক্তিতে রূপান্তরিত করা হয়?
উত্তর : বিভিন্ন ডিভাইস ব্যবহার করে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করা হয়।
15•প্রশ্ন: পৃথিবীর বিভিন্ন দেশে পারমাণবিক চুল্লিতে কিভাবে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করছে?
উত্তর : নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে।
16•প্রশ্ন: কীটপতঙ্গ নিয়ন্ত্রণে, শিল্পক্ষেত্রে, ধাতব পাতের পুরুত্ব পরিমাপে, বদ্ধ পাত্রে তরলের উচ্চতা পরিমাপে, পাইপ লাইনের ছিদ্র অন্বেষণে কি ব্যবহার করা হয়?
উত্তর : তেজস্ক্রিয় আইসোটোপ।
17•প্রশ্ন: ফসিল মমিসহ পৃথিবীর যাবতীয় বস্তুর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর : 14C
18•প্রশ্ন: পৃথিবীর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়?
উত্তর : 14C
19•প্রশ্ন: কোন পদার্থ থেকে বিভিন্ন ধরণের রশ্মি নির্গত হয়?
উত্তর : তেজস্ক্রিয় পদার্থ থেকে।
20•প্রশ্ন: ক্যানসার হওয়ার বিশেষ একটি কারণ কি?
উত্তর : তেজস্ক্রিয়তা।
21•প্রশ্ন: তেজস্ক্রিয় পদার্থের কোন মাত্রার ব্যবহার মানুষের জন্য কল্যাণকর?
উত্তর : সঠিক মাত্রার।
22•প্রশ্ন: কেমোথেরাপি কেন দেয়া হয়?
উত্তর : ক্যানসার নিরাময়ের জন্য।
23•প্রশ্ন: কেমোথেরাপিতে কোন পদার্থের ব্যবহার হয়?
উত্তর : তেজস্ক্রিয় পদার্থের।
24•প্রশ্ন: কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কি?
উত্তর : চুল পড়া, বমি বমি ভাব হওয়া।
25• প্রশ্ন: কোনটি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে?
উত্তর : কেমোথেরাপি।
26•প্রশ্ন: হিরোসিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত এটমবোমাসহ সব ধরণের পারমাণবিক বোমার শক্তির উৎস কি?
উত্তর : নিউক্লিয় বিক্রয়া।
27•প্রশ্ন: রাদারফোর্ড কত সালে তার বিখ্যাত সৌর মডেল প্রদান করেন?
উত্তর : 1911 সালে।
28•প্রশ্ন: রাদারফোর্ড কিসের উপর ভিত্তি করে পরমাণু মডেল প্রদান করেন?
উত্তর : আলফা কণা ( হিলিয়াম নিউক্লিয়াস ) বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে।
29•প্রশ্ন: রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে পরমাণুর কেন্দ্রস্থলে কী থাকে?
উত্তর : একটি ধনাত্মক আধানবিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান থাকে।
30•প্রশ্ন: পরমাণুর কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানবিশিষ্ট ভারী বস্তুকে কি বলে?
উত্তর : নিউক্লিয়াস।
40•প্রশ্ন: নিউক্লিয়াসে পরমাণুর কি কি কেন্দ্রীভূত থাকে?
উত্তর : সমস্ত ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর।
41•প্রশ্ন: রাদারফোর্ড এর পরমাণু মডেল অনুসারে কোনটি বিদ্যুৎ নিরপেক্ষ?
উত্তর : পরমাণু।
42•প্রশ্ন: রাদারফোর্ড এর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কিভাবে ঘুরছে?
উত্তর : সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে অবিরত ঘুরছে।
43•প্রশ্ন: ধনাত্মক আধানবিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানবিশিষ্ট ইলেকট্রনসমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র-বহির্মুখী বল পরস্পর কি?
উত্তর : সমান।
44•প্রশ্ন: রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি সীমাবদ্ধতা উল্লেখ কর।
উত্তর : সৌরমন্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন অথচ ইলেকট্রনসমূহ ঋণাত্মক আধানযুক্ত।
45•প্রশ্ন: পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে প্রবেশ কখনো কি ঘটে?
উত্তর : না, ঘটে না।
46•প্রশ্ন: পরমাণুর বর্ণালি গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা কোন মডেল দিতে পারে না?
উত্তর : রাদারফোর্ড এর পরমাণু মডেল।
47•প্রশ্ন: “আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা এ মডেলে দেয়া হয়নি” – এটা কোন মডেলের সীমাবদ্ধতা?
উত্তর : রাদারফোর্ড পরমাণু মডেলের।
48•প্রশ্ন: একাধিক ইলেকট্রনবিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করে তার উল্লেখ কোন মডেলে নেই?
উত্তর : রাদারফোর্ড পরমাণু মডেলে।
49•প্রশ্ন: বোর পরমাণু মডেল কে প্রদান করেন?
উত্তর : নীলস বোর।
50•প্রশ্ন: নীলস বোর কত সালে তার বিখ্যাত পরমাণু মডেল প্রদান করেন?
উত্তর : 1913 সালে।
51•প্রশ্ন: নীলস বোর কিসের জন্য বোর পরমাণু মডেল প্রদান করেন?
উত্তর : পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালি ব্যাখ্যার জন্য।
52•প্রশ্ন: বোর পরমাণু মডেলের একটি স্বীকার্য লিখ।
উত্তর : নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে।
53• প্রশ্ন: নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে কি বলে?
উত্তর : শক্তিস্তর বা অরবিট।
54•প্রশ্ন: শক্তিস্তরসমূহকে কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : কল্পিত সংখ্যা n এর মান অনুসারে K, L, M, N দ্বারা প্রকাশ করা হয়।
55•প্রশ্ন: প্রথম শক্তিস্তরকে কি বলে?
উত্তর : (n=1) অর্থাৎ K শক্তিস্তর।
56•প্রশ্ন: একটি নির্দিষ্ট শক্তিস্তরে অবস্থানকালে ইলেকট্রনসমূহ কি করে না?
উত্তর : শক্তি শোষণ অথবা বিকিরণ করে না।
57•প্রশ্ন: বোর পরমাণু মডেল অনুসারে, যখন কোনো ইলেকট্রন একটি নিম্নতর কক্ষপথ বা শক্তিস্তর থেকে উচ্চতর কক্ষপথ বা শক্তিস্তরে স্থানান্তরিত হয় তখন কি করে?
উত্তর : নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে।
58•প্রশ্ন: উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে কি হয়?
উত্তর : শক্তি বিকিরণ করে।
59•প্রশ্ন: বোর পরমাণু মডেল কোন পরমাণুর বর্ণালি ব্যাখ্যা করতে পারে?
উত্তর : এক ইলেকট্রনবিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর।
60•প্রশ্ন: বোর পরমাণু কত ইলেকট্রনবিশিষ্ট পরমাণুর বর্ণালি ব্যাখ্যা করতে পারে না?
উত্তর : একাধিক ইলেকট্রনবিশিষ্ট পরমাণুসমূহের।
61•প্রশ্ন: এক শক্তিস্তর হতে অপর শক্তিস্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে, বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালিতে কি সৃষ্টি হওয়ার কথা?
উত্তর : একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা।
62•প্রশ্ন: পরমাণুর ইলেকট্রনসমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তিস্তরে অবস্থান করে- এটা কোন পরমাণু মডেলে উল্লেখ আছে?
উত্তর : বোর পরমাণু মডেলে।
63•প্রশ্ন: নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তিস্তরকে কি দ্বারা আখ্যায়িত করা হয়?
উত্তর : প্রথম অর্থাৎ n=1 বা K শেল।
64•প্রশ্ন: প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা কত?
উত্তর : 2n^2 যেখানে n=1,2,3,4…….ইত্যাদি।
65•প্রশ্ন: N শেলের ইলেক্ট্রন ধারণক্ষমতা কত?
উত্তর :
2n^2
=2×4^2
=32 টি।
66•প্রশ্ন: ইলেক্ট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তিস্তর ইলেক্ট্রন দ্বারা পূর্ণ হলে, এরপর কি ঘটে?
উত্তর : পরবর্তী শক্তিস্তরে ইলেক্ট্রন প্রবেশ করে।
67•প্রশ্ন: “ইলেক্ট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তিস্তর ইলেক্ট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তিস্তরে ইলেক্ট্রন প্রবেশ করে”-কোন কোন পরমাণু এই নিয়ম মেনে চলে?
উত্তর : 1 থেকে 18 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এই নিয়ম মেনে চলে।
68•প্রশ্ন: কত থেকে কত পর্যন্ত পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহের ইলেক্ট্রনকে বিভিন্ন শক্তিস্তরে ধারণক্ষমতা অনুসারে সাজানো হয়?
উত্তর : 1 থেকে 18 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ।
69•প্রশ্ন: কত পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলের পরমাণুর ইলেক্ট্রন বিন্যাসের সময় তৃতীয় শক্তিস্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তিস্তরে ইলেক্ট্রন প্রবেশ করে?
উত্তর : পারমাণবিক সংখ্যা 19 অথবা তার অধিক পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলের।
70•প্রশ্ন: প্রতিটি শক্তিস্তরে কতগুলো কি থাকে?
উত্তর : উপস্তর।
71•প্রশ্ন: উপস্তরগুলোকে কি দ্বারা আখ্যায়িত করা হয়?
উত্তর : s, p, d, f ইত্যাদি নামে।
72•প্রশ্ন: উপশক্তিস্তরকে ইংরেজিতে কি বলে?
উত্তর : অরবিটাল।
73•প্রশ্ন: s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা কত?
উত্তর : 2
74•প্রশ্ন: p উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা কত?
উত্তর : 6
75•প্রশ্ন: সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা 10 হয় কোন উপস্তরের?
উত্তর : d উপস্তরের।
76•প্রশ্ন: f উপস্তরের ইলেক্ট্রন ধারণক্ষমতা কত?
উত্তর : 14
77•প্রশ্ন: ইলেক্ট্রনসমূহের সাধারণ ধর্ম কী?
উত্তর : এরা প্রথমে নিম্ন শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তিসম্পন্ন অরবিটালে গমন করে।
78•প্রশ্ন: K শেলের উপস্তর সংখ্যাকে কি বলা হয়?
উত্তর : 1s
79•প্রশ্ন: 1s এর 1 দিয়ে কি বুঝানো হয়?
উত্তর : প্রথম কক্ষপথের প্রধান শক্তিস্তর।
80•প্রশ্ন: দ্বিতীয় শেলের উপস্তর সংখ্যা কয়টি ও কি কি?
উত্তর :দুইটি। যথা: 2s, 2p.
81•প্রশ্ন: তৃতীয় শেলের উপস্তর সংখ্যা কি কি?
উত্তর : 3s, 3p, 3d.
82•প্রশ্ন: চতুর্থ শেলের উপস্তর সংখ্যা কি কি?
উত্তর : 4s, 4p, 4d, 4f.
83•প্রশ্ন: “প্রথমে নিম্নশক্তির অরবিটালে ইলেক্ট্রন গমন করে এবং অরবিটাল পূর্ণ করে; এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল ইলেক্ট্রন দ্বারা পূর্ণ হয়”- ইলেক্ট্রনের এসব আচরণ কেন সংগঠিত হয়?
উত্তর : স্থিতিশীলতা অর্জনের জন্য।
84•প্রশ্ন: অরবিটালের শক্তিক্রম লিখ।
উত্তর : 1s < 2s < 2p < 3s < 3p < 4s < 3d < 4p < 5s < 4d < 5p < 6s < 4f < 5d < 6p < 7 s < 5f < 6d < 7p < 8s.
85•প্রশ্ন: 4s উপস্তরের শক্তি 3d উপস্তরের তুলনায় কম না বেশি?
উত্তর : কম।
86•প্রশ্ন: তৃতীয় শক্তিস্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করে কেন?
উত্তর : চতুর্থ শক্তিস্তরের কোনো একটি উপস্তরের শক্তি তৃতীয় শক্তিস্তরের একটি উপস্তরের তুলনায় কম হওয়ার কারণে।
87•প্রশ্ন: 1s^2 2s^2 2p^6 3s^2 3p^6 3d^0 4s^1 -এটা কোন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস?
উত্তর : K (19) অর্থাৎ পটাসিয়ামের।
88•প্রশ্ন: Sc ( 21 ) এর ইলেক্ট্রন বিন্যাস কর।
উত্তর : 1s^2 2s^2 2p^6 3s^2 3p^6 3d^1 4s^2.
89•প্রশ্ন: পটাসিয়ামের সর্বশেষ ইলেক্ট্রন 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে কেন স্থান নেয়?
উত্তর : 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম হওয়ায়।
90•প্রশ্ন: স্ক্যান্ডিয়ামের বেলায় 21 তম ইলেক্ট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে?
উত্তর : 3d অরবিটালে।
91•প্রশ্ন: ইলেক্ট্রন বিন্যাস লিখার সময় একই প্রধান শক্তিস্তরের সকল উপস্তরকে কিভাবে লিখবে?
উত্তর : পাশাপাশি।
92•প্রশ্ন: সমশক্তিসম্পন্ন অরবিটালসমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সে ইলেক্ট্রন বিন্যাস অধিকতর কি অর্জন করে?
উত্তর : সুস্থিতি।
93•প্রশ্ন: অধিকতর সুস্থিত অরবিটাল কোনগুলো?
উত্তর : np^3, np^6, nd^5, nd^10, nf^7 এবং nf^14.
94•প্রশ্ন: কোন ইলেক্ট্রন বিন্যাসবিশিষ্ট মৌল অধিকতর স্থায়ী হয়?
উত্তর : d^10 s^1 এবং d^5 s^1.
95•প্রশ্ন: ক্রোমিয়ামের স্থায়ী ইলেক্ট্রন বিন্যাস লিখ।
উত্তর : 1s^2 2s^2 2p^6 3s^2 3p^6 3d^5 4s^1.
96•প্রশ্ন: 4s^2 3d^1 এটা শুদ্ধ না ভুল?
উত্তর : ভুল।
97•প্রশ্ন: লোহা কোন ধরণের পদার্থ?
উত্তর : মৌলিক পদার্থ।
98•প্রশ্ন: এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত?
উত্তর : 118
100•প্রশ্ন: পানিকে ভাঙলে কোন কোন মৌল পাওয়া যায়?
উত্তর : হাইড্রোজেন ও অক্সিজেন।
101•প্রশ্ন: HCl কোন ধরণের অণু?
উত্তর : যৌগিক অণু।
102•প্রশ্ন: Aurum কোন পদার্থের ল্যাটিন নাম?
উত্তর : সোনার।
103•প্রশ্ন: সালফিউরিক এসিডের (H2SO4) এক অণুতে কতটি পরমাণু থাকে?
উত্তর : 7 টি।
104•প্রশ্ন: এক অণু পানিতে (H2O) কয়টি হাইড্রোজেন ও কয়টি অক্সিজেন থাকে?
উত্তর : 2 টি হাইড্রোজেন ও 1টি অক্সিজেন।
105•প্রশ্ন: H2 (এইচ টু ) কিসের সংকেত?
উত্তর : হাইড্রোজেন অণুর।
106•প্রশ্ন: সালফিউরিক এসিডের সংকেত লিখ।
উত্তর : H2SO4
107•প্রশ্ন: অ্যামোনিয়ার সংকেত কি?
উত্তর : NH3
108•প্রশ্ন: HN3 কিসের সংকেত?
উত্তর : হাইড্রোজোয়িক এসিডের।
109•প্রশ্ন: W কোন পদার্থের প্রতীক?
উত্তর : টাংস্টেনের।
110•প্রশ্ন: Aurum ল্যাটিন শব্দ থেকে কোন পদার্থের নামকরণ করা হয়েছে?
উত্তর : Au অর্থাৎ গোল্ড তথা সোনার।
111•প্রশ্ন: ইলেক্ট্রনের আপেক্ষিক আধান কত?
উত্তর : -1
112•প্রশ্ন: কোন কণা নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে?
উত্তর : ইলেকট্রন।
113•প্রশ্ন: প্রোটনের আপেক্ষিক আধান কত?
উত্তর : +1
114•প্রশ্ন: চার্জবিহীন কণিকার নাম লিখ।
উত্তর : নিউট্রন।
115•প্রশ্ন: কোন কণিকার আপেক্ষিক আধান শূণ্য ধরা হয়?
উত্তর : নিউট্রনের।
116•প্রশ্ন: পরমাণু কি বিদ্যুৎ নিরপেক্ষ?
উত্তর : হ্যাঁ, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ।
117•প্রশ্ন: পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ার কারণ কী?
উত্তর : সমান সংখ্যক ইলেক্ট্রন ও প্রোটন থাকে বলে।
118•প্রশ্ন: প্রোটন সংখ্যার অপর নাম কি?
উত্তর : পারমাণবিক সংখ্যা।
119•প্রশ্ন: একটি মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা 11 হলে ঐ পরমাণুর নাম কি?
উত্তর : সোডিয়াম।
120•প্রশ্ন: নিরপেক্ষ সোডিয়াম পরমাণুতে কয়টি ইলেক্ট্রন থাকে?
উত্তর : 11 টি।
121•প্রশ্ন: কার্বনের নিউট্রন সংখ্যা কত?
উত্তর : 6টি ।
122•প্রশ্ন: ঋণাত্মক আধানবাহী কণিকা বলতে কাকে বোঝায়?
উত্তর : ইলেকট্রনকে।
123•প্রশ্ন: হাইড্রোজেনের 2টি প্রোটনের ভর কত?
উত্তর : 3.34×10^-24 g.
124•প্রশ্ন: সালফিউরিক এসিডের আপেক্ষিক আণবিক ভর কত?
উত্তর : 98
125•প্রশ্ন: পানির আপেক্ষিক আনবিক ভর কত?
উত্তর : 18
126•প্রশ্ন: পানির সংকেত লিখ।
উত্তর : H2O
127•প্রশ্ন: পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস নামকরণ করেন কোন বিজ্ঞানী?
উত্তর : রাদারফোর্ড।
128•প্রশ্ন: কোন পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়?
উত্তর : রাদারফোর্ডের পরমাণু মডেলকে।
129•প্রশ্ন: 1864 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কোন তত্ত্ব আবিষ্কার করেন?
উত্তর : তড়িৎচুম্বকীয় তত্ত্ব।
130•প্রশ্ন: নিউক্লিয়াসের কি কোন চার্জ আছে?
উত্তর : হ্যাঁ, আছে ।
131•প্রশ্ন: নিউক্লিয়াসের চার্জ কেমন?
উত্তর : ধনাত্মক।
132•প্রশ্ন: শক্তিস্তর সম্পর্কে কে প্রথম ধারণা দেন?
উত্তর : নীলস বোর।
133•প্রশ্ন: ট্রিটিয়ামে কতটি নিউট্রন আছে?
উত্তর : 2টি।
134•প্রশ্ন: হাইড্রোজেনে কয়টি নিউট্রন আছে?
উত্তর : হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই।
135•প্রশ্ন: C-12 এর সাথে তুলনা করে কি নির্ণয় করা হয়?
উত্তর : আণবিক বা পারমাণবিক ভর।
136•প্রশ্ন: C-12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর কত?
উত্তর : 1.66×10^-24 g.
137•প্রশ্ন: কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় কর।
উত্তর :
CO2
=12+(16×2)
=44 g.
138•প্রশ্ন: ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
উত্তর : 35.5
139•প্রশ্ন: কোন মৌলের প্রোটন সংখ্যা 92?
উত্তর : ইউরেনিয়াম এর।
140•প্রশ্ন: যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তারা পরস্পরের কি?
উত্তর : আইসোটোন।
141•প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত তেজস্ক্রিয় মৌল কতটি?
উত্তর : 14 টি ।
142•প্রশ্ন: রাসায়নিক বিশ্লেষণ করলে পানির অনুপাত কত হয়?
উত্তর : 2:1
143•প্রশ্ন: চকের রাসায়নিক বিশ্লেষণে কোন কোন পদার্থ পাওয়া যায়?
উত্তর : ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন।
144•প্রশ্ন: এক অণু নাইট্রোজেন কয়টি পরমাণুর সংযোজনে গঠিত?
উত্তর : 2টি।
145•প্রশ্ন: কয়েকটি যৌগিক অণুর নাম লিখ।
উত্তর : CO2, NO2, HCl, H2O, NH3 ইত্যাদি।
146•প্রশ্ন: সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন কোন অবস্থায় থাকে?
উত্তর : গ্যাসীয় অবস্থায়।
147•প্রশ্ন: কতটি প্রতীকের সাহায্যে মৌল গঠিত হয়?
উত্তর : একটি।
148•প্রশ্ন: Ag কিসের প্রতীক?
উত্তর : রূপার।
149•প্রশ্ন: রূপা তথা সিলভারের ল্যাটিন নাম কি?
উত্তর : Argentum.
150•প্রশ্ন: একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম বল।
উত্তর : আর্গন।
151•প্রশ্ন: তিনটি ব্রোমিন অণুতে কয়টি পরমাণু থাকে?
উত্তর : 6টি।
152•প্রশ্ন: পাঁচ অণু ক্লোরিনে কয়টি পরমাণু থাকে?
উত্তর : 10টি।
153•প্রশ্ন: পরমাণুর কোয়ান্টাম মডেল কোন মডেলকে বলা হয়?
উত্তর : বোর মডেলকে।
154•প্রশ্ন: Ar এর ইলেক্ট্রন বিন্যাস লিখ।
উত্তর : 1s^2 2s^2 2p^6 3s^2 3p^6
অতি শীঘ্রই অন্যান্য অধ্যায় থেকেও লিখবো ইন শা আল্লাহ। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। মন দিয়ে পড়ালেখা করুন।