বর্তমান বিশ্বে আমাদেরকে টিকে থকতে হলে প্রতিযোগিতার সর্বো সাধ্য দিয়েই চেষ্টা করতে হবে। কীভাবে আমরা নিজেকে সফল করবো এবং কীভাবে আমরা সফলতার যায়গা দেখবো, তার জন্য রয়েছে কিছু করণীয়। এগুলো মেনে চললে আমরা নিজেকে আমাদের কাক্সিক্ষত জায়গায় দেখতে পাবো।
লক্ষ্য নির্ধারণ করতে হবে : স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করতে হবে যা আমার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।যত পারেন নিজের নিজের দক্ষতা বাড়ান : নিজের দক্ষতা ও জ্ঞান বাড়ানোর চেষ্টা করুন। বর্তমান সময়ে অন্যরাও কিন্তু নিজের দক্ষতা ও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করছে।
এভাবেই আমরা দৈনন্দিন জিবনে নিজের ক্যারিয়ার নিজেই করে নিব তাহলে আমরা একজন দক্ষ নাগরিক হতে পারব।
6 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
ভালো পোস্ট
valo
অবাক লাগলো
Valo laglo
❤️
Ok