Cheap price backlink from grathor: info@grathor.com

নিজের ভুলের জন্য রোনালদোর এখন করুন অবস্থা

🎉 Get ৳10000 Bonus!

চালাক চতুর লোক ভালো তবে বেশি চালাক লোক
আবার ভালো না,তাহলে জায়গায় জায়গায় ধরা
খেতে হয়। ছবির লোকটাকে দেখছেন না? ওনি ও বেশি চালাকি করতে গিয়ে ধরা পরছেন বেশ কয়েকবার। তার চালাকি এবং ধরা পরার দুই একটা উদাহরণ দেইঃ

যখন মেসির ব্যালন ডি অর ৫ টা, কিন্তু গোল্ডেন বুট ৩ ছিল, অন্যদিকে রোনাল্দোর ব্যালন
তিনটা এবং গোল্ডেন বুট ৪ টা ছিল। ঠিক তখনি
রোনাল্দো বললেন তার কাছে ব্যালন ডি অরের
চাইতে গোল্ডেন বুট বেশি মূল্যবান। বর্তমানে
মেসির গোল্ডেন বুট ৬ টা, আর রোনাল্দোর সেই ৪ টাই রয়ে গেছে, আর জিতবে বলে মনে হয় না তবে মেসির চান্স আছে আরো জিতার। সম্ভবত
এবারই আবার জিততো যদি ইঞ্জুরিতে না পরতো

আরেকটি ঘটনাঃ রিয়ালে থাকাকালীন বেতন নিয়ে
পেরেজের সাথে বাঁধাবাধি করার কারনে শেষ
পর্যন্ত তাকে ক্লাব ছাড়তে বাধ্য করা হয়,ক্লাব ছাড়ার আগে সে বলেছিল রিয়ালেই তার ক্যারিয়ারের ইতি টানতো চায় কিন্তু সেটা হয়নি।
যাইহোক প্লেয়াররা ক্লাব পরিবর্তন করবে এটা
সাধারন ব্যাপার। সমস্যাটা সেখানেও ছিল না রিয়াল তাকে ক্লাব থেকে বাহির করে দিছে সেটা
ডাকতে বুলি ফুটালো ইতালিয়ান ক্লাবে চ্যালেঞ্জ
নিতে গেছে।এবংকি সে মেসিকে উদ্দেশ্য করে
বলেছিল পারলে তার মত চ্যালেঞ্জ নিয়ে দেখাক।
সে এমন একটা ক্লাবে চ্যালেঞ্জ নিতে গেছে যেই
ক্লাব টানা ৮ সীজন লীগ জিততেছে এবং কোপা
ইতালিয়ান ট্রফি,সুপার কোপতেও ভালো অবস্থান
উচলেও নিয়মিত ফাইনাল,সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলতেছিল। যেখানো রন
জুভেন্টাসে যোগ দেওয়ার পৃর্বে তারা কোপা ইতালিয়ান এবং সুপার কোপা ট্রফি গুলো জিততে
ছিল, সে যাওয়ার পর দুইটা ট্রফিই হারলো।
এখন প্রশ্ন হলো তার চ্যালেঞ্জ টা কিসের সাথে??

তারমত একজন সেরা প্লেয়ারের নিজকে এমন
ভাবে বিনোদনের পাত্র বানানো মানায় না। সে
অন্যতম একজন সেরা প্লেয়ার ফুটবল ইতিহাসের
আমি তাকে সর্বকালেট সেরা হিসাবে দ্বিতীয়তে
রাখবো,আমার কাছে মেসির পর রোনাল্দোই সেরা
প্লেয়ার।

আমার কথা হলো সে কেনো নিজেকে এমন জোকার বানায়?

Related Posts

14 Comments

Leave a Reply