পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানুন
পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানুন
হ্যাকিং বর্তমানে একটা বড় ভাইরাস । অনেকেরই পাসওয়ার্ড হ্যাক হয়ে যাচ্ছে, এখন যেনো আরো বেশি করে ।
শুধুই যে সাধারণ মানুষের পাসওয়ার্ড হ্যাক হচ্ছে এমন নয় সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে । এটা পেপারে দেখলাম কিছু দিন আগে ।
তো আপনাদের কাছে নিয়ে এসেছি কিভাবে আপনারা জানতে পারবেন পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা , একে বারেই নতুন ট্রিকস ।
গুগলের একটি নতুন টুলস , যা দিয়ে আপনারা জানতে পারবেন আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা ।
এটা শুধুমাত্র ডেক্সটপের জন্যে, কারণ এখানে একটা এক্সটেনশন ইন্সটল করতে হবে । আর মোবাইলে তো এক্সটেনশন ইউজ করা যায় না ।
এর জন্য আপনারা
গুগল ক্রোম ব্রাউজারে চলে যান ।
যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে আপনারা ইন্সটল করে নিন । তারপর
এরপর গুগল ক্রোম স্টোর থেকে পাসওয়ার্ড চেকআপ সার্চ করতে হবে । এটা পেয়ে গেলে আপনার ব্রাউজারে “এডটু ক্রোম ” ক্লিক করুন, ডাউনলোড হয়ে যাবে ।
ব্যাস ,আপনার কাজ শেষ । এখন আপনি আপনার একাউন্টে লগইন করলেই এটা জানিয়ে দেবে আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা ।
অনেক সোজা ,আর নতুন একটি ট্রিকস । আশা করছি আপনাদের উপকারে আসবে ।
আর ছোট্ট একটা রিকুয়েস্ট,
আমার চ্যানেল টি থেকে ঘুরে আসতে পারেন । মোবাইল থেকে ব্লগিং তৈরী করার জন্য ।
thanks
Ok
Nice