প্রাকৃতিক সম্পদ গাছ নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়। গাছ নিয়ে ক্যাপশন –

গাছ একটি মহামূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত। আমাদের জীবনের এবং সেই সাথে আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ অংশ হলো গাছ। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি,আমরা গাছ থেকে খাদ্যশস্য গ্রহণ করি , গাছ থেকে আমরা কাঠ পাই সেই কাঠ আমাদের জীবিকা নির্বাহে ভূমিকা পালন করে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে তাই সবচেয়ে উপকারী বস্তু হলো গাছ।

গাছ আমাদের প্রকৃতির আধান। আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে থাকে। গাছের উপকারিতার কথা বলে তাই এক কথায় শেষ করা যাবে না। গাছ আমাদের এক বিরাট প্রাকৃতিক সম্পদ। এই সম্প রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের সকলের তাই বৃক্ষ নিধন বন্ধ করে বেশি বেশি করে গাছ লাগানো উচিত।

মহামূল্যবান সম্পদ গাছ নিয়ে তাই কিছু ক্যাপশন প্রচলিত রয়েছে। নিচে কিছু ক্যাপশন তুলে ধরা হলো :

১.”যে গাছের ফিল,পুষ্প দাও দেবীর চরণে
সেও বৃক্ষকে কেন কাট দু ধারা কর্তনে “.

২.”ফুল ঝরা গাছগুলো চুপ করে দাঁড়িয়ে
ওদের বসিয়ে রাখো প্রতিনিয়ত যাচ্ছে হারিয়ে”।

৩.”প্রতিদিন একটু একটু জল দিয়ে তাকে বাড়িয়ে তুলুন
গাছ কে সতেজ রাখুন নিজেও সুস্থ থাকুন”।

৪.”গাছ রে তুই বলনা আমায় এত মহান কেনো হলি ?
নিঃস্বার্থভাবে সব কিছুই এই পৃথিবীকে দিলি।”

৫.”আবার না হয় নতুন করে গাছ লাগিয়ে এই জরাজীর্ণ
রোগাক্রান্ত পৃথিবীটাকে রোগমুক্ত করে তোলা যাক।”

৬.”গাছের যত্ন নিন ওদের সন্তানসম স্নেহ দিন
আপনার ভালোবাসা বিফলে যাবে না”।

৭.”ফল খেতে চাও গাছ লাগাও
চারদিকে পানি দাও গাছের যত্ন নাও।”

৮.”গাছদের মতো অপেক্ষা করতে শিখলে
আমিও একদিন প্রেমিকা হয়ে উঠব।”

৯.”গাছদের মতো নিঃস্বার্থ হলে
স্বার্থপরদের কাছে আমার আর্তনাদ বৃথা হবে”।

১০.”পাতা হয়ো না ঝরে পরে যাবে গাছ হও
শত পাতার ঠিকানা হবে।”

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

9 Comments

মন্তব্য করুন