ফেসবুক ব্যবহারে দিতে হবে ট্যাক্স।

  1. নতুন বছরে নতুন চমক নিয়ে আসছে ফেসবুক। মালয়েশিয়ায় ইতি মধ্য ব্যবহারকারীদের গুনতে হবে, ট্যাক্সে হার।

সামনে জানুয়ারিতে তা কার্যকর হবে বলে, জানিয়েছে ফেসবুক কর্তিপক্ষ। এবং মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের ইতিমধ্য ইমেলে জানিয়েছে এ কথা।

তবে সকল ব্যবহারকারীদের জন্য ট্যাক্স চার্জ

প্রযোজ্য নয় । শুধু সেই সব ব্যবহারকারী ট্যাক্স দিবে, যারা ফেসবুকে ব্যবসায়িক ভাবে বানিজ্যিক আইডি ব্যবহার করবেন, অর্থাৎ ফেসবুক বিঞ্জাপনের মাধ্যমে, আপনি যে অর্থ আয় করেন।তার ৬ শতাংশ সরকার কে দিতে হবে।

যেমন, ফেসবুক পেজে কোন বিঞ্জাপন দিলেন, আর তার জন্য পোষ্ট বুষ্ট করলেন।তখন ফেসবুক কে আপনাকে অর্থ প্রদান করতে হবে।

তাই ইতি মধ্য দুঃসংবাদ ছড়িয়ে পড়েছে, পুরো ফেসবুক দুনিয়াই।

আর এই সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকার ট্যাক্স আরোপের ব্যাপারে ঘোষনা করেন।
কারণ ফেসবুক কোটি টাকা বিঞ্জাপনের দেওয়ার জন্য দিয়ে আসছে, সকল ব্যবসায়িদের । আজ তার কমিশন চাচ্ছে ।

সাধারণ মানুষদের জন্য কোন সমস্যা নাই।

তো বন্ধুরা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন।

তথ্য সংগ্রহ: বাংলাদেশ ডেলি।

Related Posts