ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করার জন্য এখন আর কম্পিউটার, ল্যাপটপের প্রয়োজন নেই। বায়ারদের চাহিদা অনুযায়ী রাইটিং, ট্রান্সলেটিং, ডিজাইনিং এর মত ছোট খাট কাজ গুলো এখন মোবাইল এর মাধ্যমেই করতে পারবেন। কারণ সিওয়ার্ক নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম ফ্রিল্যান্সিং অ্যাপ। আপনি রাইটিং, মাল্টিমিডিয়া ডিজাইন, ওয়েবসাইট, লগো বা যে কাজে আপনি দক্ষ, কন্ট্রিবিউটর হিসাবে যয়েন করে পোস্ট করুন। হাজার হাজার কাজের মাঝে খুজে নিন আপনার পছন্দের কাজ। বায়ারদের সাথে সরাসরি চ্যাট করুন। ডাউন লোড করতে প্লে স্টোরে গিয়ে cWork লিখে সার্চ দিন অথবা নিচের লিঙ্কে যান।
http://bit.ly/2FuI7Ya
অ্যাপ টি ওপেন করার পর আপনার সঠিক নাম, আসল ছবি, বয়স, ফোন নাম্বার ও আসল ফেসবুক আইডি দিয়ে একাউন্ট খুলতে হবে। কোনো একটি তথ্য যদি ভুল দেয়া হয় তাহলে একাউন্ট ভেরিফাইড হবে না। এখানে কোনো প্রতারণার সুযোগ নেই। এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাইড হতে হবে। কারণ দেশের বিভিন্ন প্রান্তের বায়ার আপনার প্রোফাইল দেখেই আপনাকে কাজ দিবে। বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এ ঘুরে আসতে পারেন।
তো এখনি আপনার এন্ড্রয়েড ফোনে cWork অ্যাপ টি ডাউনলোড করে কাজ শুরু করে নিন। আর এখানে বিকাশে পেমেন্ট নেয়ার ও সুবিধা আছে। তাহলে কাজ করুন নিশ্চিন্তে আর প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করুণ এবং পেমেন্ট নিন বিকাশের মাধ্যমে।
ধন্যবাদ।
thanks for your information
গুড।
Nice
Not interested