আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় পাঠকগণ ?আশা করি আপনারা নিজ নিজ অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি। বাংলালিংক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ
প্রযুক্তির এই যুগে দেশ এগিয়েছে বহুদূর। সেই অগ্রযাত্রায় যোগ দিয়েছে দেশের টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো। টেলিকমিউনিকেশন খাতে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বাংলালিংক। বাংলালিংক এর সুপারফাস্ট ইন্টারনেট এর জন্য গ্রাহকরা বর্তমানে বাংলালিকের দিকে আকৃষ্ট হচ্ছে সবচেয়ে বেশি পরিমানে।
এই কথা নিঃসন্দেহে বলা যায় ইন্টারনেট সেবার দিক থেকে বাংলালিংক এগিয়ে আছে সবচেয়ে বেশি পরিমানে। বাংলালিংকের নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক এবং এর ইন্টারনেট সেবা থেকে অন্যসকল টেলিকমিউনিকেশন সার্ভিস থেকে এগিয়ে রেখেছে বহুগুন। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বাংলালিংক নিয়ে এসেছে হরেক রকম ইন্টারনেট সার্ভিস। আপনি যদি একজন বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তাহলে তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
আজকে আমি বাংলালিংকের আনলিমিটেড ইন্টারনেট অফার নিয়ে আপনার সাথে কথা বলবো। আশা করি আপনারা সাথেই থাকবেন।
বাংলালিংকের যেকোনো ইন্টারনেট কিনতে হলে সবার আগে আপনাকে আপনার বাংলালিংক নাম্বারে কিকি ইন্টারনেট অফার বিদ্যমান রয়েছে তা চেক করে নিবেন। মাই বিএল এপ ডাউনলোড করে নিবেন। মাই বিএল এপের লিংকটি তুলে ধরা হলো :
https://play.google.com/store/apps/details?id=com.arena.banglalinkmela.app
বাংলালিংকের আনলিমিটেড ইন্টারনেট অফার সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরা হলোঃ
১.মাই বিএল এপ থেকে মাত্র ৪১ টাকা রিচার্জে পাবেন ১.৫ জিবি ইন্টারনেট। (মেয়াদ ৪ দিন)।
২.মাই বিল এপ থেকে ৬৪ টাকা রিচার্জে পাবেন ৪.৫ জিবি ইন্টারনেট ( মেয়াদ ৪ দিন )।
৩.মাই বিএল এপ থেকে ১৬৯ টাকা রিচার্জে ১৫ জিবি ইন্টারনেট পাবেন (মেয়াদ ৭ দিন )।
৪.মাই বিএল এপ থেকে ৪৯৯ টাকা রিচার্জে ৪০ জিবি ইন্টারনেট পাবেন ৩০ দিন মেয়াদে।
৫.মাই বিএল এপ থেকে ৫৮ টাকা রিচার্জে ৩.৮ জিবি মেয়াদে ইন্টারনেট পাবেন ৪ দিন মেয়াদে।
৬.মাই বি এল এপ থেকে ১২৯ টাকা রিচার্জে ৯ জিবি ইন্টারনেট পাবেন ৭ দিন মেয়াদে।
৭.মাই বিএল এপ থেকে ১৪৯ টাকা রিচার্জে ১২ জিবি ইন্টারনেট পাবেন ৭ দিন মেয়াদে।
৮.মাই বি এল এপ থেকে ১৯৯ টাকা রিচার্জে ১৮ জিবি ইন্টারনেট পাবেন ৭ দিন।
৯.মাই বিএল এপে প্রতিদিন লগইনে ২৫ এমবি ইন্টারনেট পাচ্ছেনই।
আশা করি আজকের পোস্টটির মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা ইন্টারনেট অফার সম্পর্কে জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।
ঘরে থাকুন
সুস্থ থাকুন