বিয়ে নিয়ে হাসির উক্তি

বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে নারী ও পুরুষ একসাথে সুখের সংসার সাজায়। এই বিয়ে নিয়ে বিখ্যাত মনিষীরা নানা মজার উক্তি করে গেছেন। সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

* তোমরা যে বল দিবস-রজনী ‘বিবাহ করমু বিবাহ করমু’

সখী, বিবাহ কারে কয়/সে তো কেবলি যাতনাময় সে তো কেবলি চোখের জল?

সে কি কেবলি দুখের শ্বাস?

লোকে তবে করে কী সুখেরি তরে এমন দুখের আশ।

-রবীন্দ্রনাথ ঠাকুর

* শালা শালির হাতে মানিব্যাগ বিলিয়ে দেওয়া বিপজ্জনক কিন্তু বৌকে বিশ্বাস করে নিজের অতীত প্রেমের কথা খুলে বলা আরও বেশি বিপজ্জনক।

-আব্রাহাম লিংকন

* যে বৌয়ের কথায় তাল মিলিয়ে চলতে পারে সে বুদ্ধিমান পুরুষ। – মার্ক টোয়েন

* আমি আপনাকে কখনো গার্লস কলেজের সামনে ঘোরাঘুরি না করতে বলে সরাসরি প্রপোজাল পাঠিয়ে বিয়ে করতে বলি। কারণ বিয়েতে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন। কিন্তু সারাদিন গার্লস কলেজের সামনে ঘোরাফেরা করে আপনি না পারবেন পটাতে, না পারবেন বিয়ে করতে।

-এডলফ হিটলার

* বিবাহ মানেই ধোঁকা। আমাকে পারু ধোঁকা দিয়ে আরেক জায়গায় বিবাহ করে ফেলছে। আমার অনেক কষ্ট। ভাই, একটু গরম পানি হবে?

– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়বিয়েটা একটা রোমাঞ্ছকর উপন্যাস, যার প্রথম

পরিচ্ছেদেই নায়কের মৃত্যু হয়ে থাকে।।

-সেক্সপিয়র

*মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর

ছেলেরা বিয়ের পর।।-পোলিশ প্রবাদ

*স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি?আঘাত করলেও

কষ্ট, আঘাত পেলেও কষ্ট।।

-রবীন্দ্রনাথ ঠাকুর।

* ‘আমি স্প্যামিং, হ্যাকিং কিংবা ভাইরাস ভয় পাই না,

কিন্তু কাবিননামায় সই করতে বড্ড ভয় পাই?’

-আলেকজান্ডার

Related Posts

21 Comments

মন্তব্য করুন