আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.
বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন. আমরা যারা সাধারন শিক্ষার্থী আসি তাদের মূলত এই সমস্যাটা হয়ে থাকে. যারা মূলত বোর্ড পরীক্ষা দিয়ে থাকে তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয় দেখা যায় যে আপনি পরীক্ষা ভালো দিলেন কিন্তু আপনার রেজাল্ট আসলো আপনি এক সাবজেক্টে ফেল অথবা আপনি সিওর এপ্লাস পাবেন কিন্তু আপনার এ প্লাস আসেনি একটা কিংবা দুইটা সাবজেক্ট এ নাম্বার কম এসেছে. সে জন্য অনেকেই বোর্ডের সাথে চ্যালেঞ্জ করে ভোট চ্যালেঞ্জ করে মানে হল আপনার রেজাল্ট টা পুনরায় দেখার জন্য তাদের সাথে চ্যালেঞ্জ করলেন বা আপনি নিজে গ্যারান্টি আপনি এ প্লাস পাবেন অথবা পাস করবেন . আমরা অনেকে মনে করে থাকি যদি আমরা বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে বোর্ডের শিক্ষকরা আমাদের খাতা পুনরায় দেখে এবং আমাদেরকে নাম্বার দিয়ে থাকে. এটা আসলে আমাদের ভুল ধারণা যে খাতা স্যার একবার দেখে এবং যেখানে নাম্বার দিয়েছে সেখানে পরবর্তীতে নাম্বার কখনোই স্যারেরা বৃদ্ধি করে না বোর্ড চ্যালেঞ্জ করলে. আমরা অনেকে বলি স্যার যখন খাতা দেখে তখন হয়তো তার পরিবারের কারো সাথে ঝগড়া করে আপনার-আমার খাতার মধ্যে নাম্বার কম দেয় সেজন্য আপনি পাশ করেননি অথবা এ প্লাস পাননি. এটা বন্ধুরা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা সত্যি কথা হলো যখন আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন তখন বোর্ডের শিক্ষকরা শুধুমাত্র আপনার খাতার নম্বরটি যোগ করে. তারা দেখে খাতার নম্বর যোগ করার সময় কোন ভুল হয়েছিল কিনা যদি ভুল হয়ে থাকে তাহলে পুনরায় নাম্বার যোগ করে সঠিক নাম্বার দেয়. তাই বন্ধুরা আমাদের মনের মধ্যে যাদের ভুল ধারণা ছিল আশা করি সবার এই ভুল ধারনাটা পাল্টে গেছে.
আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ.
6 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
tnx
Nice
Nice
Nice
Ooo
are you 100% sure?