ভালেবাসার এক নাম সমবয়সী রিলেশনশি

মানুষ প্রেমে পড়ে,প্রেম মানুষের উপর পড়ে।

বর্তমান সময়ের, সবার পরিচিত কিছু শব্দ
প্রেম ভালোবাসা রিলেশন সৃষ্টিকর্তা মানুষ ভালোবাসা নামক এমন একটা গুন দিয়েছে,
সত্যি এটা সবসময় আমাদের ভাবতে বাধ্য করে।

ভালোবাসা নিয়ে অনেক মহামানব অনেক উক্তি দিয়ে গেছেন।
পৃথিবীর আদিমতম যে সম্পর্ক, সেটা হলো ভালোবাসা।
মানুষ পরিবর্তন হয়েছে কিন্তু ভালোবাসা পরিবর্তন হয়নি।
এই সেই ভালোবাসা,,,

“ভালোবাসাতে মানুষ এত শক্তিশালী হয় যে, সমগ্র পৃথিবীর সাথে লড়াই করতে পারে।
আবার ভালোবাসাতেই মানুষ এত দুর্বল হয়ে যায় যে একটি মানুষকে ছাড়া সে থাকতেই পারেনা।

বেশিরভাগ রিলেশনশিপ মাঝপথে থেমে যায়, হয়তো হাতে গোনা কিছু রিলেশনশিপ বিয়ে পর্যন্ত টিকিয়ে নিয়ে যায়।

আবার যেকোন রিলেশন এ বিশেষ কিছু বিষয় গুরুত্বপূর্ণ
১.বিশ্বাস
২.ভালোবাসা
৩.সমঝোতা
৪.ভরসা
ইত্যাদি ইত্যাদি

এ কয়টির অভাবে অনেক রিলেশন মাঝপথে ভেঙে যায়।

আর সেই ভালোবাসাটা যখন সমবয়সী দুজনের ভিতর হয়,,সেটাই হলো সমবয়সী রিলেশনশিপ।

সমবয়সী রিলেশন 💜
কথাটা শুনলেই সবার মাঝে কেমন জানি একটা বোকা বোকা ফিলিংস আসে।

কিন্তু আপনি কি জানেন???
সমবয়সী রিলেশন এর মতো অন্য কোন রিলেশনে এতো সমঝোতা থাকেনা ।
সমবয়সী রিলেশনশিপে একে অপরের জন্য অপেক্ষা, ভালোবাসা, অনুভূতি
সবকিছুতেই একটা অন্যরকম কিছু দেখা যায়।।

তারা একে অপরকে যতটা বুঝতে পারে অন্য রিলেশনশিপে সেটা দেখা যায়না
কিছু কিছু রিলেশনশিপ এ এমনও দেখা যায় যে,,,তারা শুধু নিজের স্বার্থ দেখে,
আর সবসময় অন্যজনকে সন্দেহ করে।যার কারনে তাদের রিলেশন তো চলে কিন্তু,
ভালোবাসা ঘৃণায় পরিবর্তিত হয়,আর কিছুকাল বাদে তারা আলাদা হয়ে যায়।
তারা কখনওই এটা ভাবেনা যে অপরজন কি ভাবছে? তার কি কষ্ট হচ্ছে?
তাকে ছাড়া কি সে থাকতে পারবে?

অথচ সমবয়সী রিলেশন এ দুজন সবসময় একটা কথায় ভাবে,,,যদি তার কিছু হয়ে যায়?

যদি কাল সকালে তাকে good morning বলার জন্য কেউ না থাকে,
সে কি তার যোগ্য,
সে কি সারাজীবন তার ভালোবাসার সম্মান দিতে পারবে?

দিন শেষে রাতের আধারে
মনের মানুষকে হারানোর ভয়ে বালিশ ভিজিয়ে ফেলে চোখের জ্বলে,
তাদের শুনতে হয় পরিবারের কটু কথা,বন্ধু-বান্ধবীদের খোটা
অনেক অপমান সহ্য করতে হয় তাদের,,,,
তাদের রিলেশন এ নাতো গিফট প্রয়োজন হয়,নাতো রেস্টুরেন্ট এ বসে দামী কোন খাবার খাওয়া,,,
আর নাতো পার্কে গিয়ে ঘুরাঘুরি।
তারা একে অপরকে এতো সম্মান করে যে,,কেউ কখনও কাউকে এতটুকু পরিমাণ আঘাত করেনা,
সবথেকে বড় কথা কি জানেন?

তারা শুধু একটা কাজ পারে সেটা হল,,মনের মানুষটাকে আগলে রাখা.

তারা একটা কথায় বিশ্বাস করে,,, সেটা হলো,,
অবশ্যই একদিন তাদের ভালোবাসা সার্থক হবে।

এতো অপমানিত হওয়ার পর তাদের কাছে বেচে থাকাটা অনেক কষ্টকর হয়ে পরে,
কেউ কেউ তো জীবন দিয়ে দেয়,
এমনও কিছু পরিস্থিতি আসে যখন পরাজয় মেনে নিতে হয়।
কিন্তু,, অবশেষে তাদের জয় হয়,,,,

যুগযুগ অমর হোক তোমাদের ভালোবাসা।।।

এটাই হলো সমবয়সী রিলেশনশিপ। আপনার জীবনে এমন কেউ থাকলে দেরি করবেননা।

#হৃদয়ের গভীরতা থেকে সংগৃহীত

সমাপ্ত,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Related Posts

130 Comments

মন্তব্য করুন