এন্ড্রয়েড টিপস
ভিপিএন দিয়ে ফ্রী ইন্টারনেট ২০২০


আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুষ্ঠ আছেন। আপনারা সকলেই আপনাদের নির্দিষ্ট অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি।
দেশি বিনোদন মাধ্যম ছেড়ে বিদেশী বিনোদন মাধমের উপর আমাদের সবসময় বেশি। আমরা অনেক সময় অনেক গান ,সিনেমা কিংবা কোন ধরনের সিরিজ দেখতে গেলে একটা জিনিস চোখে পরে আর তা হলো “this video isn’t available for your region ” আর তখনি আপনার কাছে যে জিনিসটি সবার আগে চোখে পরে তা হলো ভিপিএন। জি হ্যা সকল সমস্যার এক সমাধান হলো ভিপিএন। তাই আমার আজকের পোস্টটি হলো সেই ভিপিএন ঘিরে। চলুন তাহলে শুরু করা যাক।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ভিপিএন কি ?ভিপিএন শব্দটির পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি এমন একটি নেটওয়ার্ক যার মাধ্যমে আপনি যেকোনো ব্লক হওয়া নেটওয়ার্ক খুব সহজে আপনি আপনার পছন্দমতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি পারবেন পছন্দমতো ইন্টারনেট ব্যবহারের সুবিধা। আমাদের অনেক সময় হঠাৎ করেই কাজের ফাঁকে ইন্টরনেট কানেকশান চলে যায়। তখন আমার অনেক গুরুত্বপূর্ণ কাজও আটকে যায়। আপনি তাই চাইলে ফ্রীতে ব্যবহার করতে পারেন ইন্টারনেট শুধুমাত্র ভিপিএন ব্যবহার করেই। সেই জন্য আপনাকে কিছু নিয়ম ধাপে ধাপে পালন করতে হবে। চলুন তাহলে জেনে আসি কিভাবে আপনি খুব সহজে ভিপিএন নিয়ে চালু করতে পারেন ফ্রীতে ইন্টারনেট।
১.প্রথমে আপনাকে আপনার ব্যবহার করা যেকোনো অপারেটর সিমের মধ্যে কিছু টাকা লোড করে নিতে হবে। তাদের দেওয়া যেকোন প্যাকেজ অনুযায়ী ইন্টারনেট কিনে নিবেন।
২.তারপর আপনার ফোন কিংবা পিসি থেকে proxpn.exe এপটি ডাউনলোড করে নিবেন।
৩.তারপর আপনাকে BDrong.com এ গিয়ে জিপ ফাইলগুলো ডাউনলোড করে নিন এবং সাথে আপনার পিসিতে আলাদা একটা ফাইল তৈরী করে নিন।
৪.তারপর আপনার পিসিতে proxpn.exe এ ইন্সটল করুন এবং bin নামের ফোল্ডারে ক্লিক করুন।
৫.ক্লিক করার পর পেইজে openvpn.exe এবং proXpn.exe চালুর পারমিশন ও অপেন করে দিন।
৬.তারপর সকল এপের প্রয়োজনীয় পারমিশন চালু করার পর এক পেইজে আপনার ইউজ নেইম এবং পাসওয়ার্ড আসবে। উইজার নেইমঃfreeopenvpn এবং পাসওয়ার্ড দিন:J8hfCiu6W.
৭.তারপর কিছুক্ষন অপেক্ষা করে নিবেন। দেখবেন ফ্রি ইন্টারনেট চালু হলে আপনার ইন্টারনেট কানেকশান অটো ও হয়ে যাবে।
আশা করি আজকের পোস্টটির মাধ্যমে আপনারা খুব সহজে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সামনে আরো নতুন বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন
সুস্থ থাকুন
এন্ড্রয়েড টিপস
নাম্বার ছাড়া ইমু ব্যবহার করুন


নাম্বার ছাড়া ইমু ব্যবহার করুন
হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম আশা করি সবাই ভাল আছেন. বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি. যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং.
বন্ধুরা আমরা সকলেই ইমু ব্যবহার করে থাকি.
বন্ধুরা নাম্বার ছাড়া ইমু ব্যবহারের ক্ষেত্রে এই আর্টিকেলটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে. পুরো আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে তাহলে সহজেই একটি ইমু একাউন্ট কোন নাম্বার ছাড়া.
নাম্বার ছাড়া ইমু ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে সেই ধাপগুলো আমি step-by-step দেখিয়ে দিচ্ছি.
1/ আপনাকে আমার এই লিংকের মাধ্যমে ক্লিক করে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে.
https://play.google.com/store/apps/details?id=com.tempnumber.Temp_Number.Temp_Number
অথবা,https://sms24.me/messages/imo?page=1
এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করতে পারেন.
2/ আপনি এখান থেকে যে কোন একটি নাম্বার কালেক্ট করে নিবেন.
3/ এবং আপনার ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সেখানে নাম্বারটা বসাবেন বসিয়ে ওকে করার সাথে সাথে আপনার কাছে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড চাইবে.
4/ এবং আপনি মিনিমাইজ করে আবার এই অ্যাপ্লিকেশনে অথবা ওই ওয়েবসাইটে চলে যাবেন. এবং সেখান থেকে এই নাম্বারটির মধ্যে ক্লিক করবেন এবং সেখানে আপনার ভেরিফিকেশন চলে যাবে.
5/ এবং সেখান থেকে সে কটি আপনি কপি করে ইমুর মধ্যে চলে গিয়ে সেই চার ডিজিটের কোড টি এখানে বসিয়ে দিবেন.
6/ এরপরে ওকে করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ইমোতে সাকসেসফুলি ভাবে তৈরি হয়ে গেছে এবং আপনি একটি নাম্বার ছাড়া ইমু একাউন্ট তৈরি করতে সফল হয়েছেন.
7/এবং আপনি বেশিক্ষণ এখানে ইমুতে ইউজ করবেন না সর্বোচ্চ 10 থেকে 20 মিনিটে কা নিউজ করার পর এইটা কেটে দিবেন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আবারও ভুল করবেন কারণ এটি একটি লোকাল নাম্বার পৃথিবীর হাজার হাজার দর্শক এটি দিয়ে তার প্রয়োজনীয় কাজ করে থাকে.
8/ বিশেষ সতর্কতাঃ এটাই যে আপনি আপনার ইমুতে সেকারিটি সম্পন্ন তেমন কোনো অসচেতনতা পাবেন না.
9/ এবং আপনাকে আমি এই সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখানোর জন্য একটি ভিডিও তৈরি করে রেখেছি আপনি চাইলে খুব সহজভাবে এবং সুন্দরভাবে বিষয়টি ক্লিয়ার করতে পারেন.
10/ এর জন্য আপনাকে আমার <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/v6PZVBxETAU?start=40″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>এই লিংকের মাধ্যমে ক্লিক করে আমার ইউটিউব এই ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখার মাধ্যমে আপনি আপনার কর্মটি সাকসেসফুলি ভাবে করতে পারবেন.
#আপনি যদি এরকম ইন্টারেস্টিং আর্টিকেল এবং ভিডিওতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন/
এন্ড্রয়েড টিপস
থ্রিডি ছবি যুক্ত করুন ফেসবুকে


ফেসবুক সম্প্রতি ‘থ্রিডি ফটো’ নামে একটি নতুন ফিচার চালু করেছে। এই নতুন বৈশিষ্ট্যের নিউজ ফিডে ত্রিমাত্রিক চিত্রগুলি ভাগ করা যায়। এটি ভিআর মোডে ত্রিমাত্রিক চিত্রও ক্যাপচার করতে পারে।
তবে এখন এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। ফেসবুক এই থ্রিডি চিত্রটি আইফোনের কয়েকটি মডেলের সুবিধা যুক্ত করেছে। বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের এই ফিচার সমর্থিত দুই-লেন্সের স্মার্টফোনের ব্যবহার করে ত্রিমাত্রিক ছবি তুলে সেটি থ্রিডি আকারে করতে পারবেন।
ছবিটি তুলে ফেসবুকে ‘থ্রিডি ফটোস’ হিসাবে শেয়ার করলেই কেবল থ্রিডি আকারে দেখা যাবে। ফেসবুকে পোস্ট করা থ্রিডি ছবি ব্যবহারকারীরা স্ক্রল করতে পারবেন। এছাড়া থ্রিডি ছবি অকুলাস গো,অকুলাস ব্রাউজার অথবা অকুলাস রিফ্ট ফায়ারফক্স ব্যবহার করে ভিআর মোডেও দেখা যাবে।
আপনি যদি ফেসবুকে ত্রিমাত্রিক ছবি পোস্ট করতে চান তবে আপনাকে অবশ্যই আইফোন ৮ প্লাস, আইফোন ৭ প্লাস, আইফোন এক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স বা আইফোন এক্সআর ব্যবহার করতে হবে।ত্রি-মাত্রিক চিত্রগুলি তৈরি করতে, প্রথমে ক্যামেরা চালু করুন এবং পোর্ট্রেট মোডটি স্যুইচ করুন। এবার যে ছবিটি ‘থ্রিডি ফটোস’-এ শেয়ার করতে চান তা আপনার ক্যামেরায় ধারণ করুন। আপনি চাইলে আপনি আগে তোলা কোনও ছবিও ব্যবহার করতে পারেন।
তারপরে ফোনে ‘ফেসবুক’ অ্যাপটি চালু করুন এবং ফেসবুকে নতুন পোস্ট তৈরি শুরু করুন start উপরের ডানদিকে কোণায় ‘থ্রি ডটস’ আইকনটি স্পর্শ করুন এবং পোর্ট্রেট ফোল্ডারটি খুলুন এবং ‘3 ডি ফটো’ বিকল্পটি নির্বাচন করুন।
এন্ড্রয়েড টিপস
মোবাইলে সার্ভে পূরণ, সহ ইনফরমেশন শেয়ার, লোকেশণ শেয়ার, এবং মতামত লিখে টাকা ইনকাম করুন


আমরা ২০২১ সালে পদার্পণ করেছি। আর ২০২১ সালে এসে আমরা এখন আর ঘড়ে বসে বসে সময় নষ্ট করে ফেসবুকে চ্যাট করে বা ইউটিউব ভিডিও দেখে সময় নষ্ট করতে চাই না। অন্তত যারা এই পোষ্টটি পরছেন তারা মূলত এই সোশ্যল মিডিয়ায় সময় ব্যায় করি না। যাই হোক সময় বদলে গেছে। প্রথমে মানুষ কাজ করত হাটে বাজারে গিয়ে। অতঃপর শুরু হলো অফিসে গিয়ে বসের সামনে বসে বসে কাজ করা। অতঃপর এই যুগ্ও পাল্টালো অতঃপর শুরু হলো অফিসে গিয়ে বসের কাছ থেকে কাজ নিয়ে ঘড়ে এসে কাজ করা। অতঃপর শুরু হলো অনলাইন আর্নিং অর্থ্যাৎ বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করা যা বর্তমানে বিশেষ একটা স্থান দখল করে আছে। এখন শুরু হয়েছে ইউটিউবিং এবং মোবাইল আর্নিং। এখন সবার কাছেই একটা না একটা এন্ড্রয়েড ফোন রয়েছে। সবাই ইউটিউবিং করতে পারি না। কিন্তু মোবাইলে সার্ভের কাজ কে না পারি। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি এন্ড্রয়েড এপ্যসের সাথে পরিচয় করিয়ে দিব। যেটার মাধ্যমে কাজ করে আপনি ভালো পরিমাণ একটি আয় করতে পারেন। তো আর বকবক না করে শুরু করি। আজকের আর্টিক্যেলের মূল বিষয়।
তো এই এ্যপসটির সম্পর্কে বিস্তারিত বলি ধরুন আপনি ঘড়ে বসে আছেন। কোন সাধারণ কাজ নেই । এই এ্যপসটির তিনটা দিক প্রথমটা একেবারে সহজ অর্থ্যাৎ সার্ভে করা যেমন আপনাকে বলা হলো আপনার এলাকার মোবাইল নেটওয়ার্ক, কোরোনা ভাইরাস, জিনিস পত্রের দাম, ব্যবসার অবস্থা, কোরোনার কারণে আপনার পারিবারিক আয়ের ভারসাম্যর কি অবস্থা ইত্যাদি সম্পকে। অতঃপর দ্বীতিয়টি হলো আপনাকে একটা অবস্থান খুজে বের করতে হবে যেমন: ক্লিনিক, রেড ক্রিসেন্ট, ফার্মেসী, ব্যাংক, বুথ ইত্যাদী। তৃতীয়টি হচ্ছে আপনাকে কোন একটা জায়গায় যেতে বলা হবে এবং সেখানে গিয়ে যা করতে বলা হবে তা করে তা সাবমিট করতে হবে। আপনি যদি একটু সময় ব্যায় করেন এই এ্যপসটির পিছনে তো ভালো পরিমাণ টাকা এই এ্যপস থেকে আর্ন করতে পারবেন। আর আপনার আয়কৃত টাকা আপনি বাংলাদেশের যেকোন ব্যাংক এবং মোবাইল টপ আটের মাধ্যমে তুলতে পারবেন।
এ্যপসটির নাম : Premise
আপনি এই এ্যপসটি গুগল প্লে ষ্টোর এবং এ্যপ ষ্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। না থাক আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ নেই লিংকটি দিয়েই দেই: https://y2pge.app.goo.gl/premise
এই লিংকটিতে প্রবেশ করে আপনি সরাসরি প্লে ষ্টোরে চলে যাবেন অতঃপর প্লে ষ্টোর থেকে শুধু ইনস্টল করে নিবেন। এবং সাইন আপে ক্লিক করে একটি প্রোফাইল তৈরী করে নিবেন।
আবার দেখা হবে অন্য কোন আর্টিক্যেলে তো ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ
Mohammad Ariful Islam
October 4, 2020 at 11:42 am
not enough information.
Maria Hasin Mim
October 4, 2020 at 11:48 am
you know more .plz tell us
Naimul Islam
October 4, 2020 at 2:12 pm
Free internet?
Maria Hasin Mim
October 4, 2020 at 2:42 pm
Hmm
Ratul
October 4, 2020 at 2:35 pm
Thanks
Maria Hasin Mim
October 4, 2020 at 7:33 pm
Welcome
MD. MIRAJUL ISLAM MUNNA
October 8, 2020 at 2:05 am
mittha ktha
Maria Hasin Mim
October 8, 2020 at 11:33 am
lol