★ Grathor.com এ আপনিও ✍ লেখালেখি করে আয় করুন★Click Here★

মাইক্রোফোন এর সাউন্ড কে দুই থেকে তিন গুণ করে নিন আপনার কম্পিউটার বা ল্যাপটপে ,

আপনি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন , কিন্তু আপনি যখন কোন কিছু আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মাইক্রোফোন দিয়ে শোনার জন্য চেষ্টা করেন তখন , আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনসার্ট করা মাইক্রোফোন এ কথা কম শুনা যায় তখন আপনার কেমন লাগে মনে হয় খুব খারাপ লাগে ।

যারা স্ক্রিন রেকর্ড করে ইউটিউবিং করেন তা অনেক সময় একটা সমস্যায় পড়েন । সেটা হচ্ছে , আপনি যখন আপনার মাইক্রোফোন দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে কোন কিছু রেকর্ড করেন তখন আপনি বা আপনার কথাগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপে সঠিকভাবে রেকর্ড হয় না এবং সঠিক ভলিয়ম আপনি শুনতে পান না অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপ আপনার ভলিউমটাকে অর্থাৎ কথার ভলিউমটাকে সঠিকভাবে রেকর্ড করে না । তখন আপনি হতাশ হয়ে পড়েন যে আমি এত জোরে কথা বলছি তবুও কেন আমার কথাগুলো স্পষ্ট ভাবে কম্পিউটার রেকর্ড করছে না , তাহলে কি আমার মাইক্রোফোনে কোন সমস্যা হয়েছে নাকি কম্পিউটারের কোন ফাংশন এ সমস্যা রয়েছে ? সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলব এবং সমাধান করব যে কিভাবে আপনারা এর থেকে সমাধান পাবেন তো কথা না বাড়িয়ে চলুন কাজে নেমে পরি >>>

এটা করার জন্য প্রথমে আপনাকে উইন্ডোজ ১০ এর সার্চ বারে লিখতে হবে কন্ট্রোল প্যানেল । তারপর আপনাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে —কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন হার্ডওয়ার এন্ড সাউন্ড নামে একটি সেটিং রয়েছে । আপনি হার্ডওয়ার এন্ড সাউন্ড এ ক্লিক করুন । ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ফাশন আসবে , সেখান থেকে আপনি সাউন্ড অপশনে ক্লিক করুন । সাউন্ড অপশনে ক্লিক করার পর আপনাকে । প্লেব্যাক নামে একটা অপশন দেখতে পাবেন । সেখান থেকে আপনি রেকর্ডিং এ ক্লিক করুন । রেকর্ডিং এ ক্লিক করার পর আপনি মাইক্রোফোন নামে একটি অপশন দেখতে পাবেন , আপনি মাইক্রোফোন নামের যে অপশন টি দেখতে পাবেন সেখানে ডবল ক্লিক করুন ক্লিক , ডবল ক্লিক করার পর মাইক্রোফোন প্রোপার্টিজ নামের একটি উইন্ডো ওপেন হবে , সেখান থেকে আপনি লেভেল এ ক্লিক করুন —

লেভেল এ ক্লিক করার পর আপনার সামনে দুটো সেটিং আসবে একটি হচ্ছে মাইক্রোফোন এবং তার নিচে থাকবে মাইক্রোফোন পোস্ট । প্রথমে মাইক্রোফোন অপশন টি ১০০ % করে দিন । মাইক্রোফোন অপশন টি 100% করার পর আপনি চলে আসুন মাইক্রোফোন bost অপশন এ । মাইক্রোফোন অপশন আসার পর আপনি এটাকে । +১০ করে দিন অথবা প্লাস ২০ করে দিন । তাহলে সেটা করার পর আপনি ওকে প্রেস করুন । তারপর উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে । ক্লোজ হয়ে যাওয়ার পর আপনি আরও একটা উইন্ডো দেখতে পাবেন সেটাতে ওকে করে দিন । ওকে করে দিলে আপনি আপনার মাইক্রোফোন এর সাউন্ড তাকে দ্বিগুণ শুনতে পাবেন ।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে , তাহলে অবশ্যই আমার পোষ্টের সুন্দর একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ।

MD SALIM HOSSAIN
আমি সেলিম হোসাইন । টাঙাইল থেকে । আমার জানতে ভালো লাগে এবং অন্যকে জানাতে ভালো লাগে। তাই আমি যা জানি তা অন্যকে জানাতে চেষ্টা করি । আর যা জানিনা সেটা জানার চেষ্টা করি ।