বর্তমানে করোনা ভাইরাসের আতংকে সর্বএ ছেয়ে গেছে।উক্ত পরিস্থিতির মোকাবেলায় দেশের প্রায় বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে বন্ধ করে দেয়া হয়েছে অফিস,ব্যবসা প্রতিষ্ঠান সহ বড় বড় শিল্প প্রতিষ্ঠান। অনেকে তাই সেচ্ছায় নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন।তাই পরিবারের সকল সদস্যরাই বর্তমানে এক ধরনের গৃহবন্দী অবস্থায় দিন অতিবাহিত করতে হচ্ছে।
হোম কোয়ারেন্টাইনের কারণে পরিবারের সকল সদস্যরাই এখন গড়ে অবস্থান করছে।অনেকে আবার গৃহবন্দী থেকে থেকে বিরক্ত হতে পড়ছেন।কিন্তু নিজের জন্য, নিজের আশেপাশের মানুষদের জন্য আপনাকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।এখন অনেকে হয়তো ভেবে থাকবেন হোম কোয়ারেন্টাইনে আপনি সময় কিভাবে অতিবাহিত করবেন।তাদের জন্য আমার কিছু নির্দেশনা রয়েছে।আজ সেগুলোর অংশ বিশেষই তুলে ধরলাম আপনাদের সামনেঃ
১. আপনি ধর্মীয় বিধিবিধান পালন করুন।এই পরিস্থিতি মোকাবেলায় আপনার সৃষ্টিকর্তার নিকট অনুগ্রহ কামনা করুন।
২.আপনি নতুন নতুন রান্না শিখে সেগুলো রান্না করে পরিবেশন করে পরিবারের সকল সদস্যসহ খেয়ে সময় অতিবাহিত করতে পারবেন।
৩.গৃহস্থালীর বিভিন্ন কাজে আপনার পরিবারের সদস্যদের সাহায্য করতে পারেন।
৪.পরিবারের আপনার বাসার ছোট ভাইবোনদের সাথে সময় অতিবাহিত করুন।
৫.আপনি আপনার পরিবারের সাথে সময় অতিবাহিত করুন। কারণ যখন পরিস্থিতি ঠিক হবে তখন হয়তো ব্যস্থতার কারণে পরিবারকে সময় দেয়া হয়ে উঠবেনা।
৬.অনলাইনে এই সার্বিক পরিস্থিতির কারণে অনেক কোর্সসমূহ উন্মুক্ত করে দিয়েছে। আপনি সেই কোর্সগুলো শিখতে পারেন।
৭.আপনি যদি আঁকাআঁকিতে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি বিভিন্ন পেইন্টিং করতে পারেন। সেগুলো আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে আপনার দক্ষতার জানান দেন।
৮.ইউটিউবে বিভিন্ন ধরণের ক্রাফটিং ভিডিও রয়েছে। আপনি যদি সে সব ভিডিও দেখে থাকেন তাহলে নতুন নতুন কিছু শিখতে পারবেন।
৯.সোশ্যাল মিডিয়াতে দেশের খবরাখবর জানুন এবং বন্ধু বান্ধবদের খোঁজখবর রাখুন।
১০.যদি পারেন আশে পাশের দুস্থ মানুষদের সাহায্য করুন।
১১.সকলের মাঝে সচেতনতা গ্রহণের আহ্বান জানান।
আপনার সচেতনতাই পারে সকলকে সচেতন করতে। নিজে সচেতন থাকুন এবং সকলকে সচেতন করুন।
tnx
Welcome😊
tnx
Welcome
Gd
Thanks
Wow
ভজলো ছিল
ভালো ছিল! (দুঃখিত প্রথমটা টাইটিং মিসটেক ছিল)
Thanks
khub valo ekti post likhchen
Thnak you
nice post
Thank you
Good suggestion
Thanks
Gd
Thanks
Valo post
Thanks
nice
dhonnovadh
Vlo
Nice
Tnx for good post
good
Nice post
Nice
Nice
বেশ ভালো লাগলো
gd post
nice post