হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই।আপনারা ভালো আছেন নিশ্চই, আমিও ভালো আছি।আজকে আমার আলোচনার বিষয় টি হলো কিভাবে শীতে পুরুষরা তাদের ত্বকের যত্ন নিবেন।চলুন দেরি না করে শুরু করা যাক।
আমরা সবাই জানি যে শীতে আমাদের ত্বক রুক্ষ হয়ে যায়। তাই পুরুষ হোক বা নারী, এই শীতে সবার জন্যই চাই একটু বাড়তি ভাবে ত্বকের যত্ন।আমাদের পুরুষের মধ্যে অনেক মানুষই আছেন, যারা এই শীতে সময়ের অভাবে ত্বকের খেয়াল রাখতে পারছেন না।তারা বাইরে যান প্রতিদিন, রোদে থাকেন,ত্বকের দিকে খেয়াল রাখেন না।বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু সচেতনতা একটু বাড়ালেই এই শীতে পুরুষেরাও পেতে পারেন মেয়েদের মতো সতেজ ও সুন্দর ত্বক।
এর জন্য আপদেরকে সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানিতে ডেটোল মিশিয়ে মুখ-হাত ধুয়ে নিতে হবে।এতে আপনার শরীরের ক্ষতিকর ভাইরাস গুলো মরে যাবে এবং ত্বক থাকবে সতেজ। এর পর আপনাকে ভালো ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করতে হবে।এতে আপনার ত্বকের রুক্ষ ভাব থাকবে না এবং ত্বক থাকবে সতেজ ও সুন্দর।
শীতকালে পুরুষ বা মহিলা দুজনের মুখেই কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়,এই দাগ গুলো কিন্তু সহজে উঠতে চায় না এবং আপনার ত্বককে খুব খারাপ করে ফেলে।তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যভ আপনাকে সপ্তাহ অন্তত একদিন প্রাকৃতিক উপাদান দিয়ে স্ক্রাব তৈরি করে মুখে ব্যবহার করতে হবে।যেমন ধরেন হলুদের তৈরি স্ক্রাব।এটি মুখে ব্যবহার করার ফলে ব্ল্যাকহেডস বা কালো দাগ দুর হয়ে যায় এবং ত্বক ভালো থাকে।
তাছাড়া আপনি ভালো কোন ফেসওয়াশ ও ব্যবহার করতে পারেন।আর আপনারা যদি কখনো শেভিং করেন তাহলে আমি আপনাদের কে বলবো শেভিং মেশিন দিয়ে শেভ করতে।এতে আপনার ত্বকের কোষ গুলো ক্ষতিগ্রস্ত হবে না এবং ত্বকও রুক্ষ হবে না।শেভিং করার পর অবশ্যই কিন্তু শেভিং ক্রিম ব্যবহার করবেন।
আপনার ত্বক অনুযায়ী বাজার থেকে মধু,দই,চালের গুড়া,শসা ইত্যাদি প্রাকৃতিক উপাদান দিয়ে নিজেই স্ক্রাব তৈরি করে মুখে বা হাত-পায়ে ব্যবহার করতে পারেন।এগুলো খুব উপকারি।কোন ক্ষতির সম্বাবনা নেই।নিশ্চিত হয়ে আপনি ব্যবহার করতে পারেন আপনার ত্বকে
কেমন লাগলো জানাবেন আমাকে।যদি আপনাদের কে ভালো লাগে তাহলে অবশ্যই বিভিন্ন জায়গায় শেয়ার করবেন।দেখা হবে পরবর্তী কোন পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।ধন্যবাদ সবাইকে😘
Thanks
ধন্যবাদ
TNX
keep it up
Gd
helpful পোস্ট
good post
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
Please support me🙂
Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q
Facebook page:
https://fb.watch/bdOvq_ulzV/
nice post
Ok
ok