রবি সিমে পাচ্ছেন এখন ৩০ দিন মেয়াদে ৪জিবি ইন্টারনেট প্যাক যা খুব কম টাকায়। আসুন জেনে নি কীভাবে নিতে পারবো এই ওফার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে তাদের জন্য ভালোবাসা রইলো। সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন। আজকে আমি বলতে চাচ্ছি যে রবি সিমে ৪ জিবি ইন্টারনেট প্যাকেজটি নিবো কীভাবে এই সম্পর্কে ।
এই ওফারটি পেতে হলে অবশ্যই আপনার মোবাইলের রবি সিমে ৯৫টাকা থাকতে হবে। এবং একটি কোড ডায়াল করতে হবে, কোড হচ্ছে *২১১*৮৬# ডায়াল করলে একটি কনফার্মেশন এসএমএস পাবেন আর আপনার ওফারটি চালু হয়ে যাবে। যার মেয়াদ থাকবে ৩০ দিন।
একটি কথা জেনে রাখবেন এই ওফারটি সবাই নাও পেতে পারেন এবং পেতেও পারেন। কারণ এই জন্য যে এই ওফারের এসএমএস আমার রবি সিমে এসেছিল। আপনাদের কিছু উপকারের জন্য আমি পোস্ট লিখলাম। আর আপনি যদি সিওর হতে চান যে আমার এই ওফারটি আছে কিনা সেই জন্য রবি অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করে জেনে নিতে পারবেন এছাড়া ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন।
Good
জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/
Ol
oo
ok