“অচেনা তুমি” নিয়ে কবিতা

আসসালামু আলাইকুম।  সবাই ভালো আছেন আশা করি।আমি বাস্তবতার পরিপ্রেক্ষিতেই এই কবিতাটি লিখেছি।আশা করি আপনাদের সবার অনেক ভাল লাগবে।

বাস্তবতা সব সময় সকলের পক্ষে হয়না।এই হতাশাময় পৃথিবীতে আমাদের সকলকে বেচে থাকতে হবে।  এই জন্য অল্পতেই আমাদের সকলকে ভেঙ্গে পড়লে চলবেনা।আশায় বুক বেধে এগিয়ে যেতে হবে সামনের দিন গুলো সুন্দর করার জন্য। বহু মানুষ আছে যাদের প্রিয় মানুষ গুলো তাদের ছেড়ে চলে গিয়েছে। হতে পারে তার কোনো প্রিয় বন্ধু অথবা কাছাকাছি কেউ। তবে আমাদের এসবে কষ্ট পাওয়ার কিছু নেই। বরং আমরা  যদি সুন্দর ভবিষ্যতের আশা করি পুরনো স্মৃতি গুলো আর স্মরণ না করি এবং এসব থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই তবেই আমাদের মুহুর্ত গুলো আরও সুন্দর হবে বলে আমার মনে হয়।

এই কবিতাটি মূলত তাদের জন্য যাদের প্রিয় মানুষেরা তাদের ছেড়ে চলে গিয়েছে।তাদের অনুভূতি কিছুটা নিজের ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।আশা করি ভুল ত্রুটির কথা গুলো কমেন্ট জানাবেন।তাহলে পরা শুরু করে দিন আমার কবিতাটি। ধন্যবাদ সবাইকে। শুরু করছি আমার কবিতা.

(অচেনা তুমি)
আজ বড্ড অচেনার সুরে হারিয়েছ তুমি,
কিন্ত, আজও একই রকম আছি আমি।
নিরিবিলি,নিশ্চুপ কাটে সময়র ক্ষন,
তোমার কথাই ভাবে শুধু আমার আনমন।
হ্রদয়ের ব্যথা ক্রমশই হয় তীব্রতর,
তোমার সান্নিধ্য পাওয়াও হয়ে গেছে দুষ্কর।
কতদিন দেখা হয়না তোমার আবছায়া,
শুধু অনুভব করি তোমাতে জড়িয়ে আছে এক মায়া।
এ জীবনে সারাক্ষণ হারানোর সুর যেন বাজে,
আজ তোমার শোকে মন নেই যেন কাজে।
এক বুক কষ্ট,বুকে ব্যথা নিয়ে করি স্নান,
তোমার স্মৃতি তবু কভু হয়না ম্লান।
তোমার কথা ভেবে ভেবে পাই শুধু কষ্ট,
তবু, আমার চিরচেনা গল্পে তুমিই শ্রেষ্ঠ।
এই শহরে তোমার অনুভবে কাদি,
হ্রদয়ের স্রোতধারায় বয়ে চলে এক নদী।
তুমি ছিলে বিধাতার এক অপরুপ সৃষ্টি,
তোমার স্মৃতির সুরে আজও হয় কত শত বৃষ্টি।
ভেবেছিলাম,  এই বেদনার বিজ্ঞপ্তির হবে একদিন শেষ।
তোমায় কাছে পেয়ে কাটাবো মুহূর্ত বেশ।
আচ্ছা,  তোমার কি আমাকে মনে পরে?
মনে হয়না,  এই তো আমি আছি কাছে?
তোমাকে পেলে টেনে ধরব হাত,
আর ছাড়ব না কভু   এই আমার স্বাদ।
তবে,  হয়তো কোনোদিন ভেঙ্গে যাবে তোমার মায়াজাল,
কিন্তু সেদিনই যে হবে আমার কাল।
৷৷  সমাপ্ত।।

প্রিয় মানুষ টিকে ফিরে পাওয়ার আশা কোনো দিন কারো ফুরিয়ে যায় না।কথায় বলে আশায় জাগে চাষা। একটি নতুন আলো যেমন একটি পৃথিবীকে নতুন করে পাল্টে দিতে পারে,  ঠিক তেমনি কিছু নতুন মানুষ এসে আমাদের জীবনকে সম্পূর্ন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হবে ।

পরিশেষে চাই নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন। নতুন করে উন্মোচন করা উচিত নিজের ভিতরের আমিকে।

সকলকে আবার আমার নতুন কবিতা পড়তে আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

Related Posts

23 Comments

মন্তব্য করুন