অনলাইনে আয়ের মাধ্যম।

অনলাইনে আয় করতে সবার ভালো লাগে । আমারও ভালো লাগে । কারণ কাজ টা আমরা যেখানে সেখানে ঘরে বসে করতে পারি। কোথাও যেতে হয় না।

বর্তমানে অনলাইন আয় এর বর্ণনা করলে, নানা কাজের ক্ষেত্র আমরা দেখতে পাই। এর মধ্যে কিছু প্রফেশনাল কাজ আছে । যেগুলো আমরা কেউ করছি বা অন্য কাজে যুক্ত আছি।

যেমন: ইউটিউব, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট,অ্যাপ ডেভলপমেন্ট,মার্কেটিং
ইত্যাদি এগুলো হলো প্রফেশনাল কাজ।

যা কোন ব্যক্তি যদি এইসব কাজে দক্ষতা অর্জন করতে পারে। তাহলে সে ভাল পরিমানে আয় করতে পারবে।

অবশ্য এই কাজগুলো আমাদের শিখতে হবে,আর এজন্য এইসব কাজের ওপর কোর্স বা ট্রের্নিং নিতে হবে।

কারণ এই কাজ গুলো জানলে লাইফ টাইম কাজ করতে পারব।

যেমন: ইউটিউবে কাজের কথা বলি, এখানে আপনার যদি ভালো কনটেন্ট বা টপিক নিয়ে একটা চ্যানেল থাকে। আপনি সহজে সফল হতে পারবেন। আর একটা কথা, ইউটিউব ধৈর্য থাকা অতিজুরুরি। আপনি আজি জয়েন করলেন আর আজি ভিডিও আপলোড করলেন । ভাবছেন, আজকে টাকা পাব, তা না এখানে ইউটিউবের কিছু নিয়ম আছে যা আপনাকে মানতে হবে। আর কিছু শর্ত আছে, যেগুলো পূরণ করতে হবে।
তাহলে এখানে সফল হবেন।

এখানে ইনকাম মূলতো একটা অ্যাডসেনস্ এর মাধ্যমে হয়।
তার আগে আপনাকে আপনার চ্যানেলে 1000 সাবসক্রাইব থাকতে হবে, 4000 ঘন্টা পাবলিক ওয়াজটাইম থাকতে হবে।
এরপর আপনি আবেদন করতে পারবেন ইউটিউবের কাছে একটা অ্যাডসেনস্ এর জন্য এবং চ্যানেল মনিটাজেশন অন করার। যার মাধ্যমে ইনকাম হবে।
তবে এখানে খুব সাবধানে কাজ করতে হয়।

এখন আসি গ্রাফিক্স ডিজাইন, এই কাজ টাও ভালো । এর জন্য টের্নিং দরকার। এই কাজ জানলে, অনেক কাজের সন্ধান পাবেন। ইনকাম ভাল করতে পারবেন।

তারপর ,অ্যাপ ডেভলপমেন্ট এই কাজ শিখতে ও প্রয়োজন টের্নিং। আপনি যে কারো অ্যাপ বানিয়ে দিয়ে , ইনকাম করতে পারেন।

এছাড়া, ওয়েব ডেভলপমেন্ট এ কাজ ও করতে আগে টের্নিং দরকার তাছাড়া করতে পারবে না। আপনি যে কারো ওয়েব বানিয়ে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

এবার অনলাইন মার্কেটের কথা বলি, এখানে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। যেকোন পন্য সেল করার মাধ্যমে।

তো বন্ধুরা , আমরা এই কাজ গুলো করে লাইফ টাইম ইনকাম করতে পারি।

আর এই কাজগুলো জানলে, ছোট ছোট কাজের পিছনে দৌড়াতে হবে না।
কাজ নিজে আপনার কাছে এসে নক করবে।

আজ এই পর্যন্ত আবারো দেখা হবে, নতুন কোন টপিক নিয়ে।

Related Posts

1 Comment

মন্তব্য করুন