অনলাইনে ইনকাম করার সেরা পাঁচটি প্ল‍্যাটফর্ম

আসসালামু আলাইকুম!

আজকে আমি আপনাদের বলবো অনলাইন থেকে ইনকাম করার পাচঁটি
উপায়। এই পাচঁটি উপায়ে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আসলে
এই সকল কাজ করতে কোনো ইনভেস্টমেন্ট করা লাগে না!

তবে আপনার যদি স্বার্থ থাকে তাহলে আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে
পারেন সেটা আপনার উপর নির্ভর করে তো অনেকেই অনেক অনলাইন ইনকামের ভিডিও ও পোস্ট দেখে থাকেন কিন্তু সেগুলোর ৯০% ভিডিও আর পোস্টে ফেক কাজ থাকে কিন্তু তারা ঠিকই আপনাদের মাধ্যমে ইনকাম করে থাকে। কিন্তু আপনাদের পেমেন্ট দেয় না।

তাই ভাবলাম আপনার ওইসব টিউটোরিয়াল আর ফালতু পোস্ট যাতে না দেখা লাগে তাই আজকের পোস্ট। অনলাইন আপনি পাচঁ উপায়ে ইনকাম করতে পারবেন এর জন্য আপনার প্রয়োজন হতে পারে ভালো মানের কম্পিউটার বা ভালো মানের ফোন।
4/64 ফোন হলেও চলবে আবার 3/32 হলেও টুকিটাকি করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের পোস্টটি বড় হবে কারণ আমি বিস্তারিত বলবো আর ব‍্যাখ‍্যা করে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে পাচঁটি উপায় সম্পর্কে বলে নেই।

উপায় গুলো হলো :-

১)ওয়েবডেভেলপমেন্ট করে ইনকাম।
২)অ‍্যাপডেভেলপমেন্ট করে ইনকাম।
৩)ইউটুবিং করে ইনকাম।
৪)ব্লগিং করে ইনকাম।
৫)ফেসবুক মার্কেটিং করে ইনকাম।

তো এই পাচঁটি উপায়ে আপনি ইনকাম করতে পারেবন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এসব প্ল‍্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন যার জন্য আপনাদের
প্রয়োজন ধৈয্য।

ধৈর্য না থাকলে আপনি এসব প্ল‍্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন না!

আপনি যদি এইসব প্ল‍্যাটফর্মে একবার সফলতা পান তাহলে আপনি সাকসেস।

আর যদি বেশি লোভো ভুল ভাবে কাজ করতে থাকেন তাহলে আপনার সকল পরিশ্রম ব‍্যর্থ।

এইসব প্ল‍্যাটফর্মে কাজ করার জন্য মনবল থাকা জরুরি। বেশিরভাগ মানুষ এখন এইসব প্ল‍্যাটফর্মে সফলতা পাওয়ার জন্য পরিশ্রম করছে এবং অনেকেই সফলতা পেয়েছে এবং অনেকেই পাচ্ছে।

এবং আপনি আর আমিও পেতে পারি এইসব প্ল‍্যাটফর্মে সফলতা তার জন্য
আমাদের প্রয়োজন ধৈর্য।

এখন শান্ত মন। আপনি যদি রাগী মানুষ হন তাহলে আপনি এইখানে কাজ করতে পারবেন না!

তাই শান্ত মনের গুরুত্ব এইখানে অনেক।

শুধু অনলাইন থেকে ইনকাম করার জন্যই
ধৈর্য,মনবল,শান্তমন দরকার আপনারা হয়তো এইটা ভাবতেছেন অনেকেই কিন্তু এটা একটা ভুল ধারণা সব কাজেই এইসব জিনিসের প্রয়োজন ঠিকঠাক ভাবে করার জন্য।

মন শান্ত না থাকলে কাজে ভুল বেশি হবে!
ধৈয্য না থাকলে কাজ করতে মনে চাইবে না!
মনবল না থাকলে নিজের প্রতি বিশ্বাস থাকবে এতে আপনার মনে হবে আমাকে দিয়ে এই কাজ হবে না!

তাই বুঝতেই পারতেছেন এই জিনিস গুরো এই গুন আপনার মধ্যে থাকা কতো গুরুত্বপূর্ণ!

শুধু অনলাইন ইনকামের জন্য নয় সব কাজের জন্যই এই এই গুন থাকা দরকার।

তাহলে আপনি সফল হতে পারবেন সবসময় নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন আমি পারবো।

আসা করা যায় আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন।

সাধারণ এইসব মাধ্যমের ইনকাম অনেক বেশি এইজন্যই বেশিরভাগ মানুষ এইসব
প্ল‍্যাটফর্মে সফলতা পাওয়ার জন্য পরিশ্রম
করে।

ইউটুব থেকে সাধারণ গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায়।
এবং ঠিক একই ভাবে ব্লগার থাকে এবং ওয়েব ডেভেলপমেন্ট করে এডসেন্স এর মাধ্যমে ইনকাম করা যায় আর কি!

তো নিচে এই পাচঁটি প্ল‍্যাটফর্মে কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে সফলতা পাবেন তা ব‍্যাখ‍্যা করা হলো এবং কাজ গুলো কিভাবে শিখবেন ।

১)ওয়েবডেভেলপমেন্ট :-

ওয়েব ডেভেলপমেন্ট করে আপনি মাসে ২০হাজার থেকে ১ লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন এর থেকে বেশি টাকা ও ইনকাম করতে পারবেন যদি আপনার ওয়েব ডেভেলপমেন্ট স্কিল যদি এডভান্স লেভেলের থাকে।

আপনি যদি ওয়েবডেভেলপমেন্ট ব‍্যসিক শিখেন তাহলে আপনি প্রতি মাসে ঘরে বসে ১০-৩০ হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন আপনি চাইলে গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে ওয়েবডেভেলপমেন্ট করে।
এছাড়া আরো অনেক ভাবে ওয়েবডেভেলপমেন্ট করে ইনকাম করা যায়। আর বতর্মান সময়ে ওয়েবডেভেলপমেন্ট করে ক‍্যারিয়ার গড়তে পারবেন।
আপনি যদি ভালো লেভেলের ওয়েবডেভেলপার হতে চান সেক্ষেত্রে
আপনাকে টুকিটাকি প্রোগ্রামিং জানতে আমরা অনেকেই জানি প্রোগ্রামিং কি আবার অনেকেই জানি না। আর এই জায়গা প্রোগ্রামিং নিয়ে বললে পোস্টটি
বড় হয়ে যাবে তাই আপনার গুগলে সার্চ করে জেনে নিন।

আপনি যদি ওয়েবডেভেলপার হতে চান তাহলে আপনার HTML,CSS,JAVASCRIPT,PHP,SQL,BOOSTRAP সহ আরো অনেক কিছু সম্পর্কে জানতে হবে তাহলে আপনি প্রো লেভেলের ওয়েবডেভেলপার হতে পারবেন। এছাড়া আপনি চাইলে HTML,CSS,JAVASCRIPT,PHP শিখে WordPress ডেভেলপমেন্ট করতে পারেন এবং গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারেন।

২)অ‍্যাপ ডেভেলপমেন্ট :-

অ‍্যাপ ডেভেলপমেন্ট করে আপনি আপনার ক‍্যারিয়ার তৈরী করতে পারবেন এবং বিভিন্ন কম্পানিতে জবও করতে পারবেন চাইলে বিভিন্ন কম্পানি তাদের কাজের জন্য অ‍্যাপ ডেভেলপার নিয়ে থাকে। এছাড়া অ‍্যাপ ডেভেলপমেন্ট করে অ‍্যাপটি প্লে স্টোরে পাবলিশ করে অনক ডলার ইনকাম করা যায়। সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট থেকে অ‍্যাপ ডেভেলপমেন্টের ইনকাম অনেকযদিও কাজটি করা অনেক কঠিন। সহজেই করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট থেকে অ‍্যাপ ডেভেলপমেন্ট একটু কঠিন লাগতে পারে।

অ‍্যাপ ডেভেলপমেন্ট করেও এডসেন্স থেকে ইনকাম করা এবং বিভিন্ন এড নেটওয়ার্ক থেকে ইনকাম করা যায় এড সো করে এছাড়া sponsor এড সো করেও ইনকাম করা যায়।

ভালো মানের অ‍্যাপ ডেভেলপার হওয়ার জন্য আপনার কম্পিউটারের প্রয়োজন হতে পারে।

আপনাকে এইখানে প্রোগ্রামিং জানা থাকতে হবে।
যেমন:-JAVA,XML,C++,KOTLINE
ইত্যাদি এগুলো জানলে আপনি প্রো লেভেলের অ‍্যাপ ডেভেলপার হতে পারেন।
এছাড়া আপনি চাইলে JAVA শিখে এন্ড্রয়েডের মাধ্যমে অ‍্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন।

৩)ইউটুবিং :-

ইউটুব থেকে আপনি Sponsor ও Google Adsence দুইভাবে ইনকাম করতে পারবেন এছাড়া Promotion এর মাধ্যমে ও ইনকাম করতে পারবেন।

Google Adsence থেকে আপনি একটু বেশি ইনকাম করতে পারবেন তার জন্য
আপনার চ‍্যানেলে ১০০০ হাজার Subscriber ও ৪০০০ ঘন্টা Watch time এর প্রয়োজন হবে।

যা আপনাকে এক বছরের মধ্যে পূর্ণ করতে হবে তাও আবার নিজের কন্টেন্ট
অন‍্যের কপি করা কন্টেন্ট হলে আপনার চ‍্যানেল কখনো adsence পাবেন না।

আপনার কন্টেন্ট Quality ভালো হতে ভাবে এর জন্য আপনার Video Editing Skill থাকতে হবে তা থাকলে ইউটুব টিউটোরিয়াল দেখে শিখে নিবেন।

৪)ব্লগিং:-

আপনার লেখালেখি করার মতো স্কিল আছে আপনি লেখালেখি করতে পছন্দ করেন আপনি গল্প বা বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে পারেন। কিন্তু আপনি চাচ্ছেন লেখালেখি করে ইনকাম করলে আমার ভালো হয়। তো ছাড়া লেখালেখি করতে ভালো ভাবেন তারা ব্লগিং করতে পারেন আপনি প্রতি মাসে ভালো ইনকাম করতে পারবেন এইখান থেকে এর জন্য আপনাকে ভালো মানের কন্টেন্ট লিখতে হবে এবং প্রত‍্যেক কন্টেন্ট এর সাথে একটা ভালো মানের ইমেজ দিতে হবে।

প্রত‍্যেক কন্টেন্ট এর শব্দ ১০০০ হাজার শব্দ করার চেষ্টা করবেন এর বেশি হলে তো আরো ভালো হয়।

আপনি ইউটুব দেখে ব্লগ সাইট তৈরি করে নিবেন।

এবং প্রথম দুইমাস ভালো ভালো কন্টেন্ট লিখে সাইটে আপলোড করতে থাকবেন এবং কন্টেন্ট গুলোর সাথে একটা ভালো মানের ইমেজ দিবেন।
কমপক্ষে ২৫ টি পোস্ট করার চেষ্টা করবেন তারপর সাইট এসইও করবেন।
দেখবেন সফলতা পেয়ে গেছেন।

৫)ফেসবুক মার্কেটিং :-

আপনি চাইলে ফেসবুক থেকে কন্টেন্ট তৈরি করে এমনি চাইলে এড নেটওয়ার্কের মাধ্যমে ইনকাম করতে পারবেন চাইলে আপনি ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

বতর্মান সময় ফেসবুক খুব তাড়াতাড়ি কোনো ভিডিও বা পোস্ট ভাইরাল হয়ে যায় তাই আপনার কন্টেন্ট ভালো হলে সেটা ও ভাইরাল হয়ে যেতে পারে।
আপনি যদি ফেসবুক পেজ থেকে ইনকাম

করতে চান তাহলে আপনাকে প্রয়োজন হবে পেজে ১০০০০ হাজার লাইক আর ৩০০০০ হাজার মিনিট Watch time।
যা কন্টেন্ট যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবেন।

আসা করি পোস্টটি ভালো লেগেছে আপনাদের।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন!

~আল্লাহ হাফেজ

Related Posts

22 Comments

মন্তব্য করুন