অনলাইনে ৩০০*৩০০ পিক্সেল ছবি কিংবা ৩০০*৮০ পিক্সেল স্বাক্ষর রিসাইজ করুন খুব সহজেই!

বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন শুরু হয়ে গেছে। সরকারী চাকুরীর সার্কুলারও এবছর তুলনামূলক বেশি বলা চলে। প্রত্যেক মাসেই কোনো না কোনো মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে নিয়োগ চলছে। আর, সে নিয়োগ কিংবা ভর্তিকে কেন্দ্র করে চলছে আবেদন, প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি ইত্যাদি।

অনলাইনে আবেদন সুবিধা করায় প্রত্যেকেই এখন নিজে নিজে অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছে। এক্ষেত্রে, সবচেয়ে বেশি যে ঝামেলা পোহাতে হয় তা হচ্ছে ‘ছবি রিসাইজ‘।

ছবি কিংবা স্বাক্ষর রিসাইজ করার ঝামেলা থেকে রেহাই দিতে আজকের এই আর্টিকেলটিঝামেলাবিহীনভাবে ছবি কিংবা স্বাক্ষর রিসাইজ করুন খুব সহজে।

http://zipansion.com/3M5MH

উপরোক্ত সাইটটি ভিজিট করুন, ছবি কিংবা স্বাক্ষর রিসাইজ করতে। কোন ঝুট ঝামেলা ছাড়াই, আপনার নির্দিষ্ট ছবি আপলোড করুন। এরপর, দৈর্ঘ্য-প্রস্থ দিয়ে দিন পপ-আপ বক্সে। এরপর, রিসাইজ বক্সে ক্লিক করে ওকে করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফাইলটি রেডি হয়ে গেলে ডাউনলোড করে নিন।

ছবি রিসাইজ নিয়ে কোনো সমস্যা কিংবা প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আশা করি, উত্তর দিতে পারবো। ধন্যবাদ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন