অন্নপ্রাশনের উপহার কি দেওয়া যায়? অন্নপ্রাশন কি?

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছি । আজকের বিষয় : অন্নপ্রাশনের উপহার কি উপহার দেওয়া যায়? অন্নপ্রাশন অনুষ্ঠান কি? তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

হিন্দুদের অন্নপ্রাশন অনুষ্ঠান কি

অন্নপ্রাশন শব্দের অর্থ হচ্ছে ভাত খাওয়ানো । হিন্দুদের এই অনুষ্ঠানকে অন্যভাবে বলতে গেলে বলা হয় “মুখে ভাত” অনুষ্ঠান । হিন্দুরা সাধারণত যখন তাদের বাচ্চাদের বয়স ছয় মাস হয় তখন এই অনুষ্ঠানটা করে থাকে। অনেক হিন্দুদের কাছ থেকে জানা যায় যে এই অনুষ্ঠানটি শিশুর দাঁত ওঠার আগেই করা উচিত।

হিন্দুরা সাধারণত এই অনুষ্ঠানটি তাদের বাড়িতে অথবা তাদের পার্শ্ববর্তী মন্দিরে পালন করে থাকে। প্রচলিত আছে যে প্রথমে বাচ্চার মামাকেই মুখে ভাত তুলে দিতে হয় বোনের সন্তানের মুখে।

অন্নপ্রাশনের উপহার কি উপহার দেওয়া যায়?

(১) দোলনা :

ছয় মাসের বাচ্চাদের জন্য একটি ভালো কোয়ালিটির দোলনা উপহার দিলে বাচ্চার বাবা মাকে খুশি করা অনেক সহজ হয়ে যাবে। দোলনা কেনার সময় অবশ্যই চেক করে নিবেন যাতে দোলনাতে কোন রকমের দাগ বা আচরের দাগ না থাকে। এই উপহারটি বাচ্চাদের জন্য খারাপ হয় না।

(২) বেবি রকিং চেয়ার :

বাচ্চাদের আরাম করে বসার জন্য একটি সুন্দর মিনি চেহার উপহার দিতে পারেন। চেয়ার যদি ফোম সিস্টেম করা থাকে তাহলে আরো ভালো হয় । এই ধরনের একটি চেয়ার উপহার দিলে বাচ্চার ফ্যামিলি কে খুশি করতে পারবেন। বাজারে এখন বাচ্চাদের জন্য আপডেট অনেক সুন্দর চেয়ার পাওয়া যায় সেগুলো আপনার পছন্দ অনুযায়ী উপহার দিতে পারেন।

(৩) কফি মগ :

সুন্দর একটি ডিজাইনের কফি মগ উপহার দিতে পারেন। আর কফি মগ বাচ্চাদের ছবি সেট করে দিতে পারলে অনেক ভালো হয়। আপনি যদি বাচ্চার ফটো সংগ্রহ করে বাচ্চাদের ফটো প্রিন্ট করে কফি মগ-এ সেট করে দেন তাহলে মগটি অনেক সুন্দর লাগবে। এই উপহারটি অল্প টাকার মধ্যে বাচ্চার ফ্যামিলিকে খুশি করানো সম্ভব।

(৪) বেবি পটি সিট :

বাচ্চাদের টয়লেট করানোর জন্য এই ধরনের সিট ব্যবহার করা হয় । বাচ্চাদের পটি সিটে বসার অভ্যাস করলে বাচ্চাদের ঘাড় ধীরে ধীরে শক্ত হতে থাকে। এই সিট উপহার দেওয়া অনেকটাই ভালো একটি কাজ।
বাজারে খোঁজ নিলেই এইসব বেবি পটি সিট পাওয়া যাবে।

(৫) রঙিন জামা কাপড় ও খেলনা:

বাচ্চাদের জন্য জামা কাপড় উপহার অনেক সুন্দর হয়। তবে বাচ্চাদের ক্ষেত্রে চাকচিক্যময় পোশাক সিলেক্ট করলে খারাপ হয় না। যে পোশাক উপহার দিবেন সেটা যেন মানানসই হয় ওই বাচ্চাটির জন্য । অনেকেই বাচ্চাদের জন্য শুধু লাল রং পছন্দ করেন। লাল রং ছাড়াও বিভিন্ন রঙের সুন্দর পোশাক পাওয়া যায় যেটা বাঁচ্চাদের জন্য অনেক মানানসই।

পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন