অপরূপ সৌন্দর্যের এক গ্রামের নাম সিলেটের পান্তুমাই

পান্তুমাই গ্রামের নামটি কেউ শুনেছেন কিনা জানিনা | বাংলাদেশে সিলেট জেলায় ভারতের মেঘালয় সীমানা ঘেঁষে অত্যন্ত সুন্দর একটি গ্রাম পান্তুমাই | এমন কোনো বাক্য নেই যেটি দিয়ে পান্তুমাইয়ের সৌন্দর্যকে নিবিড়ভাবে বর্ণনা করা যায়| তবুও কিছুটা চেষ্টা করছি পান্তুমাইয়ের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আমার লেখনীতে |

সৌন্দর্যের দিক থেকে অতুলনীয় পান্তুমাই হয়তো এখনো অনেকের কাছে রয়েছে অচেনা | পান্তুমাইয়ের সব থেকে আকর্ষণীয় সৌন্দর্যের মধ্যে আছে এর ফটিকছড়ি ঝর্ণা | ভারতের গহীন অরণ্য দিয়ে মেঘালয়ের গা ঘেঁষে এই ঝর্ণা প্রবাহিত হয়ে চলেছে পান্তুমাই গ্রামের উপর দিয়ে | বড় পাহাড়ের গা ঘেঁষে ঝরে পড়ার কারণে অনেকেই একে বড়হিল ঝর্ণা বলে | ঝর্ণার স্বচ্ছ পানির কলকল কলরবে মনটা ভোরে উঠবে এক নিমিষেই |

এছাড়াও পান্তুমাইয়ের এখানে সেখানে এমনকি গ্রামের শেষ প্রান্তেও ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র ঝর্ণা|
চাইলেই এসব ঝর্ণার পানিতে ইচ্ছামতো গোসল করা যায় | পান্তুমাই গ্রামের বুকে এতো ঝর্ণা থাকার কারণে একে ঝর্ণার দেশ বললেও ভুল হবে না |

কিন্তু ফটিকছড়ি ঝর্ণার কিনারা ঘেঁষেই এখন বিএসএফ ক্যাম্প হওয়াতে অনেকেই এখন এই ঝর্ণায় নামতে পারেনা | এছাড়াও ঝর্ণার পানিতে গোসল করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে নয়তো যেকোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা |

তাছাড়া পান্তুমাই সৌন্দর্যের দিক থেকে বিখ্যাত হলেও এখানে নেই কোনো খাবারের হোটেল অথবা থাকার জায়গা | তাই পান্তুমাই যাবার জন্য অবশ্যই সাথে শুকনো খাবার রাখাটা জরুরি |

Related Posts

10 Comments

মন্তব্য করুন