অপেক্ষার প্রহর কত কঠিন বা অপেক্ষার সময় অনেক কষ্টের বা তোমার জন্য আর কত প্রহর গুনতে হবে

প্রহর কথন – স্বামী তার স্ত্রীকে বলছে তুমি ছাড়া কাটেনা, কাটেনা প্রহর, এসো এসো এসো  বন্ধু বুকেরই ভিতর, তোমায় নিয়ে বেঁধেছি আমি ভালোবাসার ঘর!

অপেক্ষার প্রহর অনেক কষ্টের বা অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না বা আর কত প্রহর গুনতে হবে তার অপেক্ষায় প্রহর সম্বন্ধে এরকম কথা আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু আমাদের মাঝে এরকম অনেক মানুষ আছে যারা জানেননা প্রহর আসলে কি প্রহর কাকে বলে প্রহর সম্পর্কে যাদের কোনো ধারনাই নেই।

আবার এরকম মানুষ অনেক আছে যাদের প্রচন্ড রকমের কৌতুহল প্রহর সম্বন্ধে জানার জন্য কিন্তু তারা প্রহর সম্বন্ধে বিস্তারিত কোনো তথ্য কোথাও পায়নি তাই তাদের জানাও হয়নি যে প্রহর আসলে কি জিনিস।

♥তাই আজ আমি আপনাদের সাথে প্রহর সম্বন্ধে আলোচনা করবো মানে প্রহর সম্বন্ধে সবাইকে ধারণা দিব।

তো চলুন জেনে নেয়া যাক প্রহর কী?

প্রহর হচ্ছে প্রাচীন সময়ের একক।

<

দিনে ও রাতে মোট কয়টি প্রহর রয়েছে??

দিনে ও রাতে মোট অষ্টপ্রহর বা আট প্রহর রয়েছে। অর্থাৎ প্রাচীন সময় অনুযায়ী দিনকে চারটি প্রহরে এবং রাতকে চারটি প্রহরে বিভাজিত করা হয়েছে বা ভাগ করা হয়েছে।

প্রতিটি প্রহর এর ব্যাপ্তিকাল কয় ঘন্টা??

প্রতিটি প্রহরের ব্যাপ্তিকাল তিন ঘন্টা।

তো চলুন এবার আমরা বিশ্লেষণ করি দিনের কখন কোন প্রহর শুরু হয়-

🌄ভোর 6টা থেকে 9টা দিনের প্রথম প্রহর

☀️9 টা থেকে 12 টা দিনের দ্বিতীয় প্রহর বা দ্বিপ্রহর

☀️12 টা থেকে 3 টা দিনের তৃতীয় প্রহর বা ত্রি প্রহর

☀️3 টা থেকে সন্ধ্যা 6টা দিনের চতুর্থ প্রহর বা শেষ প্রহর।

🌙তদ্রূপ ভাবে সন্ধ্যা 6টা থেকে রাত 9 টা হচ্ছে রাত্রি প্রথম প্রহর

🌙রাত 9 টা থেকে 12 টা পর্যন্ত রাতের দ্বিতীয় প্রহর বা

রাত্রি দ্বিপ্রহর

🌙রাত 12 টা থেকে 3 টা রাতের তৃতীয় প্রহর বা রাত্রি ত্রি প্রহর

🌙রাত 3টা থেকে ভোর 6টা রাতের চতুর্থ প্রহর বা শেষ প্রহর।

এই হল প্রহর কথন।

এতক্ষণ আমরা জানলাম প্রহর সম্বন্ধে।

তো চলুন এবার প্রহরী সম্বন্ধেও কিছু জেনে নিই

প্রহরী মানে যে শুধু পাহারা দেয় তা নয় বরং প্রহর ও ঘোষণা করে। অর্থাৎ প্রাচীনকালে যে পাহারা দিত সে ঘন্টা বাজিয়ে অথবা ঢাকঢোল পিটিয়ে যেভাবেই হোক প্রহর ঘোষণা করতো।

অর্থাৎ প্রাচীনকালে প্রহরীরা পাহারা দিত প্লাস প্রহর ঘোষণা করত। আর প্রহরী শব্দটি মূলত প্রহর শব্দ থেকে এসেছে। আর দুপুর শব্দটি দ্বিপ্রহর শব্দ থেকে এসেছে। পোস্টটি পড়ে নিশ্চয়ই অনেক কিছু জেনে ফেলেছেন পোস্টটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সাইটে এটাই আমার প্রথম পোস্ট সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ পোস্টটি কেমন হয়েছে সবাইকে আবারো ধন্যবাদ।

Related Posts

26 Comments

মন্তব্য করুন