অর্থ সম্পদের শেষে আছে, কিন্তু জ্ঞানসম্পদের শেষ নেই

আমাদের পৃথিবীতে যা কিছু আছে সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু জ্ঞানসম্পদের কখনো শেষ হবে না ৤ কারণ, জ্ঞান চিরন্তর, জ্ঞান বিতরণ করলে কমে না, বরং আরো বৃদ্ধি পায়৤ সেইজন্য জ্ঞানচর্চা অসিম৤অর্থের জন্য মানুষ উদয়াস্ত পনিশ্রম করে চলেচে৤ অর্থ এমন এক সম্পদ যা ‍দিয়ে আমরা আমাদের সমাজ জীবনে ব্যক্তির অবস্থান নির্ণয় করে থাকি৤ কিন্তু এ সম্পদ যা মানুষের বাহিরের দিকটা প্রকাশ করে থাকে৤ অর্থসম্পদ যতই শক্তির অধিকারী হোক না কেন তার কোন স্থায়িত্ব নেয়৤ এককালের সম্পশালী জমিদারও একসময় সিঃস্ব হয়ে পড়েন৤ একজন জ্ঞানী ব্যক্তি সময়ের ব্যপ্ত পরিসরে অধিকতর জ্ঞানী হতে থাকেন ৤ থাই বলা যাই যে, ধনী ব্যক্তির ধনসম্পদ এক সময় শেষে হয়ে যাবে৤ কিন্তু জ্ঞান ক্রমেই বৃদ্ধি পেতে থাকে৤ তাই অর্থসম্পদে নয়, জ্ঞানসম্পদের সমৃদ্ধ ব্যক্তিগণই দেশ ও জাতির প্রকৃত সম্পদ৤ থাই মহাজনেরা বলেছেন “অর্থ সম্পদের মাপকাঠিতে নয়, বরং জ্ঞানসম্পদের মাপকাঠিতে মানুষের মূল্যায়ন  করা উচিৎ”

Related Posts