অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক আহমেদ

আশিক আহমেদ একজন অস্ট্রেলিয়া প্রবাসী। সম্প্রতি অস্ট্রেলিয়ায় শীর্ষ তরুণ ধনীর তালিকায় উঠে এসেছে তার নাম। আশিক আহমেদের বয়স ৩৮ বছর। তিনি পেশায় একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা এবং সেই সাথে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা।                                                                                        সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রকাশিত ব্যবসা এবং অর্থ বিষয়ক দৈনিক পত্রিকা “অস্ট্রেলিয়া ফিন্যান্সিয়াল রিভিউ ” দেশটির শীর্ষ তরুণ ধনীর তালিকা প্রকাশ করে। প্রকাশিত ১০৩ জন তরুনের মধ্যে আশিক আহমেদের অবস্থান ২৫ তম । আশিকের সম্পদের পরিমান প্রায় ১৪৮ মিলিয়ন ডলার। বাংলাদেশির তাকে তার সম্পদের পরিমান ২৫০ কোটি টাকার ও বেশি।                                                                                                            অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ এর মতে মাত্র ১৭ বছর বয়সে অস্ট্রেলিয়ান পাড়ি জমান বাংলাদেশের এই তরুণ। এরপর মেলবোর্নে প্রথমদিকে একটি ফাস্ট ফুড দোকানে খণ্ডকালীন কাজ শুরু করেন। আশিক জানান তিনি নিজে খণ্ডকালীন কাজ করতেন। তখন তিনি খেয়াল করলেন যে ,রোস্টারের ক্ষেত্রে হিসাব রক্ষা করা বেশ কঠিন কাজ। এই সমস্যা মালিকপক্ষ এবং কর্মী উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে। এই সমস্যা সমাধানের ভাবনা থেকে তিনি “ডেপুটি” নামের সফটওয়্যার প্রতিষ্ঠা করে ফেলেন।                                                                ২০০৮ সালে সফটওয়্যার তৈরী করার পর তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে প্রায় ১ লক্ষ ৮৪ হাজার কর্মী এই সফটওয়্যার ব্যবহার করছেন। এই সফটওয়্যার টি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজের সূচি তৈরী ,বেতন হিসাব রাখা এবং সার্বিকভাবে কর্মী ব্যবস্থাপনা অত্যন্ত সহজ করে দেয়।                            আশিকের মতে ,তিনি কখনোই উপার্জনের উদ্দেশ্যে কাজ করেননি। শুরু থেকে তার লক্ষ্য ছিল সমস্যার সমাধান করা।                                                                                                                                                  এভাবেই আশিকের পথচলা এগিয়ে যাক। তার সাফল্যের গল্পকথা রচিত হউক। এভাবেই বিশ্ব চিনবে বাঙালিকে। রচিত করবে ইতিহাস।

<

Related Posts

21 Comments

মন্তব্য করুন