অ্যানড্রয়েড ফোনে অবসর সময় কাটানোর জন্য সেরা ফাইটিং গেমস।

ইন্টারনেট দুনিয়াতে একঘেয়েমিতা দূর করার জন্য অনেক মজার মজার অন্যরকম ও অদ্ভুত ওয়েবসাইট রয়েছে, গেমস রয়েছে। এগুলো থেকে আমরা অনেক কিছু যেমন জানতে পারি তেমনি একটু মজার সময়ও কাটাতে পারি। আমরা অনেক সময় অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি, অনেক কাজ করি, জব করি বিভিন্ন জায়গায়, আবার অনেকে ফ্রীল্যান্সিং করে অর্থ উপার্জন করি। আমরা যাই করি না কেন এটা ঠিক যে সব সব কাজের পরেই শরীরে কোনো না কোনো ক্লান্তি আসে। এমনকি আমরা যদি কোনো কাজ না করি কিংবা বাড়িতে বসে থাকলে তা হলেও আমাদের শরীরে ক্লান্তি আসে। আর এই ক্লান্তি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের বিনোদন নিই। সেটা হতে পারে অবসরে টিভি দেখা, মোবাইল ইউজ করা, খেলাধুলা করা, এমনকি মোবাইল গেমস এর মাধ্যমে বিনোদন নেওয়া। আসলে মোবাইল গেমস হলো এমন একটি জিনিস যার দ্বারা বড়-ছোট যে কোন বয়সের একটি বিনোদন নিতে পারে। ইন্টারনেটে বিভিন্ন প্রকার গেমস রয়েছে এখান থেকে আমরা বিনোদন নিতে পারি। কিন্তু সব গেম আবার বিনোদন দিতে পারেনা। তাই আমি আজ আপনাদের উদ্দেশ্যে এমন একটি গেমস নিয়ে কথা বলব যার মাধ্যমে আপনারা আপনাদের অবসর সময়ে বিনোদন দিতে পারবেন। এটি একটি ফাইটিং গেমস। আমি নিজেও ব্যবহার করেছি তাই আপনাদের উদ্দেশ্যে এটি রিভিউ করছি। কেননা এই গেমসটি ব্যবহার করে আমি অবসর সময় কাটাতে পেরেছি এবং গেমসটি খুবই মজার। গেমসটির নাম হচ্ছে নিনজা ওয়ারিয়র। আশা করি এই গেমসটি ব্যবহার করে আপনারা আপনাদের মনকে উৎফুল্ল রাখতে পারবেন। গুগল প্লে স্টোরে নিনজা ওয়ারিয়র লিখে সার্চ করলে এটি পেয়ে যাবেন। গেমসটিতে প্রায় বিশটি লেভেল এর বেশি রয়েছে এবং লেবেলগুলো খুবই ইন্টারেস্টিং। আশা করি আপনারা আপনাদের ক্লান্তি সময়টুকু এই গেমস এর মাধ্যমে কাটাতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহাফেজ।

<

Related Posts