অ্যান্ড্রয়েড মোবাইল এ কি গুগল ক্রোম এক্সটেনশনস ব্যবহার করতে চান ?তাড়াতাড়ি দেখে নিন

আজকে আপনি কিভাবে গুগল ক্রোম এক্সটেনশনস অ্যান্ড্রয়েড মোবাইল এ ব্যবহার করবেন তা জানতে পারবেন । গুগল ক্রোম এক্সটেনশনস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ব্রাউসারকে আকর্ষণীয় করে তুলতে পারবেন । অ্যাড থেকে মুক্ত হতে পারবেন । অন্যদের থেকে আলাদা ভাবে নিজের ব্রাউসার কে সাজাতে পারবেন

গুগল ক্রোম এক্সটেনশনস ব্যবহারের সুবিধাঃ

আমরা প্রায় সবাই পিসি তে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। কারণ, অধিকাংশ পিসি ইউজারের কাছেই সবথেকে ভালো এবং রিলায়েবল ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। বর্তমানে গুগল ক্রোমের থেকেও বেশি ফিচারস-সমৃদ্ধ ব্রাউজার থাকলেও অনেকেই অনেক কারণে গুগল ক্রোম ব্যবহার করা ছেড়ে দিতে পারেন না। এর কারণ হচ্ছে অভ্যাস এবং গুগল ক্রোমের কিছু ফিচারস যেগুলো অন্যান্য ব্রাউজারে পাওয়া যায় না। আর এছাড়াও এর একটি বড় কারণ হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশন এবং ব্রাউজার এক্সটেনশনস।হ্যাঁ, অন্যান্য সব জনপ্রিয় ব্রাউজারেই এক্সটেনশনস ব্যবহার করার সুবিধা আছে, কিন্তু অন্যান্য ব্রাউজারের এক্সটেনশনস লাইব্রেরি গুগল ক্রোমের মত এত বৃহৎ নয়।

অ্যান্ড্রয়েড মোবাইল এ কি গুগল ক্রোম এক্সটেনশনস ব্যবহার করা যাবে ?

হ্যা,ব্যবহার করা যাবে ।কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে নয় । গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে পিসিতে এক্সটেনশনস ব্যবহার করা যাবে ।

অ্যান্ড্রয়েড মোবাইল এ কিভাবে গুগল ক্রোম এক্সটেনশনস ব্যবহার করা যাবে ?

অ্যান্ড্রয়েড মোবাইল এ ক্রোম এক্সটেনশনস ব্যবহার করার জন্য আমাদেরকে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে । ওয়েব ব্রাউজারের নাম হল ইয়ানডেক্স ব্রাউজার । এর সাহায্যে আমরা গুগল ক্রোম এক্সটেনশনস ব্যবহার করতে পারব ।

ইয়ানডেক্স ব্রাউজার ডাউনলড করার কৌশলঃ

#প্রথমে গুগল প্লে স্টরে যেতে হবে ।

#ইংরেজিতে ইয়ানডেক্স লিখে সার্চ দিতে হবে

#এরপর ইয়ানডেক্স ব্রাউজার উইথ প্রটেক্ট অ্যাপ টি ই্নস্টল করতে হবে

এভাবে ডাউনলড করতে পারবেন প্লে স্টর থেকে

 

ইয়ানডেক্স ব্রাউজার এ ক্রোম এক্সটেনশনস ব্যবহার করার কৌশলঃ

# ইয়ানডেক্স ব্রাউজার টি ওপেন করতে হবে

# https://chrome.google.com/webstore লিঙ্কে প্রবেশ করতে হবে

#আপনার পছন্দ মত এক্সটেনশনস খুঁজে নিন

#এরপর অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করলে আপনি ইয়ানডেক্স ব্রাউজার এ সেটি ব্যবহার করতে পারবেন

প্রমানঃ

ইয়ানডেক্স ব্রাউজার থেকে সেটিং এ গেলে আমরা প্রমান দেখতে পারব ।

অ্যান্ড্রয়েড মোবাইল এ ভাবে গুগল ক্রোম এক্সটেনশনস ব্যবহার করা যাবে ।

Related Posts