আইফোন নিয়ে যত কথা

বর্তমান যুগে বেড়েছে আইফোনের চাহিদা | বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত সকলের মনে যেন চলছে আইফোন থাকার নেশা | কমবেশি সবার মনেই একটি আশা যদি আমার একটি আইফোন থাকতো |

আইফোন আমেরিকার একটি মাল্টিন্যাশনাল কোম্পানি এপেল কর্তৃক তৈরী হয়েছে | বর্তমানে আইফোনের সব থেকে লেটেস্ট ভার্সন চলছে iphone x | সর্বপ্রথম আইফোনের ভার্সন ছিল iphone 6s এবং iphone 6s plus এরপরের ভার্সন ছিল iphone 7s এবং iphone 7s plus এবং পরবর্তীতে আসে iphone 8s এবং iphone 8s প্লাস ও এসেছে | যদিও এখনকার লেটেস্ট ভার্সন হচ্ছে iphone x তবুও iphone 6s ,iphone 7s ,iphone 8s এর চাহিদা এখনো কোনো অংশে কম নয় |

আইফোনের কালারের মধ্যে আছে ম্যাট ব্ল্যাক এবং জেট ব্ল্যাক যার তাছাড়া এটি পানি ও ময়লা প্রতিরোধক|

আইফোনের আছে একটি অত্যন্ত উন্নতমানের ক্যামেরা যেটিতে ফ্রন্ট ক্যামেরাও সংযুক্ত আছে | আর iphone 7 এ আছে সেকেন্ড জেনারেশনের ১২ মেগাপিক্সেলের সিক্স এলিমেন্ট লেন্স সংযুক্ত ক্যাপাসিটি ধারণ করার মতো একটি উন্নতমানের ক্যামেরা যেটি অটোফোকাস করার ক্ষমতা রাখে | এবং এটির ছবি তুলার কাপাসিটিও চমকপ্রদ| এটিতে আছে একটি ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা|

এছাড়াও iphone 7 এ আছে একটি স্টেরিও স্পীকারর্স |২.৩৪ গিগাহার্জের একটি উন্নত মানের সিপিইউ,একটি উন্নতমানের অপারেটিং সিস্টেমন এছাড়াও ৪.৭ ইঞ্চির ডিসপ্লে |আছে ওয়াইফাই সংযুক্ত করার ব্যবস্থা|

এইসমস্ত ক্যাটাগরি আছে iphone7 এর মধ্যে তবে এর থেকে উন্নত ভার্শনগুলোর মাঝে আছে আরো উন্নত মানের ক্যাটেগরি |

এতো এতো গুণাবলীর জন্য আইফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে | তবে আইফোনের চাহিদার সাথে সাথেও বিশ্বের সব দেশ জুড়ে রয়েছে এর আকাশচুম্বী দাম|

Related Posts