আপনার তোলা ছবি বিক্রি করে আয় করুন মাসে $১০০-$৫০০

হ্যালো বন্ধুরা,

ছবি তোলা আমাদের সকলেরই দারুন একটা সখ বলতে পারেন। যাদের কাছে ছোট কিংবা বড় ফোন আছে তারা সকলেই ছবি তুলতে ভালবাসেন। আর এই ফেসবুক বা যেকোন সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্যই হোক না কেন।

বিভিন্ন জায়গায় ঘুরতে কিংবা বেড়াতে গেলে আমরা কত রকমেরই না ছবি তুলে থাকি। সেই ছবি যদি বিক্রি করে আয় করা যায়, তাহলে কেমন হয়? নিশ্চয় ভালোই হয়। এখন আপনি ভাবতে পারেন এসব কে কিনবে বা কিভাবে বিক্রয় হবে।

আবার অনেকেই ভাবতে পারেন, আমার তো ভালো কোনো ক্যামেরা বা DSLR নেই, তাহলে ছবি তুলবো কিভাবে এবং বিক্রি করবো কিভাবে। ভাই আপনার দামি ক্যামেরা বা DSLR প্রয়োজন নেই প্রয়োজন ভালো মানের ছবির। সেটা আপনার স্মার্টফোন কিংবা ক্যামেরা দিয়ে তোলা ছবি হোক না কেন। তবে চিন্তার কোনো কারন নেয় কারণ বিস্তারিত বুঝানোর জন্য আমি তো আছি।

আপনার তোলা ছবি বিক্রি করে আয় করার জন্য যা যা আপনাকে জানতে হবে?

১. পোস্টটির নিচে তিনটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে, আগে পোস্টটি পুরোটা পড়বেন তারপর ঐসব ওয়েবসাইটে গিয়ে রেজিট্রেশন করে এ্যাকাউন্ট খুলবেন।

২. একটি ওয়েবসাইটে একাধিক এ্যাকাউন্ট খুলবেন না।

৩. একই ছবি একাধিক ওয়েবসাইটে সাবমিট করবেন না।

৩. কোনো কোনো ওয়েবসাইটে ছবির দাম আপনি নিজেই নির্ধারন করতে পারবেন।

৪. ছবির কোয়ালিটি সর্বনিম্ন ১৯২০*১০৮০ হতে হবে। আবার ওয়েবসাইট অনুসারে ভিন্নও হতে পারে।

৫. আপনি RAW, TIFF, JPEG ফরমেটের ছবি আপলোড করতে পারবেন।

৬. ছবির কোয়ালিটি ভাল মানের হতে হবে। ছবিতে কোনো প্রকার দাগ বা নয়েজ থাকা চলবে না।

৭. অন্য কোনো ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড দিয়ে আপলোড করা যাবে না।

৮. এছাড়া আপনাকে ঐসব ওয়েবসাইটের শর্তগুলো পড়ে নিতে হবে, যাতে কোন সমস্যা না হয়।

এখন তিনটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিনঃ

1. Pixabay

ছবির দাম নিজেই নির্ধারন করতে পারবেন। এই ওয়েবসাইটে ৬ মিলিয়নের বেশি মেম্বার আছে।

* পেমেন্ট পদ্ধতিঃ পেপাল
* সর্বনিম্ন পেআউটঃ $৩০

2. Shutterstock Image

বর্তমানে ইমেজ শেয়ারিং এর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে shutterstock image.

* প্রতি ছবি ডাউনলোডে $২৫ এর বেশি পে করে।
* পেমেন্ট পদ্ধতিঃ পেপাল, পেওনিয়ার, স্ক্রিল।
* মিনিমাম পেআউটঃ $৩৫

৩. Freepik: free vectors, photos and psd download

ছবির পাশাপাশি এই ওয়েবসাইট থেকে আপনি ভেক্টর, পিসডি বিক্রি করে আয় করতে পারবেন। প্রত্যেক ছবি ডাউনলোডে $১১ প্রদান করে থাকে।

* পেমেন্টঃ পেপাল, ডেবিট বা ক্রেডিট কার্ড।
* পেআউটঃ $৩৫

এসব ওয়েবসাইট আপনার ছবি বিক্রয় করে যে আয় হয় তার কিছু অংশ নিজেদের জন্য কেটে নিয়ে বাকিটা আপনাদেরকে দিয়ে দেয়।

তাহলে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয় যে কিভাবে আপনার তোলা ছবি বিক্রি করতে পারবেন। আর দেরি না করে এখনি আপনার ক্যামেরা বা স্মার্টফোন হাতে নিয়ে বেরিয়ে পড়ুন ভালো কোনো ছবির সন্ধানে।

।।।।।।। ধব্যবাদ ।।।।।।।।

Related Posts

13 Comments

মন্তব্য করুন