আপনার Android ফোনের প্যাটান বা লক ভূলে গেলে এক নিমিষেই খুলে নিন শুধুমাত্র ছোট্ট একটি উপায় !

প্রিয় পাঠক আপনাদের মাঝে আমি আজ কি এমন একটা টিপস শেয়ার করব যেটার মাধ্যমে আপনার।

ফোনের প্যাটার্ন ভুলে গেলে লক ভুলে গেলে বা পিন ভুলে গেলে অনার্সে আপনি সহজে রিকভারি করতে পারবেন এবং সেটা খুলে ফেলতে পারবেন।

পাঠক আমরা আমাদের ফোনে বিভিন্ন সিকিউরিটির জন্য প্যাটার্ন লক বা পিন ব্যবহার করে থাকি এটার কারণ হলো আমাদের ফোনে বিভিন্ন গোপন তথ্য তাকে ভিডিও থাকতে পারে।।

ছবি থাকতে পারে নানা ধরনের ফাইল থাকতে পারে তো এইসব কারণে আমরা আমাদের ফোনে পেটান ব্লক করে থাকি যেন আমাদের সেই সমস্ত গোপন তথ্য কেউ দেখে না নিতে পারে।

তো পাঠক আপনারা এই পিন ভুলে গেলে লক ভুলে গেলে বা প্যাটার্ন ভুলে গেলে কি করে সেটা রিকভারি খুলে ফেলতে পারি।

আপনাদের মাঝে আমি আজ কে শেয়ার করতে চলেছি তো শুরু করা যাক কথা না বলে কিভাবে করবেন।

পাঠক আপনাদের সুবিধার্থে আমি নিজেই 4 লেখা দিয়েছি।

এই 4 নম্বর লেখাগুলো আপনি একটু ভালো করে দেখে নিন তারপরে নিচের লেখাগুলো পড়ে আপনার ফোনে লক খুলতে পারবেন

1= power button + volume up button

2= power button + volume down button

3= power button + volume up down button

4= power button + volume up down button & home button

( only samsung )

পাঁচটা লেখার অর্থ হলো আপনার বন্ধু বা আপনি যখন আপনার ফোনের প্যাটার্ন ভুলে যাবেন তখন অনায়াসেই পাঁচটা লেখার মাধ্যমে সেটা খুলতে পারবেন

রিকভারি করতে পারবেন আপনি প্যাটার্ন ভুলে যাওয়া ফোনে

প্রথমে ব্যাটারিটা খুলে ফেলবেন ব্যাটারি খুলে দেওয়ার পর ব্যাটারি লাগিয়ে তারপর আপনি আপনার ফোনের

পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন পাওয়ার বাটন প্লাস ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ-ডাউন বাটন এক এক চেপে দেখবেন

শুধুমাত্র স্যামসাং ফোনের ক্ষেত্রে ভলিউম উপরের বাটন ভলিউম নীচের বাটন পাওয়ার বাটন আর হোম বাটন বলতে যেটা আপনার ফোনের মাঝখানে নিচে দিকে যে বাটনটা থাকে।।

এভাবে আপনি প্রত্যেকটা বাটন চেপে ধরে ট্রাই করতে থাকবেন তখন দেখতে পারবেন আপনার বোনের উপরে অনেকগুলো ইংলিশ লেখা চলে এসে তখন বুঝতে পারবেন যে কাজ হয়ে গেছে আপনার কোনটা রিকভারি করা সম্ভব

এবার আপনি দেখতে পারবেন মাঝের দিকে একটা লেখা আছে লেখাটা হল

একটা কথা বলে রাখা ভালো যখন আপনার ফোনে এই ইংলিশ লেখা গুলো দেখতে পাবেন তখন আপনার ফোনে টাচে কাজ করবে না তখন শুধুমাত্র আপনার ভলিউম উপরের বাটনে চাপ দিয়ে ভলিউম নিচের বাটনে চাপ দিয়ে বা পাওয়ার বাটনে চাপ দিয়ে আপনার শুধুই লেখা গুলোর উপরে ক্লিক করতে হবে।

তাছাড়া আপনি কিন্তু টাচ করে এই লেখা গুলোর উপরে কাজ করাতে পারবেন না কারণ এই সময় আপনার ফোনের কাছে কাজ করবেন না

তখন আপনি সেই ইংলিশ লেখাগুলো ভিতরে দেখবেন লেখা আছে

আপনি সেটাতে ক্লিক করার পর দেখবেন লেখা আছে মাঝখানে yes সেটাই এর ভিতরে গিয়ে আপনি ভলিউম আপ-ডাউন করে এসে লেখার উপরে পাওয়ার বাটন চাপ দিয়ে আপনি yes করবেন বা click করবেন তারপর দেখবেন আপনার ফোনে সরাসরি উপরের দিকে লেখা চলে এসে rebod now তখন আপনি পাওয়ার বাটনে চাপ করে করলে আপনার ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং তারপর আবার ফোনটা খুলে যাবে দেখবেন আপনার ফোনে যতগুলো পেটান ছিল বাতিল আর নেই আপনার ফোনটা আবার আগের মত রিসেট হয়ে গেছে

আশাকরি আপনাদের ভাল লেগেছে আপনার ফোনে বা কারো ফোনে lock লেগে যায় তাহলে এই নিয়ম অনুযায়ী আপনি হানডেট পারসেন রিকভারি বা খুলতে পারবেন যেকোনো অনআসে

দেখাহবে নতুন কোনো পোস্টকে ধন্যবাদ সবাইকে

Related Posts

10 Comments

মন্তব্য করুন