আপনি এখন ম্যাপের মাধ্যেমে দেখতে পারবেন করোনা ভাইরাসের অ্যাক্টিভিটি

হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটি নিউজ নিয়ে হাজির হলাম। আজ পর্যন্ত বিশ্বের ৭টি ঘাতক ভাইরাস হলোঃ ১. ইবোলা ভাইরাস। ২. রেবিজ ভাইরাস। ৩. এইচ৫ এন ১ রূপান্তরিত এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ৪. মারবুর্গ। ৫. ডেঙ্গু। ৬. এইস, আই, এইডস। ৭. নভেলা করোনা(কভিড-১৯)। ভাইরাস মানে বিষ। এটি এমন একটি বিষ যেটা যার কাছে রয়েছে মরণশক্তি। এই বিষ আবার কাজে লাগিয়ে মানুষ এখন আবার তৈরি করছে অনেক ওষুধ। বর্তমানে এদের মধ্যে একটি ভাইরাস যার নাম করোনা। এটি এখন মানুষের মাঝে ব্যাপক হারে আতঙ্ক সৃষ্টি করেছেন। এই ভাইরাসটি সর্বপ্রথম চীনের উহান শহরে দেখা যায় এবং এখান থেকে ছড়িয়ে পরে সারা বিশ্বে। এই পোস্টি লেখা পর্যন্ত ১,৪৭,৭৮৮ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৫,৫৩৯ জন মারা গেছেন। বর্তমানে চীন থেকে শুরু করে ভাইরাস্টি থাইল্যান্ড, মালয়েশিয়া, ফ্রাঞ্চ, দক্ষিন করিয়া, ইতালি, মক্কা ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নেপাল, ইন্ডিয়া, এবং বাংলাদেশ আরও কয়েকটি উল্লেখযোগ্য দেশ গুলোতে ছড়িয়ে পড়েছে। এ্ই ভাইরাসটি কোথা থেকে এসেছে এটা সম্পরকে গবেষকরা ধারণা করেছেন সাপ বা বাদুররের দেহ থেকে আস্তে পারে এই ভাইরাসটি।  তবে এই ভাইরাসটি কি হারে ছড়াচ্ছে এটা সম্পরকে আপনি যা ধারণা করছেন তার থেকেও দ্রত গতিতে এই ভাইরাস টি ছড়াচ্ছে বলে মানুষের মনে এই ভাইরাস নিয়ে এত আতঙ্ক। সাধারণত একটি আক্রান্ত ব্যাক্তির কাছ থেকে ২ বা ৩ জনের এই ভাইরাসটি ছড়াচ্ছে। হাসি কাশি প্রধান মাধ্যেম এই ভাইরাস ছড়ানোর তাই জানিয়েছেন গবেষকরা। তাছাড়া অতিরিক্ত মেলামেশা করলেও এই ভাইরাস ছড়াতে পারে বলে মনে করছেন বিশেষোজ্ঞোরা। এটি পাকস্থলীতে সংক্রমিত হয়ে নিউমোনিয়ার মত রোগ হয়ে মৃত্যুর কারন হতে পারে। বর্তমানে এই রোগের প্রতিষেধক বানানোর চেষ্টা করছে গবেষকরা একটি নিউজ এ জানা গেছে অ্যামেরিকাতে এই রোগের প্রতিষেধক বের করেছেন বলে জানা গেছে। তবে এই রোগ থেকে আমাদের সতর্ক থাকার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর এর সাথে এটাও জানার দরকার কতটা ছড়িয়ে পরছে এই রোগটি সারা বিশ্বে। তাই আমি আপনাদের আজকে এমন একটি অয়েব সাইটের লিঙ্ক দেবো যেটার মাধ্যেমে আপনারা ম্যাপের দ্বারা দেখতে পারবেন সারাবিশ্বের করোনা ভাইরাস বা কভিড-১৯ এর এক্টিভিটি। এই ওয়েব সাইটে আপনি দেখতে পারবেন বিশ্বের কোন দেশে কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হয়েছেন এবং এখনও পর্যন্ত মারা গেছেন। এটা সারা বিশ্বে ভয়াবহ রুপে ছরিয়ে পরছে। এই জন্য সতর্ক থাকতে আপনার জন্য  এই ওয়েব সাইট টি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। ওয়েব সাইট টি ভিসিট করতে ক্লিক করুন এখানে।  সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন পোষ্টটি ভাল লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।

<

Related Posts

20 Comments

মন্তব্য করুন