আবৃতবীজী উদ্ভিদ

আবৃতবীজী উদ্ভিদ

বৈশিষ্ট্য

  • উদ্ভিদ স্পোরোফাইটিক, পুষ্পক, স্বভোজী, অসমরেণুপ্রসু এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ
  • দেহ নরম বা শক্ত, অকাষ্ঠল বা কাষ্ঠল, চিরসবুজ বা পর্ণমোচী (deciduous)
  • এদের পাতা সরল বা যৌগিক
  • এসব উদ্ভিদের ফুল একক বা মঞ্জুরীতে থাকে
  • গ্যামিটোফাইট খুব সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল
  • গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড- এ তিনটি অংশে বিভক্ত
  • গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ। গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক (ovule) সৃষ্টি হয়
  • নিষেকের পর গর্ভাশয় ফল-এ পরিণত হয় এবং বীজ ফলের মধ্যে নিহিত থাকে
  • পরাগরেণু ফ্ল্যাজেলাবিহীন
  • পরাগরেণু পরাগায়নের সময় গর্ভমুন্ডে পতিত হয়
  • শুক্রাণু সর্বত্র নিশ্চল এবং আর্কিগোনিয়াম অনুপস্থিত
  • ডাবল ফার্টিলাইজেশন তথা দ্বিনিষেক সবক্ষেত্রেই ঘটে এবং নিষেকের পর সস্য গঠন আরম্ভ হয়। তাই বীজের সস্য ট্রিপয়েড (3n)
  • জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেলকোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে
  • সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান
  • বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। এর উপর ভিত্তি করে এদের একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ -এ দুভাগে ভাগ করা যায়

একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর পার্থক্য

একবীজপত্রী
দ্বিবীজপত্রী
বীজে বীজপত্র একটি বীজে বীজপত্র দুটি
মূল গুচ্ছমূল মূল প্রধানমূল
পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল পাতার শিরাবিন্যাস সাধারণত জালিকাকার
পুষ্প ট্রাইমেরাস অর্থাৎ পুষ্পের পুষ্পপত্রের সংখ্যা ৩ বা ৩ এর গুণিতক (৩টি, ৬টি বা ৯টি) পুষ্প টেট্রামেরাস বা পেন্টামেরাস অর্থাৎ পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা ৪ বা ৫ বা এদের গুণিতক (৪, ৮ বা ৫, ১০ এরূপ)
বীজপত্রের অবস্থান শীর্ষ এবং ভ্রূণ মুকুল পার্শ্বীয় বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রূণমুকুল শীর্ষ

 

<

Related Posts

14 Comments

মন্তব্য করুন