আমার মত ব্যর্থ জীবন আর কয়জনের

অনেক হলো এবার কিছু একটা করার সময়
এসেছে Grathor.Com এ এভাবে আর কত অনেক
তো হল কপি পোস্ট অন্যের স্ট্যাটাস। নিজের জ্ঞান
ব্যক্তিত্ব কয়জনের সাথে শেয়ার করেছি, আসলে
জ্ঞান থাকলে তো তবেই শেয়ার করব।

সেই যে ২০১৩ থেকে অনলাইনে আয় করব
ভেবে ভেবে কয়েকটি বছর পেরিয়ে গেছে
কি করতে পেরেছি? কিছুই পারিনি।

কারণ, আমি এখনো আয় করার উপযোগী হয়ে
উঠতে পারিনি। এর প্রধান কারণ, হচ্ছে। আমি
অন্যের স্ট্যাটাস নিজের নামে চালিয়ে দিচ্ছি।

এই সভাব শুধু আমি না যার মধ্যে বিদ্যমান আছে,
সে কোনো দিন উন্যত করতে পারবেনা নিশ্চিত তার
ফিউচার অন্ধকার।

যদি অনলাইন থেকে সত্যিই ইনকাম করতে হয় তাহলে
এমন সভাব প্রত্যাহার করতে হবে। এবং নিজের ব্যাক্তিত্ব
কে নিজের জ্ঞান কে সচল করতে হবে। মানুষ কে বুঝাতে হবে দেখাতে হবে আমিও পারি।

আমি আপনি যার পোস্ট কপি করি। একবার
চিন্তা করে দেখুন যে ভাইয়ের এই লেখাটি সে
ও অনেক কস্ট করে লিখে কাকে দিচ্ছে সেই
আমাদের কে কিন্তু, আমরা সেই সুযোগ নিয়ে
নিজের নামে চালিয়ে দিচ্ছি।

আমার এতোটা বছর পর এখন নিজের উপরই
থু থু মারতে ইচ্ছা করছে। এই ছিল আমার জ্ঞান
যে কিনা অন্যের স্ট্যাটাস কপি করে নিজের নামে চালিয়ে দেই। তবে এখন বুঝতে পারছি।

কত বড় ভুল ছিল আমার কি করব যখন থেকে বুঝতে পারলাম তখন থেকে নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে। এই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ছিঃ ছিঃ এই কথা গুলো
শুধু আমার জন্য না যারা আমার মত ব্যর্থ জীবন যাপন করছেন তাদের জন্য। আর আমি নিজেকে অনেক শুধরে নিয়েছি। তাই আমি চাইনা আমার মত ভুল অন্য কেউ
করুক এবং তার জীবনটা ও আমার মতো ব্যর্থ হোক সুতরাং পরিশেষে একটা কথাই বলব প্লিজ দয়া করে কেউ অন্যের কনটেন্ট কপি করে নিজের নামে ছড়াবেন না বা নিজের বলে গণ্য করবেন না এতে আপনার কোন লাভ হবে না বরং আপনার নিজের জ্ঞান ও ব্যক্তিত্বকে ইতিহাসের পাতায় ছোট করলেন যা আমি এখন নিজেই নিজেকে অনেক ছোট মনে করছি এবং বুঝতে পারছি আমার ভিতর জ্ঞান বলে কিছু আছে বা নাই তবে হ্যাঁ আমি নিজেকে অনেকটাই শুধরে নিয়েছি তাইতো আপনাদের মাঝে আজ কিছু বলতে পেরেছি কিছুটা হলেও আমার খুব ভালো লাগছে এ কথাগুলো বলতে পেরে মনে হলো নিজেকে অনেকটা হালকা করতে পেরেছি।

একটা কথা সবাই মনে রাখবেন সত্য কখনো
গোপন থাকেনা।

Related Posts